Ajker Patrika

পশ্চিমবঙ্গকে উত্তর কোরিয়ায় পরিণত করেছেন মমতা: বিজেপি 

অনলাইন ডেস্ক
পশ্চিমবঙ্গকে উত্তর কোরিয়ায় পরিণত করেছেন মমতা: বিজেপি 

পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে কলকাতায় রাজ্য সচিবালয় ‘নবান্নের’ দিকে মিছিল নিয়ে রওনা হয়েছিল বিরোধী দল বিজেপি। তবে দলটির নেতা–কর্মীদের এই আশা পূর্ণ হয়নি সরকার বিজেপির নেতা–কর্মীদের দমনে কঠোর অবস্থান নেওয়ায়। মিছিল ছত্রভঙ্গ করতে জলকামান, কাঁদানে গ্যাস ব্যবহারসহ ব্যাপক ধরপাকড়ও চালায় রাজ্য পুলিশ।

কলকাতার আশপাশের হাওড়া এবং আরও কয়েকটি জায়গা থেকে আজ মঙ্গলবার সকালেই কলকাতায় জড়ো হয় বিজেপির কয়েক হাজার কর্মী। ঘোষণা অনুযায়ী তাঁরা পশ্চিমবঙ্গের রাজ্য সচিবালয় ‘নবান্নের’ দিকে বিক্ষোভ মিছিল নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ তাঁদের বাধা দেয়। আটক করা হয় পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির নেতা ও বিধানসভায় বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারীসহ আরও কয়েকজনকে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, কলকাতা শহর থেকে মিছিলটি হাওড়া ব্রিজের কাছে পৌঁছালে পুলিশ তাঁদের বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে বিজেপির নেতা-কর্মীদের প্রথমে বাতচিত ও পরে হালকা সংঘর্ষ হয়। বিক্ষোভ ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে। বিক্ষোভকারীরা পুলিশের একটি গাড়িতে আগুনও ধরিয়ে দেয়।

পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার আগে শুভেন্দু বলেন, ‘মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গকে উত্তর কোরিয়ায় পরিণত করেছেন। জনগণের প্রতি মুখ্যমন্ত্রীর কোনো সমর্থন নেই। তিনি যে স্বৈরাচারী কায়দায় পশ্চিমবঙ্গ চালাচ্ছেন তা কেবল উত্তর কোরিয়ার সঙ্গেই তুলনীয়। পুলিশ আজ যা করছে তার জন্য পুলিশকে মূল্য দিতে হবে। সামনে বিজেপি ক্ষমতায় আসবে।’ শুভেন্দু অধিকারী শহরের সাঁতরাগাছি এলাকায় মিছিলের নেতৃত্ব দেন।

এদিকে পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় শুভেন্দু অধিকারী ছাড়াও রাজ্য বিজেপির বিধায়ক লকেট চট্টোপাধ্যায় ও রাহুল সিংহসহ দলটির কয়েকজন কর্মীকে আটক করা হয়। শাসক শ্রেণি তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে বিজেপি বিক্ষোভের আয়োজন করেছে বলে জানা গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত