কলকাতা প্রতিনিধি
কৃষকদের উৎপাদিত শস্যের ন্যূনতম সহায়ক মূল্য দিতে হবে। এই দাবিতে সংযুক্ত কৃষক মোর্চার ব্যানারে ভারতীয় কৃষকেরা দিল্লিতে স্থানীয় সময় আজ সোমবার মিলিত হন ‘মহাপঞ্চায়েত’ কর্মসূচিতে। পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশসহ দেশটির বিভিন্ন রাজ্যের কয়েক হাজার কৃষক এদিন দিল্লির যন্তর–মন্তরে দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভে শামিল হন। এই গণজমায়েতের ফলে দিল্লি–নয়ডা সীমান্তে অবস্থিত ইউপি গেটের কাছে বিশাল যানজটের সৃষ্টি হয়।
জমায়েত হওয়া কৃষকেরা দাবি তোলেন, গত বছর অক্টোবরে উত্তর প্রদেশের লখিমপুর খেরিতে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অজয় মিশ্রের ছেলের আশিস কর্তৃক গাড়িচাপা দিয়ে আন্দোলনকারীদের হত্যার ঘটনায় তাঁকে কড়া শাস্তি দিতে হবে। কৃষক বিক্ষোভের কারণে গোটা দিল্লিকে ব্যাপক নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়।
এর আগে, গত রোববার কৃষক আন্দোলনের নেতা রাকেশ টিকায়েতকে দিল্লি প্রবেশের আগেই আটক করে স্থানীয় পুলিশ। রাকেশের টিকায়েতের দাবি, ‘শেষ নিশ্বাস পর্যন্ত আন্দোলন চলবে। কৃষকেরা কিছুতেই সরকারের সামনে মাথা নোয়াবে না।’ সরকার আন্দোলন দমাতে সহিংস পন্থার আশ্রয় নিয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘মোদি সরকার বেকার, যুবক, কৃষক ও শ্রমিকদের ওপর অত্যাচার ও নিপীড়ন চালাচ্ছে। অধিকার আদায়ের জন্য দীর্ঘ সংগ্রামের জন্য প্রস্তুত হতে হবে।’
উল্লেখ্য, নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকারের তিনটি কৃষি আইনের প্রতিবাদে ভারতে কৃষক আন্দোলন নতুন করে দানা বেঁধেছিল। কৃষক আন্দোলনের জেরে গত বছরের নভেম্বরে তিনটি কৃষি আইনই প্রত্যাহার করতে বাধ্য হয় ভারত সরকার। সেসময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, ‘নতুন কৃষি আইনের সুফল তাঁরা কৃষকদের কাছে ঠিকমতো ব্যাখ্যা করতে ব্যর্থ হওয়াতেই আইন তিনটি প্রত্যাহৃত করতে বাধ্য হয় সরকার।’
কৃষকদের উৎপাদিত শস্যের ন্যূনতম সহায়ক মূল্য দিতে হবে। এই দাবিতে সংযুক্ত কৃষক মোর্চার ব্যানারে ভারতীয় কৃষকেরা দিল্লিতে স্থানীয় সময় আজ সোমবার মিলিত হন ‘মহাপঞ্চায়েত’ কর্মসূচিতে। পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশসহ দেশটির বিভিন্ন রাজ্যের কয়েক হাজার কৃষক এদিন দিল্লির যন্তর–মন্তরে দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভে শামিল হন। এই গণজমায়েতের ফলে দিল্লি–নয়ডা সীমান্তে অবস্থিত ইউপি গেটের কাছে বিশাল যানজটের সৃষ্টি হয়।
জমায়েত হওয়া কৃষকেরা দাবি তোলেন, গত বছর অক্টোবরে উত্তর প্রদেশের লখিমপুর খেরিতে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অজয় মিশ্রের ছেলের আশিস কর্তৃক গাড়িচাপা দিয়ে আন্দোলনকারীদের হত্যার ঘটনায় তাঁকে কড়া শাস্তি দিতে হবে। কৃষক বিক্ষোভের কারণে গোটা দিল্লিকে ব্যাপক নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়।
এর আগে, গত রোববার কৃষক আন্দোলনের নেতা রাকেশ টিকায়েতকে দিল্লি প্রবেশের আগেই আটক করে স্থানীয় পুলিশ। রাকেশের টিকায়েতের দাবি, ‘শেষ নিশ্বাস পর্যন্ত আন্দোলন চলবে। কৃষকেরা কিছুতেই সরকারের সামনে মাথা নোয়াবে না।’ সরকার আন্দোলন দমাতে সহিংস পন্থার আশ্রয় নিয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘মোদি সরকার বেকার, যুবক, কৃষক ও শ্রমিকদের ওপর অত্যাচার ও নিপীড়ন চালাচ্ছে। অধিকার আদায়ের জন্য দীর্ঘ সংগ্রামের জন্য প্রস্তুত হতে হবে।’
উল্লেখ্য, নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকারের তিনটি কৃষি আইনের প্রতিবাদে ভারতে কৃষক আন্দোলন নতুন করে দানা বেঁধেছিল। কৃষক আন্দোলনের জেরে গত বছরের নভেম্বরে তিনটি কৃষি আইনই প্রত্যাহার করতে বাধ্য হয় ভারত সরকার। সেসময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, ‘নতুন কৃষি আইনের সুফল তাঁরা কৃষকদের কাছে ঠিকমতো ব্যাখ্যা করতে ব্যর্থ হওয়াতেই আইন তিনটি প্রত্যাহৃত করতে বাধ্য হয় সরকার।’
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) গাজার রাফাহ থেকে ফিলাডেলফি করিডরের দিকে তাদের অবস্থান থেকে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। হামাসের বরাত দিয়ে বেশ কয়েকটি স্থানীয় জানায় গণমাধ্যম রোববার ভোরে এ তথ্য জানিয়েছে। সৌদি আরবের সংবাদমাধ্যম আরব নিউজের প্রতিবেদন থেকে...
৪ মিনিট আগেনাইজেরিয়ায় পেট্রল ট্যাংকার বিস্ফোরণে ৭০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অর্ধশত। গতকাল শনিবার দেশটির উত্তরাঞ্চলে সুলেজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নাইজেরিয়ার জাতীয় জরুরি সেবা কর্তৃপক্ষের বরাতে আজ রোববার বিবিসি এ তথ্য জানিয়েছে।
৭ মিনিট আগেবলিউড অভিনেতা সাইফ আলি খানের ওপর হামলার প্রধান আসামী মোহাম্মদ শরিফুল ইসলাম শেখজাদ নামে একজনকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। তারা জানিয়েছে, গ্রেপ্তারকৃত ব্যক্তি সম্ভবত বাংলাদেশি নাগরিক। তাঁর কাছ থেকে উদ্ধার করা কিছু সামগ্রী ও অন্যান্য প্রমাণ তাঁর বাংলাদেশি নাগরিকত্বের ইঙ্গিত দেয় বলে জানিয়েছেন...
৪০ মিনিট আগেযুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণের পর থেকেই দেশটির ফেডারেল সরকারের ওপর নিয়ন্ত্রণ আরও জোরদার করতে প্রস্তুত। ট্রাম্প ও তাঁর মিত্রদের দাবিকৃত ‘ডিপ স্টেট’ ভেঙে দেওয়ার পরিকল্পনায়ও তিনি দৃঢ়প্রতিজ্ঞ। জো বাইডেন প্রশাসনের কাছ থেকে ট্রাম্প প্রশাসনের হাতে ক্ষমতা হস্তান্তরে কাজ..
১ ঘণ্টা আগে