অনলাইন ডেস্ক
আফগানিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর কান্দাহার থেকে নিজেদের দূতাবাস কর্মকর্তা–কর্মচারীদের ফিরিয়ে নিয়েছে ভারত। ২০ বছরের যুদ্ধ শেষে সম্প্রতি মার্কিন ও ন্যাটো সেনারা চলে যাওয়ার পর সেখানে তালেবান–সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ বাড়ায় এ সিদ্ধান্ত নিয়েছে দিল্লি।
কান্দাহারে ভারতীয় দূতাবাসে কর্মরত ৫০ জন্য কর্মকর্তা ও কর্মচারীকে একটি বিশেষ ফ্লাইটে গতকাল রোববার দেশে ফিরিয়ে আনে ভারত। তবে সুবিধামতো সময়ে সেখানে ভারতীয় কর্মকর্তা–কর্মচারীদের ফের পাঠানো হবে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি বলেন, ‘কান্দাহারের আশপাশে সংঘর্ষ বাড়ায় সাময়িকভাবে আমাদের দূতাবাস কর্মকর্তা–কর্মচারীদের ফিরিয়ে নেওয়া হয়েছে। আফগানিস্তানের সাম্প্রতিক পরিস্থিতি আমরা নিবিড়ভাবে নজরে রাখছি।’
দেশটিতে দিল্লির কার্যক্রম বন্ধ করা হয়নি জানিয়ে এ কর্মকর্তা আরও বলেন, ‘আমি জোর দিয়ে বলতে চাই, এ প্রত্যাহার সাময়িক, পরিস্থিতি স্বাভাবিক হলে তারা আবার সেখানে ফিরে যাবে। স্থানীয় কর্মকর্তাদের দিয়ে আমাদের বর্তমান কার্যক্রম চলবে।’
উল্লেখ্য, গত শুক্রবার মস্কোয় তালেবানের তিন প্রতিনিধি এক সংবাদ সম্মেলনে কথা বলেন। তাঁরা আফগানিস্তানের ৮৫ শতাংশের বেশি নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেন। যদিও বিষয়টি অস্বীকার করে কাবুলের সরকারি কর্মকর্তারা।
একই দিন মস্কোয় রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর এক যৌথ সংবাদ সম্মেলন করেন। সেখানে আফগানিস্তানের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন জয়শংকর। এর আগে একই সমস্যার কারণে আফগানিস্তান থেকে ২১০ চীনা নাগরিককে ফিরিয়ে নেয় বেইজিং। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, একটি বিশেষ ফ্লাইটে গত ২ জুন তাঁদের ফিরিয়ে নেওয়া হয়।
আফগানিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর কান্দাহার থেকে নিজেদের দূতাবাস কর্মকর্তা–কর্মচারীদের ফিরিয়ে নিয়েছে ভারত। ২০ বছরের যুদ্ধ শেষে সম্প্রতি মার্কিন ও ন্যাটো সেনারা চলে যাওয়ার পর সেখানে তালেবান–সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ বাড়ায় এ সিদ্ধান্ত নিয়েছে দিল্লি।
কান্দাহারে ভারতীয় দূতাবাসে কর্মরত ৫০ জন্য কর্মকর্তা ও কর্মচারীকে একটি বিশেষ ফ্লাইটে গতকাল রোববার দেশে ফিরিয়ে আনে ভারত। তবে সুবিধামতো সময়ে সেখানে ভারতীয় কর্মকর্তা–কর্মচারীদের ফের পাঠানো হবে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি বলেন, ‘কান্দাহারের আশপাশে সংঘর্ষ বাড়ায় সাময়িকভাবে আমাদের দূতাবাস কর্মকর্তা–কর্মচারীদের ফিরিয়ে নেওয়া হয়েছে। আফগানিস্তানের সাম্প্রতিক পরিস্থিতি আমরা নিবিড়ভাবে নজরে রাখছি।’
দেশটিতে দিল্লির কার্যক্রম বন্ধ করা হয়নি জানিয়ে এ কর্মকর্তা আরও বলেন, ‘আমি জোর দিয়ে বলতে চাই, এ প্রত্যাহার সাময়িক, পরিস্থিতি স্বাভাবিক হলে তারা আবার সেখানে ফিরে যাবে। স্থানীয় কর্মকর্তাদের দিয়ে আমাদের বর্তমান কার্যক্রম চলবে।’
উল্লেখ্য, গত শুক্রবার মস্কোয় তালেবানের তিন প্রতিনিধি এক সংবাদ সম্মেলনে কথা বলেন। তাঁরা আফগানিস্তানের ৮৫ শতাংশের বেশি নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেন। যদিও বিষয়টি অস্বীকার করে কাবুলের সরকারি কর্মকর্তারা।
একই দিন মস্কোয় রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর এক যৌথ সংবাদ সম্মেলন করেন। সেখানে আফগানিস্তানের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন জয়শংকর। এর আগে একই সমস্যার কারণে আফগানিস্তান থেকে ২১০ চীনা নাগরিককে ফিরিয়ে নেয় বেইজিং। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, একটি বিশেষ ফ্লাইটে গত ২ জুন তাঁদের ফিরিয়ে নেওয়া হয়।
ফরাসি ওই নারীকে যৌন নির্যাতন অভিযোগের তদন্ত শেষে ভেঙ্কটেশন নামে ৪২ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ভেঙ্কটেশন তিরুভান্নামালাই শহরের বাসিন্দা এবং অরুণাচলেশ্বর মন্দিরের কাছে তাঁকে আটক করা হয়।
৫ ঘণ্টা আগেমার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক দাবি করেছেন, তাঁর মালিকানাধীন কোম্পানি টেসলা ধ্বংস করতে এবং সরকারি দুর্নীতি উন্মোচন ঠেকাতে বামপন্থী কর্মীরা তাঁকে হত্যার ষড়যন্ত্র করছে। সম্প্রতি জার্মানি সহ বিভিন্ন দেশে টেসলার গাড়ি ও ডিলারশিপের ওপর ধ্বংসযজ্ঞ ও অগ্নিসংযোগের ধারাবাহিকতায় মাস্কের কাছ থেকে এমন...
৬ ঘণ্টা আগেকর্ণাটকের মন্ত্রী কে এন রাজান্না একটি চাঞ্চল্যকর মন্তব্য করেছেন। গত মঙ্গলবার বিধানসভায় দেওয়া এক ভাষণে তিনি বলেছেন, কেন্দ্রীয় নেতাসহ ভারতের প্রায় ৪৮ জন বড় রাজনীতিবিদ হানি ট্র্যাপের শিকার হয়েছেন। তাঁর এই মন্তব্যের পর রাজ্য ও জাতীয় রাজনীতিতে বেশ তোলপাড় সৃষ্টি হয়েছে। অনেকে বিষয়টির সত্যতা যাচাই করতে উচ্চ
৭ ঘণ্টা আগেদুই বছর ধরে আফগানিস্তানের রাজধানী কাবুলে তালেবানের হাতে বন্দী থাকার পর মুক্তি পেয়েছেন মার্কিন নাগরিক জর্জ গ্লেজম্যান। বাংলাদেশ সময় আজ বৃহস্পতিবার রাতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও একটি এক্স পোস্টে তাঁর মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।
৮ ঘণ্টা আগে