Ajker Patrika

হেলমেট না থাকায় প্রশ্ন, ক্ষুব্ধ হয়ে সাংবাদিককে পেটাল পুলিশ

অনলাইন ডেস্ক
আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২২, ১১: ২৫
হেলমেট না থাকায় প্রশ্ন, ক্ষুব্ধ হয়ে সাংবাদিককে পেটাল পুলিশ

ভারতের আসাম রাজ্যে মোটরসাইকেল চালানোর সময় হেলমেট ছিল না দুই পুলিশ কনস্টেবলের। এ নিয়ে প্রশ্ন করায় এক সাংবাদিককে পেটানোর অভিযোগ উঠেছে ওই দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে। এ ঘটনায় ওই দুই পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়েছে। গতকাল সোমবার আসামের বসুগাঁওয়ে এ ঘটনা ঘটে।

বার্তা সংস্থা এএনআইকে সাংবাদিক জয়ন্ত দেবনাথ বলেন, ‘একটি মোটরসাইকেলে থাকা দুই পুলিশ হেলমেট পরা ছিল না। আমার একমাত্র দোষ ছিল যে আমি তাদের জিজ্ঞাসা করেছিলাম, এটি সাধারণ জনগণকে কী বার্তা দেবে? পরে তারা প্রকাশ্যে আমাকে নির্যাতন করেছে। সাংবাদিক পরিচয় দিলে তারা আরও ক্ষিপ্ত হয়।’

জয়ন্ত আরও বলেন, ‘পুলিশকে স্বাধীনতা দেওয়া হয়েছে কিন্তু তারা অপব্যবহার করছে। আমি আসাম সরকারকে বলতে চাই, আপনারা আইন করছেন আর সেটি ভাঙছে আপনার জনগণ। এ নিয়ে সরকারকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি।’

এ নিয়ে আসামের চিরাং পুলিশের ডেপুটি সুপারিনটেনডেন্ট লাবা কুমার ডেকা বলেন, ‘দুই কনস্টেবলের বিরুদ্ধে জয়ন্ত দেবনাথের এফআইআরের ভিত্তিতে আমরা এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।  এ বিষয়ে তদন্ত চলছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকেরা

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীরের মিছিল, পুলিশের টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

ভারত ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত