অনলাইন ডেস্ক
রাজধানী দিল্লির উদ্দেশে কৃষকদের প্রতিবাদী পদযাত্রা আবার শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগে মোবাইল ফোনে যোগাযোগ পরিষেবা স্থগিত করেছে রাজ্য সরকার। হরিয়ানা রাজ্য সরকার আজ শনিবার অম্বালা জেলার ১২টি গ্রামে মোবাইল ইন্টারনেট ও বাল্ক এসএমএস পরিষেবা স্থগিত করার নির্দেশ দিয়েছে। ‘সর্বজনীন শান্তি বজায় রাখতে’ এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সরকার।
হরিয়ানা সরকারের অতিরিক্ত মুখ্য সচিব (হোম) সুমিতা মিশ্রা স্বাক্ষরিত একটি আদেশে জানানো হয়েছে, যে এই স্থগিতাদেশ ১৪ ডিসেম্বর সকাল ৬টা থেকে ১৭ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বলবৎ থাকবে।
অতিরিক্ত পুলিশ মহাপরিচালক, সিআইডি এবং অম্বালার উপকমিশনারের রিপোর্ট অনুযায়ী, কৃষক সংগঠনগুলোর ডাকা ‘দিল্লি কুচ’ (দিল্লি চলো) কর্মসূচির ফলে আম্বালা জেলার বিভিন্ন অঞ্চলে উত্তেজনা, অশান্তি, সম্পদের ক্ষতি এবং জনশৃঙ্খলা ভঙ্গের আশঙ্কা দেখা দিয়েছে।
এই আদেশ দাংদেহরি, লেহগড়, মানাকপুর, দাদিয়ানা, বড়ি ঘেল, ছোটি ঘেল, লারসা, কালু মাজরা, দেবী নগর (হিরা নগর, নরেশ বিহার), সাদ্দুপুর, সুলতানপুর এবং কাকরু গ্রামগুলোর জন্য জারি করা হয়েছে।
আজ দুপুর ১২টায় পাঞ্জাব ও হরিয়ানা সীমান্তে শম্ভু সীমান্ত থেকে ১০১ জন কৃষকের একটি ‘জাঠ’ (দল) দিল্লির দিকে পদযাত্রা আবার শুরু করেছে।
কৃষকেরা তাঁদের ফসলের জন্য ন্যূনতম সহায়ক মূল্য (এমএসপি) আইনগতভাবে নিশ্চিত করার দাবি জানাচ্ছেন। পাশাপাশি, তাঁরা কেন্দ্র সরকারকে আলোচনায় বসে সমস্যাগুলোর সমাধান করার আহ্বান জানাচ্ছেন।
হরিয়ানা সীমান্তে ইতিমধ্যেই ব্যাপকসংখ্যক নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে।
এর আগে ৬ থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত হরিয়ানা সরকার মোবাইল ইন্টারনেট, বাল্ক এসএমএস এবং ডংগল পরিষেবা স্থগিত করেছিল। আজ জারি করা নতুন আদেশে উল্লেখ করা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যম ও মেসেজিং পরিষেবার মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য এবং গুজব ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
তবে ব্যক্তিগত এসএমএস, মোবাইল রিচার্জ, ব্যাংকিং এসএমএস, ভয়েস কল, ব্রডব্যান্ড ও লিজ লাইন ইন্টারনেট সেবা এই স্থগিতাদেশের আওতার বাইরে রাখা হয়েছে।
কৃষকেরা সংযুক্ত কিষাণ মোর্চা (অরাজনৈতিক) এবং কিষাণ মজদুর মোর্চার ব্যানারে একত্রিত হয়েছেন। তাঁরা গত বছরের ১৩ ফেব্রুয়ারি থেকে শম্ভু এবং খানৌরি সীমান্ত এলাকায় কর্মসূচি পালন করছেন। কারণ দিল্লি অভিমুখে মিছিল বারবার ঠেকিয়ে দিচ্ছে নিরাপত্তা বাহিনী।
রাজধানী দিল্লির উদ্দেশে কৃষকদের প্রতিবাদী পদযাত্রা আবার শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগে মোবাইল ফোনে যোগাযোগ পরিষেবা স্থগিত করেছে রাজ্য সরকার। হরিয়ানা রাজ্য সরকার আজ শনিবার অম্বালা জেলার ১২টি গ্রামে মোবাইল ইন্টারনেট ও বাল্ক এসএমএস পরিষেবা স্থগিত করার নির্দেশ দিয়েছে। ‘সর্বজনীন শান্তি বজায় রাখতে’ এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সরকার।
হরিয়ানা সরকারের অতিরিক্ত মুখ্য সচিব (হোম) সুমিতা মিশ্রা স্বাক্ষরিত একটি আদেশে জানানো হয়েছে, যে এই স্থগিতাদেশ ১৪ ডিসেম্বর সকাল ৬টা থেকে ১৭ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বলবৎ থাকবে।
অতিরিক্ত পুলিশ মহাপরিচালক, সিআইডি এবং অম্বালার উপকমিশনারের রিপোর্ট অনুযায়ী, কৃষক সংগঠনগুলোর ডাকা ‘দিল্লি কুচ’ (দিল্লি চলো) কর্মসূচির ফলে আম্বালা জেলার বিভিন্ন অঞ্চলে উত্তেজনা, অশান্তি, সম্পদের ক্ষতি এবং জনশৃঙ্খলা ভঙ্গের আশঙ্কা দেখা দিয়েছে।
এই আদেশ দাংদেহরি, লেহগড়, মানাকপুর, দাদিয়ানা, বড়ি ঘেল, ছোটি ঘেল, লারসা, কালু মাজরা, দেবী নগর (হিরা নগর, নরেশ বিহার), সাদ্দুপুর, সুলতানপুর এবং কাকরু গ্রামগুলোর জন্য জারি করা হয়েছে।
আজ দুপুর ১২টায় পাঞ্জাব ও হরিয়ানা সীমান্তে শম্ভু সীমান্ত থেকে ১০১ জন কৃষকের একটি ‘জাঠ’ (দল) দিল্লির দিকে পদযাত্রা আবার শুরু করেছে।
কৃষকেরা তাঁদের ফসলের জন্য ন্যূনতম সহায়ক মূল্য (এমএসপি) আইনগতভাবে নিশ্চিত করার দাবি জানাচ্ছেন। পাশাপাশি, তাঁরা কেন্দ্র সরকারকে আলোচনায় বসে সমস্যাগুলোর সমাধান করার আহ্বান জানাচ্ছেন।
হরিয়ানা সীমান্তে ইতিমধ্যেই ব্যাপকসংখ্যক নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে।
এর আগে ৬ থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত হরিয়ানা সরকার মোবাইল ইন্টারনেট, বাল্ক এসএমএস এবং ডংগল পরিষেবা স্থগিত করেছিল। আজ জারি করা নতুন আদেশে উল্লেখ করা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যম ও মেসেজিং পরিষেবার মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য এবং গুজব ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
তবে ব্যক্তিগত এসএমএস, মোবাইল রিচার্জ, ব্যাংকিং এসএমএস, ভয়েস কল, ব্রডব্যান্ড ও লিজ লাইন ইন্টারনেট সেবা এই স্থগিতাদেশের আওতার বাইরে রাখা হয়েছে।
কৃষকেরা সংযুক্ত কিষাণ মোর্চা (অরাজনৈতিক) এবং কিষাণ মজদুর মোর্চার ব্যানারে একত্রিত হয়েছেন। তাঁরা গত বছরের ১৩ ফেব্রুয়ারি থেকে শম্ভু এবং খানৌরি সীমান্ত এলাকায় কর্মসূচি পালন করছেন। কারণ দিল্লি অভিমুখে মিছিল বারবার ঠেকিয়ে দিচ্ছে নিরাপত্তা বাহিনী।
রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় শহর ওরিয়লের একটি তেলের ডিপোতে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। শুক্রবার রাতে এসব হামলা চালিয়েছে বলে জানিয়েছে, বার্তা সংস্থা এএফপি। ওরিয়ল অঞ্চলের গভর্নর আন্দ্রেই ক্লিচকোভ টেলিগ্রামে জানিয়েছেন, রাশিয়ার প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনের ড্রোনগুলোকে গুলি করে নামিয়েছে এবং তেলের ডিপোর আগুন
৩৩ মিনিট আগেথাইল্যান্ডের তাক প্রদেশের সীমান্তবর্তী উমফাং শহরে একটি উৎসবে বোমা বিস্ফোরণের ঘটনায় তিনজন নিহত ও অন্তত ৪৮ জন আহত হয়েছেন। স্থানীয় পুলিশের তথ্যমতে, গতকাল শুক্রবার রাতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন থেকে জানা যায়, এ ঘটনায় পুলিশ এখন পর্যন্ত সন্দেহভাজন দুজনকে গ্রেপ্
২ ঘণ্টা আগেসিরিয়ায় বিদ্রোহীদের ব্যাপক আক্রমণের মুখে মাত্র ১১ দিনের মধ্যে পতন হয় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের শাসনের। এই আক্রমণে নেতৃত্ব দিয়েছে হায়াত তাহরির আল-শাম (এইচটিএস)। গোষ্ঠীটির সামরিক শাখার প্রধান কমান্ডার আবু হাসান আল-হামুই ব্রিটিশ সংবাদমাধ্যম
৭ ঘণ্টা আগেঅভিশংসিত হয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল। দেশটির আইনপ্রণেতারা আজ শনিবার ইউন সুক ইওলের বিরুদ্ধে ব্যর্থ সামরিক আইন প্রয়োগের চেষ্টার অভিযোগে অভিশংসনের পক্ষে ভোট দেন। তবে এখনই তিনি প্রেসিডেন্টের পদ থেকে অপসারিত হবেন না। বিরোধী দল একে ‘জনগণের বিজয়’ বলে আখ্যা দিয়েছে
৮ ঘণ্টা আগে