অনলাইন ডেস্ক
এই সপ্তাহেই রাশিয়ার মস্কোতে যাচ্ছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। তবে হঠাৎ করে ভারতীয় নিরাপত্তার সর্বোচ্চ পর্যায়ের এই কর্মকর্তা কেন রাশিয়া সফর করছেন এবং এই সফরের সময়সূচি সম্পর্কে বিষদ জানা যায়নি। ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দ্বন্দ্ব নিরসনের প্রচেষ্টা হিসেবে এই সফরটি করছেন দোভাল। এর আগে গত দুই মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাশিয়া এবং ইউক্রেন দুটি দেশই সফর করেছিলেন।
রোববার এনডিটিভি জানিয়েছে, ইউক্রেন সফরে গিয়ে ভলদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাতের পরপরই গত ২৭ আগস্ট রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ফোনে কথাও বলেছিলেন মোদি। সে সময় পুতিনকে তিনি কিয়েভ সফরের কথা অবহিত করে রাজনৈতিক ও কূটনৈতিকভাবে ইউক্রেনের সঙ্গে মীমাংসায় ভারতের প্রতিশ্রুতির কথা জানিয়েছিলেন।
সূত্রের বরাতে এনডিটিভি জানিয়েছে, পুতিন-মোদি ফোনালাপের সময়ই অজিত দোভালের মস্কো সফরের বিষয়টি নির্ধারিত হয়েছিল। তবে এই সফরের সময়সূচি সম্পর্কে কোনো বিষদ বিবরণ দিতে পারেনি সূত্রটি।
দিল্লিতে অবস্থিত রুশ দূতাবাস জানিয়েছে, মোদির সঙ্গে ফোনালাপের সময় ইউক্রেন এবং দেশটির পশ্চিমা মিত্রদের ধ্বংসাত্মক নীতির বিরুদ্ধে নিজের নীতিগত অবস্থান শেয়ার করেছিলেন পুতিন। এই বিরোধ সমাধানের জন্য রাশিয়ার সামনে কী পথ খোলা আছে সেই বিষয়টি তুলে ধরেছিলেন তিনি।
এই কথোপকথনের বিষয়ে পরে মোদি এক্সে একটি পোস্টও করেছিলেন। ওই পোস্টে তিনি সংঘাতের দ্রুত, স্থায়ী এবং শান্তিপূর্ণ সমাধান সমর্থন করার জন্য ভারতের দৃঢ় প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন।
গত মাসে ইউক্রেন সফরে গিয়ে দেশটির প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে বৈঠকে মোদি বলেছিলেন, ‘ভারত কখনোই নিরপেক্ষ ছিল না, আমরা সব সময় শান্তির পক্ষে।’
ইতিপূর্বে ইউক্রেন সংঘাত নিয়ে রাশিয়া তিনটি দেশের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছে বলে জানিয়েছিলেন ভ্লাদিমির পুতিন। এই তিনটি দেশের মধ্যে চীন ও ব্রাজিলের পর তিনি ভারতের কথাও উল্লেখ করেছিলেন।
গত জুলাইয়ে মোদি রাশিয়া সফর করেছিলেন এবং সাক্ষাতে পুতিনকে তিনি আলিঙ্গন করেছিলেন। এই সাক্ষাৎকে খোঁচা দিয়ে সে সময় ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি একটি রুশ ক্ষেপণাস্ত্রের আঘাতে ৩৭ জনের প্রাণহানির সদ্য খবর প্রকাশ করেছিলেন। নিহতদের মধ্যে তিনজন শিশুও ছিল। জেলেনস্কি বলেছিলেন, ‘এমন দিনে বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের নেতাকে মস্কোতে বিশ্বের সবচেয়ে রক্তপিপাসু অপরাধীকে আলিঙ্গন করতে দেখা শান্তি প্রচেষ্টার জন্য একটি ধ্বংসাত্মক আঘাত।’ পরে অবশ্য ইউক্রেনে গিয়ে জেলেনস্কিকেও জড়িয়ে ধরেছিলেন মোদি।
এই সপ্তাহেই রাশিয়ার মস্কোতে যাচ্ছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। তবে হঠাৎ করে ভারতীয় নিরাপত্তার সর্বোচ্চ পর্যায়ের এই কর্মকর্তা কেন রাশিয়া সফর করছেন এবং এই সফরের সময়সূচি সম্পর্কে বিষদ জানা যায়নি। ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দ্বন্দ্ব নিরসনের প্রচেষ্টা হিসেবে এই সফরটি করছেন দোভাল। এর আগে গত দুই মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাশিয়া এবং ইউক্রেন দুটি দেশই সফর করেছিলেন।
রোববার এনডিটিভি জানিয়েছে, ইউক্রেন সফরে গিয়ে ভলদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাতের পরপরই গত ২৭ আগস্ট রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ফোনে কথাও বলেছিলেন মোদি। সে সময় পুতিনকে তিনি কিয়েভ সফরের কথা অবহিত করে রাজনৈতিক ও কূটনৈতিকভাবে ইউক্রেনের সঙ্গে মীমাংসায় ভারতের প্রতিশ্রুতির কথা জানিয়েছিলেন।
সূত্রের বরাতে এনডিটিভি জানিয়েছে, পুতিন-মোদি ফোনালাপের সময়ই অজিত দোভালের মস্কো সফরের বিষয়টি নির্ধারিত হয়েছিল। তবে এই সফরের সময়সূচি সম্পর্কে কোনো বিষদ বিবরণ দিতে পারেনি সূত্রটি।
দিল্লিতে অবস্থিত রুশ দূতাবাস জানিয়েছে, মোদির সঙ্গে ফোনালাপের সময় ইউক্রেন এবং দেশটির পশ্চিমা মিত্রদের ধ্বংসাত্মক নীতির বিরুদ্ধে নিজের নীতিগত অবস্থান শেয়ার করেছিলেন পুতিন। এই বিরোধ সমাধানের জন্য রাশিয়ার সামনে কী পথ খোলা আছে সেই বিষয়টি তুলে ধরেছিলেন তিনি।
এই কথোপকথনের বিষয়ে পরে মোদি এক্সে একটি পোস্টও করেছিলেন। ওই পোস্টে তিনি সংঘাতের দ্রুত, স্থায়ী এবং শান্তিপূর্ণ সমাধান সমর্থন করার জন্য ভারতের দৃঢ় প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন।
গত মাসে ইউক্রেন সফরে গিয়ে দেশটির প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে বৈঠকে মোদি বলেছিলেন, ‘ভারত কখনোই নিরপেক্ষ ছিল না, আমরা সব সময় শান্তির পক্ষে।’
ইতিপূর্বে ইউক্রেন সংঘাত নিয়ে রাশিয়া তিনটি দেশের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছে বলে জানিয়েছিলেন ভ্লাদিমির পুতিন। এই তিনটি দেশের মধ্যে চীন ও ব্রাজিলের পর তিনি ভারতের কথাও উল্লেখ করেছিলেন।
গত জুলাইয়ে মোদি রাশিয়া সফর করেছিলেন এবং সাক্ষাতে পুতিনকে তিনি আলিঙ্গন করেছিলেন। এই সাক্ষাৎকে খোঁচা দিয়ে সে সময় ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি একটি রুশ ক্ষেপণাস্ত্রের আঘাতে ৩৭ জনের প্রাণহানির সদ্য খবর প্রকাশ করেছিলেন। নিহতদের মধ্যে তিনজন শিশুও ছিল। জেলেনস্কি বলেছিলেন, ‘এমন দিনে বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের নেতাকে মস্কোতে বিশ্বের সবচেয়ে রক্তপিপাসু অপরাধীকে আলিঙ্গন করতে দেখা শান্তি প্রচেষ্টার জন্য একটি ধ্বংসাত্মক আঘাত।’ পরে অবশ্য ইউক্রেনে গিয়ে জেলেনস্কিকেও জড়িয়ে ধরেছিলেন মোদি।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবি দাবি করেছেন, ইমরান খানের সরকার পতনের পেছনে সৌদি আরবের ভূমিকা ছিল। কারাবন্দী ইমরান খানের স্ত্রী এক বিরল ভিডিও বার্তায় এই দাবি করেছেন। পাশাপাশি, তিনি ভিডিওতে আগামী ২৪ নভেম্বর ইসলামাবাদে অনুষ্ঠিত হতে যাওয়া বিক্ষোভ মিছিলে ইমরান খানের দল পাকিস
৫ ঘণ্টা আগেপোল্যান্ডে থাকা যুক্তরাষ্ট্রের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ঘাঁটি ‘পারমাণবিক সংঘাতের ঝুঁকি বাড়ানোর’ কারণ হতে পারে বলে সতর্ক করেছে রাশিয়া। পাশাপাশি বলেছে, এই ক্ষেপণাস্ত্র ঘাঁটি এখন রাশিয়ার সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। অর্থাৎ, রাশিয়া প্রয়োজন মনে করলে যেকোনো সময় এই ঘাঁটিতে হামলা চা
৫ ঘণ্টা আগেমার্কিন অ্যাটর্নি জেনারেল পদ থেকে নিজের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন রিপাবলিকান কংগ্রেসম্যান ম্যাট গেটজ। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা এক পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। মার্কিন সম্প্রচারমাধ্যম সিবিএসের প্রতিবেদন থেকে
৫ ঘণ্টা আগেপাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান নিশ্চিত করেছেন, আগামী ২৪ নভেম্বর তাঁর দল রাজধানী ইসলামাবাদে যে বিক্ষোভের পরিকল্পনা করেছে তা স্থগিত করলে, তাঁকে মুক্তি দেওয়া হবে বলে ‘প্রস্তাব’ এসেছে। পিটিআইয়ের শীর্ষ নেতাদের কাছে পাকিস্তান সরকার এই প্রস্তাব দিয়েছে
৫ ঘণ্টা আগে