কলকাতা প্রতিনিধি
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। সর্বশেষ আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে রাজ্যটিতে এখন পর্যন্ত চলতি মৌসুমে বন্যা এবং ভূমিধসে অন্তত ৭৪ জনের মৃত্যু হলো। আসামের ৩৫টি জেলার মধ্যে ৩৩ জেলাই বন্যাকবলিত। এসব জেলার অন্তত ৪২ লাখ মানুষ পানিবন্দী হয়ে রয়েছে।
আসাম সরকারের হিসাব অনুসারে, গত ২৪ ঘণ্টায় ৩ শিশু, ২ পুলিশ সদস্যসহ অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। এই ১২ জনের মধ্যে বাঙালি অধ্যুষিত বরাক উপত্যকায় ভূমিধসেই মৃত্যু হয়েছে তিনজনের। এ ছাড়া আজ সোমবার সকালে হোজাইতে এক ব্যক্তি পানিতে ডুবে প্রাণ হারান। এদিকে, শিগগিরই বন্যা এবং বৃষ্টি পরিস্থিতির উন্নতির কোনো সম্ভাবনা নেই। আসাম সরকারের আবহাওয়া দপ্তরের অনুমান, আগামী বুধবার পর্যন্ত চলবে বৃষ্টি।
এদিকে, পানিবন্দী ব্যক্তিদের উদ্ধারে নামানো হয়েছে সেনাবাহিনীকে। আসামের দুই প্রধান নদী ব্রহ্মপুত্র ও বরাকের পানি বহু জায়গায়ই বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আর বন্যার সঙ্গে সঙ্গে যুক্ত হয়েছে প্রবল বর্ষণ। আর এই বর্ষণে বিভিন্ন স্থানে ঘটছে ভূমিধসের ঘটনা।
আসামের নগাঁও জেলায় বন্যার্তদের উদ্ধারে গিয়ে রোববার রাতে দুর্ঘটনার কবলে পড়েন আসাম পুলিশের সাব ইন্সপেক্টর সমুজ্জ্বল কাকোতি এবং কনস্টেবল রাজীব বড়দলৈ। সোমবার তাঁদের মরদেহ উদ্ধার হয়। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন আসাম রাজ্য পুলিশের স্পেশাল ইনস্ট্রাক্টর জেনারেল জিপি সিং।
আসামের প্রতিবেশী মেঘালয়েও ধসে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে চলতি মৌসুমে। মণিপুরে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ভূমিধসে বিপর্যস্ত অরুণাচল প্রদেশও। সিকিমেও একাধিক ভূমিধসের ঘটনায় বহু মানুষের মৃত্যু হয়েছে। প্রাকৃতিক দুর্যোগের কারণে উত্তর-পূর্বাঞ্চলের সড়ক ও রেল যোগাযোগ ব্যবস্থাও বিপর্যস্ত।
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। সর্বশেষ আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে রাজ্যটিতে এখন পর্যন্ত চলতি মৌসুমে বন্যা এবং ভূমিধসে অন্তত ৭৪ জনের মৃত্যু হলো। আসামের ৩৫টি জেলার মধ্যে ৩৩ জেলাই বন্যাকবলিত। এসব জেলার অন্তত ৪২ লাখ মানুষ পানিবন্দী হয়ে রয়েছে।
আসাম সরকারের হিসাব অনুসারে, গত ২৪ ঘণ্টায় ৩ শিশু, ২ পুলিশ সদস্যসহ অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। এই ১২ জনের মধ্যে বাঙালি অধ্যুষিত বরাক উপত্যকায় ভূমিধসেই মৃত্যু হয়েছে তিনজনের। এ ছাড়া আজ সোমবার সকালে হোজাইতে এক ব্যক্তি পানিতে ডুবে প্রাণ হারান। এদিকে, শিগগিরই বন্যা এবং বৃষ্টি পরিস্থিতির উন্নতির কোনো সম্ভাবনা নেই। আসাম সরকারের আবহাওয়া দপ্তরের অনুমান, আগামী বুধবার পর্যন্ত চলবে বৃষ্টি।
এদিকে, পানিবন্দী ব্যক্তিদের উদ্ধারে নামানো হয়েছে সেনাবাহিনীকে। আসামের দুই প্রধান নদী ব্রহ্মপুত্র ও বরাকের পানি বহু জায়গায়ই বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আর বন্যার সঙ্গে সঙ্গে যুক্ত হয়েছে প্রবল বর্ষণ। আর এই বর্ষণে বিভিন্ন স্থানে ঘটছে ভূমিধসের ঘটনা।
আসামের নগাঁও জেলায় বন্যার্তদের উদ্ধারে গিয়ে রোববার রাতে দুর্ঘটনার কবলে পড়েন আসাম পুলিশের সাব ইন্সপেক্টর সমুজ্জ্বল কাকোতি এবং কনস্টেবল রাজীব বড়দলৈ। সোমবার তাঁদের মরদেহ উদ্ধার হয়। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন আসাম রাজ্য পুলিশের স্পেশাল ইনস্ট্রাক্টর জেনারেল জিপি সিং।
আসামের প্রতিবেশী মেঘালয়েও ধসে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে চলতি মৌসুমে। মণিপুরে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ভূমিধসে বিপর্যস্ত অরুণাচল প্রদেশও। সিকিমেও একাধিক ভূমিধসের ঘটনায় বহু মানুষের মৃত্যু হয়েছে। প্রাকৃতিক দুর্যোগের কারণে উত্তর-পূর্বাঞ্চলের সড়ক ও রেল যোগাযোগ ব্যবস্থাও বিপর্যস্ত।
কিছুদিন পরপরই পুলিশের তল্লাশিতে আতঙ্কিত অবস্থা পার করছে দিল্লির নিম্নবিত্তদের এলাকাগুলোর মানুষ। তাঁদের অভিযোগ, ‘কয়েক দিন পরপর পুলিশ আসে, একই নথি পরীক্ষা করে।’ বস্তিতে বসবাসকারী অধিকাংশ নারী গৃহপরিচারিকা হিসেবে বিভিন্ন বাসাবাড়িতে কাজ করেন আর পুরুষেরা আবর্জনা সংগ্রহের কাজ করেন।
৮ মিনিট আগেশেখ হাসিনার পতনের পর বাংলাদেশিদের ভিসা প্রদান প্রায় ৮ গুণ কমিয়ে দিয়েছে ভারত। বর্তমানে শুধু মেডিকেল ট্যুরিস্টদের ভিসা দিচ্ছে দেশটি। এতে দুই দেশের সাধারণ মানুষের মধ্যে সম্পর্কেও প্রভাব পড়ছে বলে মনে করছেন ভারতীয় কূটনীতিকেরা।
২৬ মিনিট আগেব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির সঙ্গে বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বৈঠকে দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ের পাশাপাশি বাংলাদেশ, ইউক্রেন এবং কমনওয়েলথ প্রসঙ্গেও আলোচনা হয়েছে বলে ভারতীয় গণমাধ্যমগুলোতে এসেছে।
২ ঘণ্টা আগেলাতাকিয়ার জাবলে শহরের কাছে নিরাপত্তাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালায় সশস্ত্র একদল মানুষ। দু’পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়। শহরটি ক্ষমতাচ্যুত আসাদ সরকারের মদদপুষ্ট আলভি মুসলিম সংখ্যালঘু সম্প্রদায়ের ‘ডেরা’ হিসেবে পরিচিত। প্রশাসনের অভিযোগের তির তাদের দিকেই। বলা হচ্ছে, এ হামলার জন্য দায়ী আলভি গোষ্ঠীই।
৩ ঘণ্টা আগে