অনলাইন ডেস্ক
কৃষিপণ্যের সর্বনিম্ন মূল্যসহ (এমএসপি) বেশ কয়েকটি দাবিতে ‘দিল্লি চলো’ আন্দোলনে নেমেছেন ভারতের কৃষকেরা। কৃষকদের দুই শতাধিক সংগঠন এবং হরিয়ানা, পাঞ্জাব ও উত্তর প্রদেশের লক্ষাধিক কৃষক এই কর্মসূচি পালন করছেন। আজ মঙ্গলবার দিল্লি অভিমুখে যাত্রার সময় পাঞ্জাব ও হরিয়ানার মধ্যবর্তী শম্ভু সীমান্ত পয়েন্টে তাঁদের ওপর কাঁদানে গ্যাস নিক্ষেপের ঘটনা ঘটেছে।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সকালে কৃষকেরা দিল্লি অভিমুখে যাত্রা শুরু করে। দুপুরের দিকে পাঞ্জাব ও হরিয়ানার মধ্যবর্তী শম্ভু সীমান্ত পয়েন্টে নিরাপত্তা বাহিনীর ওপর ঢিল ছুড়লে, জবাবে কাঁদানে গ্যাস নিক্ষেপ করা হয়। এর আগেও ২০২০-২১ সালের দিকে কৃষকদের আন্দোলন সহিংসতায় রূপ নিয়েছিল। সে সময় অবরুদ্ধ হয়ে পড়েছিল গোটা শহর এবং বেশ কয়েকজনের প্রাণহানি হয়েছিল।
ভিডিও ফুটেজে দেখা যায়, চারদিক ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে আছে। কাঁদানে গ্যাস নিক্ষেপের পর আন্দোলনরত কৃষকেরা ছত্রভঙ্গ হয়ে পড়েন এবং ঢিল ছুড়তে থাকেন।
আন্দোলনে থাকা পাঞ্জাব কিষান মজদুর সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক সারওয়ান সিং পান্ধের বলেন, ‘প্রায় ১০ হাজার মানুষ শম্ভু সীমান্ত পয়েন্টে অবস্থান করছে। শান্তিপূর্ণ আন্দোলনে কাঁদানে গ্যাস নিক্ষেপ করা হয়েছে। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।’
কৃষকদের দাবির মধ্যে উল্লেখযোগ্য হলো ঋণ মওকুফ, সব কৃষিপণ্যের আমদানি শুল্ক বৃদ্ধি, বিশ্ববাণিজ্য সংস্থার সঙ্গে সব মুক্তবাণিজ্য চুক্তি ও অন্যান্য চুক্তি বাতিল, বিদ্যুৎ বোর্ডের বেসরকারীকরণ স্থগিত, কৃষিতে সরাসরি বিদেশি বিনিয়োগ ও করপোরেটাইজেশন নিষিদ্ধ করা এবং কৃষকদের জন্য পেনশন চালু করা। কিন্তু কেন্দ্রীয় সরকার এসব দাবির বিষয়ে কোনো আশ্বাস দেয়নি।
এর আগে, গতকাল সোমবার রাতে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল ও অর্জুন মুন্ডার সঙ্গে চণ্ডীগড়ে কৃষকদের আলোচনা ব্যর্থ হয়েছে। এর পরপরই সংযুক্ত কিষান মোর্চার (অরাজনৈতিক) কৃষকেরা ‘দিল্লি চলো’র ঘোষণা দেন।
কৃষিপণ্যের সর্বনিম্ন মূল্যসহ (এমএসপি) বেশ কয়েকটি দাবিতে ‘দিল্লি চলো’ আন্দোলনে নেমেছেন ভারতের কৃষকেরা। কৃষকদের দুই শতাধিক সংগঠন এবং হরিয়ানা, পাঞ্জাব ও উত্তর প্রদেশের লক্ষাধিক কৃষক এই কর্মসূচি পালন করছেন। আজ মঙ্গলবার দিল্লি অভিমুখে যাত্রার সময় পাঞ্জাব ও হরিয়ানার মধ্যবর্তী শম্ভু সীমান্ত পয়েন্টে তাঁদের ওপর কাঁদানে গ্যাস নিক্ষেপের ঘটনা ঘটেছে।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সকালে কৃষকেরা দিল্লি অভিমুখে যাত্রা শুরু করে। দুপুরের দিকে পাঞ্জাব ও হরিয়ানার মধ্যবর্তী শম্ভু সীমান্ত পয়েন্টে নিরাপত্তা বাহিনীর ওপর ঢিল ছুড়লে, জবাবে কাঁদানে গ্যাস নিক্ষেপ করা হয়। এর আগেও ২০২০-২১ সালের দিকে কৃষকদের আন্দোলন সহিংসতায় রূপ নিয়েছিল। সে সময় অবরুদ্ধ হয়ে পড়েছিল গোটা শহর এবং বেশ কয়েকজনের প্রাণহানি হয়েছিল।
ভিডিও ফুটেজে দেখা যায়, চারদিক ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে আছে। কাঁদানে গ্যাস নিক্ষেপের পর আন্দোলনরত কৃষকেরা ছত্রভঙ্গ হয়ে পড়েন এবং ঢিল ছুড়তে থাকেন।
আন্দোলনে থাকা পাঞ্জাব কিষান মজদুর সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক সারওয়ান সিং পান্ধের বলেন, ‘প্রায় ১০ হাজার মানুষ শম্ভু সীমান্ত পয়েন্টে অবস্থান করছে। শান্তিপূর্ণ আন্দোলনে কাঁদানে গ্যাস নিক্ষেপ করা হয়েছে। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।’
কৃষকদের দাবির মধ্যে উল্লেখযোগ্য হলো ঋণ মওকুফ, সব কৃষিপণ্যের আমদানি শুল্ক বৃদ্ধি, বিশ্ববাণিজ্য সংস্থার সঙ্গে সব মুক্তবাণিজ্য চুক্তি ও অন্যান্য চুক্তি বাতিল, বিদ্যুৎ বোর্ডের বেসরকারীকরণ স্থগিত, কৃষিতে সরাসরি বিদেশি বিনিয়োগ ও করপোরেটাইজেশন নিষিদ্ধ করা এবং কৃষকদের জন্য পেনশন চালু করা। কিন্তু কেন্দ্রীয় সরকার এসব দাবির বিষয়ে কোনো আশ্বাস দেয়নি।
এর আগে, গতকাল সোমবার রাতে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল ও অর্জুন মুন্ডার সঙ্গে চণ্ডীগড়ে কৃষকদের আলোচনা ব্যর্থ হয়েছে। এর পরপরই সংযুক্ত কিষান মোর্চার (অরাজনৈতিক) কৃষকেরা ‘দিল্লি চলো’র ঘোষণা দেন।
ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের সব ধরনের সামরিক সহায়তা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটি শুধু ইউক্রেনের জন্যই নয়, দেশটির ইউরোপীয় মিত্রদের জন্যও বড় একটি ধাক্কা। ইউক্রেনকে সহায়তা চালিয়ে যাওয়ার জন্য ইউরোপের নেতারা মার্কিন প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়ে আসছিলেন।
২৪ মিনিট আগেধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে ওই ট্যাটু পারলারের মালিকের বিরুদ্ধে ইতিমধ্যে একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত মালিক ৩৩ বছর বয়সী রকি রঞ্জন বিসোই। পুলিশকে তিনি জানিয়েছেন, তাঁর পারলারের ২৫ বছর বয়সী শিল্পী অশ্বিনী কুমার ইতালীয় ওই নারীর অনুরোধে ট্যাটুটি এঁকেছেন।
২ ঘণ্টা আগেসুদানের গৃহযুদ্ধে নারী ও শিশুদের ওপর ভয়াবহ যৌন সহিংসতার তথ্য প্রকাশ করেছে ইউনিসেফ। এক বছর বয়সী শিশুদেরও ধর্ষণ করা হচ্ছে বলে প্রতিবেদনে উঠে এসেছে। আধাসামরিক বাহিনী আরএসএফ যৌন সহিংসতাকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ উঠেছে।
৩ ঘণ্টা আগেট্রাম্প যে ৩৫০ বিলিয়ন ডলারের হিসাব দিয়েছেন, তার উৎস নিশ্চিত করা যায়নি। কিয়েল ইনস্টিটিউটের হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত সমস্ত দাতা দেশ মিলিয়ে ইউক্রেনের জন্য বরাদ্দ করা মোট ২৮০ বিলিয়ন ডলারের চেয়েও অনেক বেশি। জেলেনস্কির মতে, এখন পর্যন্ত যুদ্ধের মোট খরচ ৩২০ বিলিয়ন ডলার, যার মধ্যে ইউক্রেন নিজেই ১২০ বিলিয়ন
৪ ঘণ্টা আগে