অনলাইন ডেস্ক
মোদির উপনাম নিয়ে ‘ব্যঙ্গাত্মক’ মন্তব্য করায় ভারতের রাজনৈতিক দল কংগ্রেসের সাবেক সভাপতির বিরুদ্ধে দায়ের করা মানহানি মামলার ওপর স্থগিতাদেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালতের বিচারপতি বি আর গাভাই বলেছেন, কোনো কারণ ছাড়াই নিম্ন আদালত রাহুলকে সর্বোচ্চ দণ্ড দিয়েছিলেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
মানহানির এই মামলা করেছিলেন গুজরাটের সাবেক এক বিধায়ক। আজ শুক্রবার সেই মামলার ওপর স্থগিতাদেশ দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। তবে আদালত রাহুলকে সতর্কও করে দিয়েছেন। ফলে লোকসভার এমপি পদ ফিরে পাচ্ছেন রাহুল গান্ধী।
মোদির মানহানি মামলায় রাহুল গান্ধীকে দুই বছরের কারাদণ্ড দিয়েছিলেন গুজরাটের সুরাটের একটি ম্যাজিস্ট্রেট আদালত। সেই রায় চ্যালেঞ্জ করে জেলা দায়রা আদালতে আপিল করেন রাহুল। কিন্তু সেখানে আপিল খারিজ হয়ে যায়। পরে সেই রায় চ্যালেঞ্জ করে গুজরাট হাইকোর্টে মামলার ওপর স্টে অর্ডার বা স্থগিতাদেশ চান রাহুল। কিন্তু আদালত সেই আবেদন খারিজ করে দিয়ে আগের রায় বহাল রাখেন। এরপর সবশেষে হাইকোর্টের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন রাহুল।
বিচারপতি বি আর গাভাই, পি এস নরসীমা ও সঞ্জয় কুমারের সমন্বয়ে গঠিত সুপ্রিম কোর্টের একটি বেঞ্চ রাহুল গান্ধীর স্থগিতাদেশ আবেদনের শুনানি করেন। সুপ্রিম কোর্ট বলেন, ‘কোনো সন্দেহ নেই যে আপিল আবেদনকারীর বক্তব্য ভালো রুচির ছিল না এবং আবেদনকারীকে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে আরও সতর্ক হওয়া উচিত।’
বিচারপতি গাভাই বলেন, নিম্ন আদালত রাহুল গান্ধীকে সর্বোচ্চ সাজা হিসেবে দুই বছরের কারাদণ্ড দিলেও এর কোনো কারণ দেখাননি। কিন্তু এই রায়ের ফলে তিনি লোকসভায় অযোগ্য হন।
সুপ্রিম কোর্টের স্থগিতাদেশের পর রাহুল গান্ধীর কাছ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া না পাওয়া গেলেও তাঁর দলের নেতা-কর্মীরা আনন্দ-উৎসবে মেতে উঠেছেন। কংগ্রেসের দিল্লির দলীয় কার্যালয়ের সামনে ব্যাপক লোকসমাগম হয়েছে। শুরু হয়েছে মিষ্টি বিতরণ।
কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা অধীর রঞ্জন চৌধুরী এই রায়ের বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, তিনি আজ শুক্রবারই লোকসভার স্পিকারের কাছে রাহুল গান্ধীর সদস্যপদ পুনর্বহালের বিষয়ে আবেদন জানাবেন। উল্লেখ্য, অধীর রঞ্জন চৌধুরী লোকসভায় কংগ্রেসের নেতা।
অধীর রঞ্জন চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘রাহুল গান্ধী তাঁর বিরুদ্ধে আনা মিথ্যা অভিযোগ থেকে মুক্তি পেয়েছেন। এটি সত্যের জয়...মোদিকে এ জন্য চড়া মূল্য পরিশোধ করতে হবে।’
এ বিষয়ে বিজেপি এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।
মোদির উপনাম নিয়ে ‘ব্যঙ্গাত্মক’ মন্তব্য করায় ভারতের রাজনৈতিক দল কংগ্রেসের সাবেক সভাপতির বিরুদ্ধে দায়ের করা মানহানি মামলার ওপর স্থগিতাদেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালতের বিচারপতি বি আর গাভাই বলেছেন, কোনো কারণ ছাড়াই নিম্ন আদালত রাহুলকে সর্বোচ্চ দণ্ড দিয়েছিলেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
মানহানির এই মামলা করেছিলেন গুজরাটের সাবেক এক বিধায়ক। আজ শুক্রবার সেই মামলার ওপর স্থগিতাদেশ দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। তবে আদালত রাহুলকে সতর্কও করে দিয়েছেন। ফলে লোকসভার এমপি পদ ফিরে পাচ্ছেন রাহুল গান্ধী।
মোদির মানহানি মামলায় রাহুল গান্ধীকে দুই বছরের কারাদণ্ড দিয়েছিলেন গুজরাটের সুরাটের একটি ম্যাজিস্ট্রেট আদালত। সেই রায় চ্যালেঞ্জ করে জেলা দায়রা আদালতে আপিল করেন রাহুল। কিন্তু সেখানে আপিল খারিজ হয়ে যায়। পরে সেই রায় চ্যালেঞ্জ করে গুজরাট হাইকোর্টে মামলার ওপর স্টে অর্ডার বা স্থগিতাদেশ চান রাহুল। কিন্তু আদালত সেই আবেদন খারিজ করে দিয়ে আগের রায় বহাল রাখেন। এরপর সবশেষে হাইকোর্টের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন রাহুল।
বিচারপতি বি আর গাভাই, পি এস নরসীমা ও সঞ্জয় কুমারের সমন্বয়ে গঠিত সুপ্রিম কোর্টের একটি বেঞ্চ রাহুল গান্ধীর স্থগিতাদেশ আবেদনের শুনানি করেন। সুপ্রিম কোর্ট বলেন, ‘কোনো সন্দেহ নেই যে আপিল আবেদনকারীর বক্তব্য ভালো রুচির ছিল না এবং আবেদনকারীকে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে আরও সতর্ক হওয়া উচিত।’
বিচারপতি গাভাই বলেন, নিম্ন আদালত রাহুল গান্ধীকে সর্বোচ্চ সাজা হিসেবে দুই বছরের কারাদণ্ড দিলেও এর কোনো কারণ দেখাননি। কিন্তু এই রায়ের ফলে তিনি লোকসভায় অযোগ্য হন।
সুপ্রিম কোর্টের স্থগিতাদেশের পর রাহুল গান্ধীর কাছ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া না পাওয়া গেলেও তাঁর দলের নেতা-কর্মীরা আনন্দ-উৎসবে মেতে উঠেছেন। কংগ্রেসের দিল্লির দলীয় কার্যালয়ের সামনে ব্যাপক লোকসমাগম হয়েছে। শুরু হয়েছে মিষ্টি বিতরণ।
কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা অধীর রঞ্জন চৌধুরী এই রায়ের বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, তিনি আজ শুক্রবারই লোকসভার স্পিকারের কাছে রাহুল গান্ধীর সদস্যপদ পুনর্বহালের বিষয়ে আবেদন জানাবেন। উল্লেখ্য, অধীর রঞ্জন চৌধুরী লোকসভায় কংগ্রেসের নেতা।
অধীর রঞ্জন চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘রাহুল গান্ধী তাঁর বিরুদ্ধে আনা মিথ্যা অভিযোগ থেকে মুক্তি পেয়েছেন। এটি সত্যের জয়...মোদিকে এ জন্য চড়া মূল্য পরিশোধ করতে হবে।’
এ বিষয়ে বিজেপি এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।
ইউক্রেন যুক্তরাষ্ট্রের দেওয়া ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়াতে হামলা চালানোর পর যুদ্ধের তীব্রতা বেড়েছে। এর মধ্যে রাশিয়া জানাল, পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের দালনে গ্রাম দখলে নিয়েছে তাদের সেনারা। অবশ্য রাশিয়ার গ্রাম দখলের বিষয়টি স্বীকার করেনি ইউক্রেনের জেনারেল স্টাফ।
১৫ মিনিট আগেট্রাম্প প্রশাসনের অ্যাটর্নি জেনারেল হিসেবে মনোনীত হওয়ার পরপরই যৌন কেলেঙ্কারিসহ নানা অভিযোগে সরে দাঁড়াতে হলো ম্যাট গেটজকে। কয়েক ঘণ্টার মধ্যেই নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে পুরোনো মিত্র পাম বন্ডিকে বেছে নিলেন ট্রাম্প।
১ ঘণ্টা আগেকংগ্রেস ভবনের সব শৌচাগার, পোশাক পরিবর্তনের কক্ষ, লকার রুমগুলো নারী–পুরুষ অনুযায়ী ভাগ করা আছে। নারীদের জন্য নির্ধারিত পরিসরে শুধু নারীদের অধিকার থাকা উচিত বলেও মন্তব্য করেন লুইজিয়ানার এই রিপাবলিকান প্রতিনিধি।
৩ ঘণ্টা আগেপাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবি দাবি করেছেন, ইমরান খানের সরকার পতনের পেছনে সৌদি আরবের ভূমিকা ছিল। কারাবন্দী ইমরান খানের স্ত্রী এক বিরল ভিডিও বার্তায় এই দাবি করেছেন। পাশাপাশি, তিনি ভিডিওতে আগামী ২৪ নভেম্বর ইসলামাবাদে অনুষ্ঠিত হতে যাওয়া বিক্ষোভ মিছিলে ইমরান খানের দল পাকিস
১৫ ঘণ্টা আগে