অনলাইন ডেস্ক
তিব্বতের ইয়ারলুন সাংপো নদীর ওপর বাঁধ নির্মাণের পরিকল্পনা ঘোষণা করেছে চীন। কেবল তা-ই নয়, দেশটি এই প্রকল্পের অনুমতিও দিয়েছে। এর কয়েক দিন পর ভারত গতকাল শুক্রবার জানিয়েছে, তারা এ বিষয়ে নজরদারি চালিয়ে যাবে এবং নিজেদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রস্তাবিত বাঁধ নিয়ে প্রতিক্রিয়ায় নয়াদিল্লি বেইজিংকে আহ্বান জানিয়েছে, যেন ব্রহ্মপুত্রের উজানের কার্যকলাপের কারণে ভাটির দেশগুলোর স্বার্থ ক্ষতিগ্রস্ত না হয়। গতকাল শুক্রবার ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে বলেন, ‘আমরা আমাদের স্বার্থ রক্ষায় নজরদারি চালিয়ে যাব এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব।’
আশঙ্কা রয়েছে যে এই বাঁধ অরুণাচল প্রদেশ এবং আসামের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এ বিষয়ে রণধীর জয়সওয়াল বলেন, ‘নদীর ভাটির দেশ হিসেবে এর পানির ওপর আমাদের প্রতিষ্ঠিত অধিকার আছে। এই অধিকার রক্ষায় আমরা বিশেষজ্ঞ পর্যায় এবং কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে চীনের কাছে আমাদের মতামত এবং উদ্বেগ তুলে ধরেছি।’
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘সর্বশেষ প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে, স্বচ্ছতা এবং ভাটির দেশগুলোর সঙ্গে পরামর্শের প্রয়োজনীয়তার বিষয়টি পুনর্ব্যক্ত করা হয়েছে। চীনের প্রতি আহ্বান জানানো হয়েছে, যেন ব্রহ্মপুত্রের উজানে যেকোনো কার্যকলাপ ভাটির দেশগুলোর স্বার্থ ক্ষতিগ্রস্ত না করে।’
উল্লেখ্য, ডিসেম্বরের শেষ সপ্তাহে এই বাঁধ নির্মাণের চূড়ান্ত অনুমোদন দেয় চীন সরকার। বাঁধটি ইয়ারলুন সাংপো নদীর ভাটিতে নির্মাণ করা হবে। এটি থেকে বছরে ৩০০ বিলিয়ন (৩০ হাজার কোটি) কিলোওয়াট-ঘণ্টা বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে, ২০২০ সালে পাওয়ার কনস্ট্রাকশন করপোরেশন অব চায়না এমন ধারণাই দিয়েছে।
বর্তমানে বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধটিও চীনে। মধ্য চীনের থ্রি গর্জেস ড্যাম নামের ওই বাঁধের উৎপাদন সক্ষমতা ৮ হাজার ৮২০ কোটি কিলোওয়াট-ঘণ্টা। নতুন জলবিদ্যুৎ বাঁধটির উৎপাদন সক্ষমতা হবে এর তিন গুণ।
এই প্রকল্পটি কার্বন ব্যবহার সীমিতকরণ এবং কার্বন নিরপেক্ষতার লক্ষ্যে পৌঁছানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে চীন সরকার। পাশাপাশি প্রকৌশলসহ অন্যান্য সম্পর্কিত শিল্পগুলোর সম্প্রসারণ এবং তিব্বতে কর্মসংস্থান সৃষ্টি করবে বলে গত বুধবার চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ইয়ারলুন সাংপো নদীর একটি অংশ মাত্র ৫০ কিলোমিটারের (৩১ মাইল) মধ্যে নাটকীয়ভাবে ২ হাজার মিটার (৬ হাজার ৫৬১ ফুট) নিচে নেমে গেছে। ফলে এখানে জলবিদ্যুৎ উৎপাদনের বিশাল সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে এটি একটি অনন্য প্রকৌশল চ্যালেঞ্জও হবে।
বাঁধ নির্মাণের জন্য বাজেট, প্রকৌশল ব্যয়সহ সব মিলিয়ে এই বাঁধ নির্মাণের ব্যয় থ্রি গর্জেস ড্যামের বাজেটকেও ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। যেখানে থ্রি গর্জেস ড্যাম নির্মাণে ব্যয় হয়েছিল ২৫৪ দশমিক ২ বিলিয়ন ইউয়ান (৩৪ দশমিক ৮৩ বিলিয়ন ডলার)। এই ব্যয়ের মধ্যে ১৪ লাখ মানুষের পুনর্বাসনও অন্তর্ভুক্ত ছিল। এই বাঁধ নির্মাণ ব্যয় শেষ পর্যন্ত প্রাক্কলিত ব্যয়ের চার গুণ হয়ে যায়।
তিব্বতের ইয়ারলুন সাংপো নদীর ওপর বাঁধ নির্মাণের পরিকল্পনা ঘোষণা করেছে চীন। কেবল তা-ই নয়, দেশটি এই প্রকল্পের অনুমতিও দিয়েছে। এর কয়েক দিন পর ভারত গতকাল শুক্রবার জানিয়েছে, তারা এ বিষয়ে নজরদারি চালিয়ে যাবে এবং নিজেদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রস্তাবিত বাঁধ নিয়ে প্রতিক্রিয়ায় নয়াদিল্লি বেইজিংকে আহ্বান জানিয়েছে, যেন ব্রহ্মপুত্রের উজানের কার্যকলাপের কারণে ভাটির দেশগুলোর স্বার্থ ক্ষতিগ্রস্ত না হয়। গতকাল শুক্রবার ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে বলেন, ‘আমরা আমাদের স্বার্থ রক্ষায় নজরদারি চালিয়ে যাব এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব।’
আশঙ্কা রয়েছে যে এই বাঁধ অরুণাচল প্রদেশ এবং আসামের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এ বিষয়ে রণধীর জয়সওয়াল বলেন, ‘নদীর ভাটির দেশ হিসেবে এর পানির ওপর আমাদের প্রতিষ্ঠিত অধিকার আছে। এই অধিকার রক্ষায় আমরা বিশেষজ্ঞ পর্যায় এবং কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে চীনের কাছে আমাদের মতামত এবং উদ্বেগ তুলে ধরেছি।’
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘সর্বশেষ প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে, স্বচ্ছতা এবং ভাটির দেশগুলোর সঙ্গে পরামর্শের প্রয়োজনীয়তার বিষয়টি পুনর্ব্যক্ত করা হয়েছে। চীনের প্রতি আহ্বান জানানো হয়েছে, যেন ব্রহ্মপুত্রের উজানে যেকোনো কার্যকলাপ ভাটির দেশগুলোর স্বার্থ ক্ষতিগ্রস্ত না করে।’
উল্লেখ্য, ডিসেম্বরের শেষ সপ্তাহে এই বাঁধ নির্মাণের চূড়ান্ত অনুমোদন দেয় চীন সরকার। বাঁধটি ইয়ারলুন সাংপো নদীর ভাটিতে নির্মাণ করা হবে। এটি থেকে বছরে ৩০০ বিলিয়ন (৩০ হাজার কোটি) কিলোওয়াট-ঘণ্টা বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে, ২০২০ সালে পাওয়ার কনস্ট্রাকশন করপোরেশন অব চায়না এমন ধারণাই দিয়েছে।
বর্তমানে বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধটিও চীনে। মধ্য চীনের থ্রি গর্জেস ড্যাম নামের ওই বাঁধের উৎপাদন সক্ষমতা ৮ হাজার ৮২০ কোটি কিলোওয়াট-ঘণ্টা। নতুন জলবিদ্যুৎ বাঁধটির উৎপাদন সক্ষমতা হবে এর তিন গুণ।
এই প্রকল্পটি কার্বন ব্যবহার সীমিতকরণ এবং কার্বন নিরপেক্ষতার লক্ষ্যে পৌঁছানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে চীন সরকার। পাশাপাশি প্রকৌশলসহ অন্যান্য সম্পর্কিত শিল্পগুলোর সম্প্রসারণ এবং তিব্বতে কর্মসংস্থান সৃষ্টি করবে বলে গত বুধবার চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ইয়ারলুন সাংপো নদীর একটি অংশ মাত্র ৫০ কিলোমিটারের (৩১ মাইল) মধ্যে নাটকীয়ভাবে ২ হাজার মিটার (৬ হাজার ৫৬১ ফুট) নিচে নেমে গেছে। ফলে এখানে জলবিদ্যুৎ উৎপাদনের বিশাল সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে এটি একটি অনন্য প্রকৌশল চ্যালেঞ্জও হবে।
বাঁধ নির্মাণের জন্য বাজেট, প্রকৌশল ব্যয়সহ সব মিলিয়ে এই বাঁধ নির্মাণের ব্যয় থ্রি গর্জেস ড্যামের বাজেটকেও ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। যেখানে থ্রি গর্জেস ড্যাম নির্মাণে ব্যয় হয়েছিল ২৫৪ দশমিক ২ বিলিয়ন ইউয়ান (৩৪ দশমিক ৮৩ বিলিয়ন ডলার)। এই ব্যয়ের মধ্যে ১৪ লাখ মানুষের পুনর্বাসনও অন্তর্ভুক্ত ছিল। এই বাঁধ নির্মাণ ব্যয় শেষ পর্যন্ত প্রাক্কলিত ব্যয়ের চার গুণ হয়ে যায়।
মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান বর্তমানে ভারতে অবস্থান করছেন। এরই মধ্যে তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এই সফরে তিনি তিনি ভারত-যুক্তরাষ্ট্র ক্রিটিক্যাল অ্যান্ড ইমার্জিং টেকনোলজি তথা বিশ্লেষণাত্মক ও উদীয়মান প্রযুক্তি উদ্যোগের অগ্রগতি মূল্যায়
১ ঘণ্টা আগেসাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, ওই নারী দুটি ভিন্ন বিবাহ থেকে দুই পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। এর মধ্যে প্রথম পুত্রের জন্ম দিয়েছেন একজন পুরুষের সঙ্গে এবং দ্বিতীয় পুত্রের জন্ম দিয়েছেন একজন নারীর গর্ভে।
২ ঘণ্টা আগেবৈশ্বিক জনস্বাস্থ্যের জন্য উদ্বেগজনক বলে বিবেচিত হিউম্যান মেটাপনিউমোভাইরাস (এইচএমপিভি) পৌঁছে গেছে প্রতিবেশী দেশ ভারতেও। দেশটির দক্ষিণী রাজ্য কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে এরই মধ্যে ২ ও গুজরাটের আহমেদাবাদে ১ শিশুকে এই ভাইরাসে আক্রান্ত হিসেবে...
২ ঘণ্টা আগেবৈশ্বিক জনস্বাস্থ্যের জন্য উদ্বেগজনক বলে বিবেচিত হিউম্যান মেটাপনিউমোভাইরাস (এইচএমপিভি) পৌঁছে গেছে প্রতিবেশী দেশ ভারতেও। দেশটির দক্ষিণী রাজ্য কর্ণাটকে এরই মধ্যে দুজন শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে ভারতের মেডিকেল রিসার্চ কাউন্সিল (আইসিএমআর)। ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়ার প্রতিবেদন থেকে
৩ ঘণ্টা আগে