Ajker Patrika

সিকিমে তুষারধসে অন্তত ৭ পর্যটক নিহত

অনলাইন ডেস্ক
সিকিমে তুষারধসে অন্তত ৭ পর্যটক নিহত

ভারতের সিকিমের নাথু লা পর্বত গিরিপথের কাছে ভয়াবহ তুষারধসে অন্তত ৭ পর্যটক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি। 

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, অনেক পর্যটক এখনো বরফের নিচে আটকা আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। 

সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, বিকেল ৪টা পর্যন্ত ২৩ জনকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে ৭ জন মৃত। বাকি আহতদের নিকটবর্তী সেনা চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয়েছে। আনুমানিক ৫–৬টি যানবাহনে থাকা ২০–৩০ জন পর্যটক আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। 

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, আনুমানিক দুপুর ১২টার দিকে যখন তুষারধস হয় তখন ওখানে দেড় শতাধিক পর্যটক ছিলেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। উদ্ধারকাজ পরিচালনা করছে সেনাবাহিনী। 

আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, নাথু লা’কে কেন্দ্র করে অনেকগুলো পর্যটনস্থলে যাওয়া যায়। পর্যটন কেন্দ্র তো বটেই নাথু লা পর্বত আন্তর্জাতিকভাবেও গুরুত্বপূর্ণ। নাথু লা দিয়ে চীন এবং ভারতের মধ্যে ব্যবসা-বাণিজ্য চলে। প্রাচীন সিল্ক রুটের অন্তর্গত ছিল এই অঞ্চল। ২০০৬ সাল থেকে নাথু লা ধরে ভারত এবং চীনের মধ্যে ব্যবসা-বাণিজ্য হয়ে আসছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত