‘পারিবারিক বিরোধের’ জেরে ঘুমন্ত মা ও ৪ বোনকে হত্যা করল যুবক

অনলাইন ডেস্ক
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৫, ১১: ৫৫
আপডেট : ০১ জানুয়ারি ২০২৫, ১২: ৩৯
Thumbnail image
পুলিশের ভাষ্য অনুসারে, পারিবারিক বিরোধের জেরে নিজের মা ও ৪ বোনকে হত্যা করেছে যুবক। এ সময় তারা একটি হোটেলে অবস্থান করছিলেন। ছবি: সংগৃহীত

ভারতের উত্তর প্রদেশের লক্ষ্ণৌ শহরের নাকা এলাকার একটি হোটেলে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। পারিবারিক বিরোধের জেরে এক যুবক তাঁর মা ও চার বোনকে নির্মমভাবে হত্যা করেছেন। অভিযুক্ত ২৪ বছর বয়সী আরশাদ আগ্রার বাসিন্দা। প্রাথমিক তদন্তে জানা গেছে, তিনি মানসিক চাপ এবং পারিবারিক বিরোধের কারণে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছেন। এ ঘটনা পুরো শহরের মানুষকে স্তম্ভিত করে দিয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, ঘটনাটি ঘটেছে লক্ষ্ণৌয়ের নাকা এলাকার হোটেল শরনজিতে। স্থানীয় পুলিশ জানিয়েছে, হোটেলের একটি কামরায় আরশাদ তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে অবস্থান করছিলেন। রাতের অন্ধকারে সবাই যখন ঘুমাচ্ছিল তখন তিনি এই মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটান।

পুলিশ জানিয়েছে, এই ঘটনায় নিহতরা হলেন—আরশাদের মা আসমা এবং তাঁর চার বোন আলিয়া (৯), আলশিয়া (১৯), আকসা (১৬) এবং রহমিন (১৮)।

লক্ষ্ণৌ পুলিশের ডেপুটি কমিশনার (ডিসিপি) রাভিনা ত্যাগী বলেছেন, ‘অভিযুক্ত আরশাদ নিজের পরিবারের পাঁচ সদস্যকে হত্যা করেছে। ঘটনার পরপরই পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় এবং অভিযুক্তকে গ্রেপ্তার করে।’ স্থানীয় পুলিশ ও ফরেনসিক দল ঘটনাস্থলটি ঘিরে রেখে তদন্ত শুরু করেছে বলেও জানান তিনি।

জানা গেছে, আরশাদ আগ্রার এক নিম্নমধ্যবিত্ত পরিবারের সদস্য। পরিবারে আর্থিক অসচ্ছলতা ও সম্পর্কের টানাপোড়েন দীর্ঘদিন ধরেই চলছিল। আরশাদ সম্প্রতি চাকরির জন্য লক্ষ্ণৌ এসেছিলেন এবং তাঁর পরিবারও এখানে এসেছিল। তবে পারিবারিক বিরোধ ও মানসিক অশান্তি এতটাই বৃদ্ধি পায় যে, আরশাদ এই নির্মম সিদ্ধান্ত নিতে বাধ্য হয়।

ঘটনার বিবরণ দিয়ে ডিসিপি ত্যাগী বলেন, ‘এই হত্যাকাণ্ড অত্যন্ত ভয়াবহ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরশাদ জানিয়েছেন যে, তাঁর মধ্যে পারিবারিক চাপ এতটাই বেড়ে গিয়েছিল যে, তিনি অন্য কোনো পথ খুঁজে পাননি। তবে আমরা বিষয়টি আরও বিস্তারিতভাবে তদন্ত করছি।’

ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে কিছু ধারালো অস্ত্র। পুলিশের আশঙ্কা এগুলো সম্ভবত হত্যার কাজে ব্যবহৃত হয়েছে। ফরেনসিক বিশেষজ্ঞরা আলামত সংগ্রহ করছেন এবং হত্যাকাণ্ডের সময়কাল ও ঘটনাস্থলে আরশাদের গতিবিধি পুনর্গঠন করার চেষ্টা করছেন।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তের মানসিক অবস্থা যাচাই করার জন্য তাঁকে মনোরোগ বিশেষজ্ঞের কাছে পাঠানো হবে। একই সঙ্গে, নিহতদের পরিবার ও পরিচিতদের জিজ্ঞাসাবাদ করে ঘটনাটির কারণ আরও স্পষ্ট করার চেষ্টা চলছে। ডিসিপি ত্যাগী বলেন, ‘আমরা পরিবারের বাকি সদস্যদের সঙ্গে কথা বলছি এবং তাদের সহযোগিতা করার চেষ্টা করছি। একই সঙ্গে এই ঘটনা ভবিষ্যতে প্রতিরোধ করার জন্য কী ব্যবস্থা নেওয়া যেতে পারে, তা নিয়েও ভাবা হচ্ছে।’

ঘটনার পর স্থানীয় বাসিন্দারা এবং হোটেলের কর্মচারীরা হতবাক হয়ে পড়েন। হোটেলের ম্যানেজার বলেন, ‘আমরা কখনোই ভাবতে পারিনি যে, এমন কিছু ঘটতে পারে। পরিবারটিকে বেশ শান্ত মনে হচ্ছিল, কিন্তু রাতে কী হলো আমরা জানি না।’

নিহতদের স্বজনেরা ঘটনাস্থলে এসে কান্নায় ভেঙে পড়েন। তাদের একজন বলেন, ‘আসমা এবং তাঁর মেয়েরা খুবই শান্ত প্রকৃতির ছিলেন। আমরা কখনোই কল্পনা করতে পারিনি যে, তাদের জীবন এভাবে শেষ হবে।’

এই ঘটনা সমাজে পারিবারিক সম্পর্ক ও মানসিক স্বাস্থ্যের গুরুত্বের ওপর বড় একটি প্রশ্ন তুলেছে। অনেকেই বলছেন, আরশাদ যদি তাঁর মানসিক সমস্যার বিষয়টি কাউকে খুলে বলতে পারতেন, তবে হয়তো এই ঘটনা এড়ানো সম্ভব হতো। এই মর্মান্তিক ঘটনা কেবল লক্ষ্ণৌ নয়, পুরো দেশকে নাড়া দিয়েছে। সমাজ বিশেষজ্ঞরা বলছেন, পারিবারিক সমস্যা ও মানসিক চাপকে গুরুত্ব দিয়ে সমাধান করার সময় এসেছে। অন্যথায়, এ ধরনের ঘটনা আরও বাড়তে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

উপাচার্যের সঙ্গে ‘বাগ্‌বিতণ্ডা,’ ঢাবি ছাত্রদলের ৪ নেতাকে শোকজ

এবার কোহলির আউট নিয়ে বিতর্ক, এখানেও বাংলাদেশি আম্পায়ার

৬ জানুয়ারি ফরিদপুরে সমাবেশ করবেন সারজিস-হাসনাত

জিম্বাবুয়ের বিপক্ষেই এবার আফগানের রেকর্ড ভাঙলেন আফগান ক্রিকেটার

ফরিদপুরে আজকের পত্রিকার সাংবাদিক সৌগত বসুর বাড়িতে হামলা, বাবা-মাকে কুপিয়ে জখম

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত