দিল্লির শিশু পাচার চক্র: ৫ লাখ রুপিতে বিক্রি হয় নবজাতক

অনলাইন ডেস্ক
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৪, ২০: ৩৫
আপডেট : ০৬ এপ্রিল ২০২৪, ২১: ০২

ভারতে শিশু পাচারকারী চক্রের সন্ধানে রাজধানী নয়াদিল্লির বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই)। এ অভিযানে দিল্লির কেশবপুরম এলাকায় অবস্থিত একটি বাড়ি থেকে তিনটি নবজাতককে উদ্ধার করা হয়েছে। সে সঙ্গে উন্মোচিত হয়েছে দিল্লির শিশু পাচারকারী চক্রের কার্যক্রম। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।

সিবিআই সূত্রে বলা হয়েছে, কালোবাজারে পণ্য হিসেবে নবজাতক কেনাবেচা হচ্ছিল। সিবিআই বর্তমানে শিশু পাচারের সঙ্গে জড়িত সব পক্ষকে জিজ্ঞাসাবাদ করছে। এর মধ্যে নবজাতক বিক্রির সঙ্গে জড়িত নারী ও ক্রেতা উভয়ই রয়েছে।

সিবিআইয়ের এই অভিযানের পরিধি দিল্লি ছাড়িয়ে আরও বিস্তৃত হয়েছে। ভারতের জাতীয় রাজধানী অঞ্চল (এনসিআর) জুড়ে সাত থেকে আটটি শিশু পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করেছে সিবিআই। গ্রেপ্তারকৃতদের মধ্যে হাসপাতালের একজন ওয়ার্ড বয় এবং আরও কয়েকজন নারী রয়েছেন।

সিবিআই সূত্রমতে, শুধু গত মাসেই প্রায় ১০টি শিশু বিক্রি করা হয়েছে এবং গ্রেপ্তার করা হয়েছে মোট সাতজনকে।

সিবিআইয়ের তদন্ত এখন একাধিক রাজ্যজুড়ে ছড়িয়ে পড়েছে। বেশ কয়েকটি বড় হাসপাতাল রয়েছে তাদের তদন্তের আওতায়। প্রতি নবজাতককে চার থেকে পাঁচ লাখ রুপিতে বিক্রি করা হচ্ছিল বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

এই বিষয়ে আরও তদন্ত চলছে বলে জানিয়েছে সিবিআই।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত