অনলাইন ডেস্ক
একটি ভাইরাল ভিডিওতে উঠে এসেছে, ভারতের উত্তরপ্রদেশের রায়বেরেলির সাদওয়া গ্রামের একটি অনন্য বন্ধুত্বের গল্প। এই গল্পের মূল চরিত্র একটি বানর। স্থানীয়রা বানরটিকে ‘রানি’ বলে ডাকেন।
রানি কোনো সাধারণ বানর নয়। মানুষের সঙ্গে সাদৃশ্যপূর্ণ কিছু বিশেষ দক্ষতাও রয়েছে তার। এসব দক্ষতার জন্য গ্রামবাসীর কাছে ‘কর্মঠ বানর’ হিসেবে খ্যাতি পেয়েছে রানি।
ভারতীয় সংবাদমাধ্যম নিউজ-এইটিন জানিয়েছে, আট বছর আগে বানরটির নাম রাখা হয়েছিল রানি। বর্তমানে অবস্থা এমন হয়েছে যে, কেউ তাকে বানর বলে ডাকলে খুব রাগ করে সে।
জানা যায়, আট বছর আগে সাদওয়া গ্রামে বানরের একটি দল ঘুরে বেড়ানোর সময় বিচ্ছিন্ন হয়ে পড়েছিল রানি। এ অবস্থায় অসহায় বানরটিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন গ্রামের কৃষক বিশ্বনাথের স্ত্রী। সেই দিন থেকেই রানির নতুন জীবন শুরু হয়।
শুরুতে রানিকে সহানুভূতি দেখাতেই বাড়িতে আশ্রয় দেওয়া হয়েছিল। কিন্তু ধীরে ধীরে রানি পরিবারটির অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে। এখন সে বিশ্বনাথের পরিবারের সঙ্গে ঘুমানো, খাওয়া-দাওয়া, আড্ডা এবং চলাফেরা সবই করে। যেন ওই পরিবারেরই একজন সে।
মানুষের সঙ্গে বাস করতে করতে রানি এমন কিছু কাজ শিখেছে যা সাধারণত কোনো বানরের পক্ষে অসম্ভব বলে মনে করা হয়। রানির প্রতিদিনের রুটিনে রয়েছে বাড়িতে রুটি বানানো, বাসন ধোয়া এবং মোবাইল ফোনে ভিডিও দেখা। তার এসব ব্যতিক্রমী দক্ষতা গ্রামের মানুষকে বিস্মিত করেছে।
রানির এসব কর্মকাণ্ড প্রায় সময়ই ভিডিও করেন বিশ্বনাথের ছেলে আকাশ। পরে এগুলো ‘রানি বান্দরিয়া’ নামে একটি ইউটিউব চ্যানেলে আপলোড করেন। রানির ভিডিওগুলো লাখ লাখ ভিউ পেয়েছে। ইউটিউবের কল্যাণে সারা বিশ্বের মানুষ এখন রানির আশ্চর্যজনক ক্ষমতা দেখে বিস্ময় প্রকাশ করছে।
আকাশ জানান, শুরুর দিকে রানি একাকিত্বে ভুগত এবং খুব দুঃখী ছিল। তবে ধীরে ধীরে সে পরিবারের সঙ্গে খাপ খাইয়ে নেয় এবং দৈনন্দিন কাজে সহায়তা করতে শুরু করে।
জানা গেছে, রানি মানুষের সঙ্গে বেশ ভালোভাবে মিশে যাওয়ায় তার পুরোনো সঙ্গীরা তাকে আর নিজেদের দলভুক্ত মনে করে না। ফলে রানিকে মানুষের সঙ্গেই থাকতে হচ্ছে।
গত আট বছর ধরে রানির সঙ্গে বিশ্বনাথের পরিবারের বন্ধন দৃঢ় থেকে দৃঢ়তর হয়েছে। সহানুভূতি ও বোঝাপড়া কীভাবে প্রাকৃতিক সীমানাকে অতিক্রম করতে পারে এটি তার জ্বলন্ত উদাহরণ।
একটি ভাইরাল ভিডিওতে উঠে এসেছে, ভারতের উত্তরপ্রদেশের রায়বেরেলির সাদওয়া গ্রামের একটি অনন্য বন্ধুত্বের গল্প। এই গল্পের মূল চরিত্র একটি বানর। স্থানীয়রা বানরটিকে ‘রানি’ বলে ডাকেন।
রানি কোনো সাধারণ বানর নয়। মানুষের সঙ্গে সাদৃশ্যপূর্ণ কিছু বিশেষ দক্ষতাও রয়েছে তার। এসব দক্ষতার জন্য গ্রামবাসীর কাছে ‘কর্মঠ বানর’ হিসেবে খ্যাতি পেয়েছে রানি।
ভারতীয় সংবাদমাধ্যম নিউজ-এইটিন জানিয়েছে, আট বছর আগে বানরটির নাম রাখা হয়েছিল রানি। বর্তমানে অবস্থা এমন হয়েছে যে, কেউ তাকে বানর বলে ডাকলে খুব রাগ করে সে।
জানা যায়, আট বছর আগে সাদওয়া গ্রামে বানরের একটি দল ঘুরে বেড়ানোর সময় বিচ্ছিন্ন হয়ে পড়েছিল রানি। এ অবস্থায় অসহায় বানরটিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন গ্রামের কৃষক বিশ্বনাথের স্ত্রী। সেই দিন থেকেই রানির নতুন জীবন শুরু হয়।
শুরুতে রানিকে সহানুভূতি দেখাতেই বাড়িতে আশ্রয় দেওয়া হয়েছিল। কিন্তু ধীরে ধীরে রানি পরিবারটির অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে। এখন সে বিশ্বনাথের পরিবারের সঙ্গে ঘুমানো, খাওয়া-দাওয়া, আড্ডা এবং চলাফেরা সবই করে। যেন ওই পরিবারেরই একজন সে।
মানুষের সঙ্গে বাস করতে করতে রানি এমন কিছু কাজ শিখেছে যা সাধারণত কোনো বানরের পক্ষে অসম্ভব বলে মনে করা হয়। রানির প্রতিদিনের রুটিনে রয়েছে বাড়িতে রুটি বানানো, বাসন ধোয়া এবং মোবাইল ফোনে ভিডিও দেখা। তার এসব ব্যতিক্রমী দক্ষতা গ্রামের মানুষকে বিস্মিত করেছে।
রানির এসব কর্মকাণ্ড প্রায় সময়ই ভিডিও করেন বিশ্বনাথের ছেলে আকাশ। পরে এগুলো ‘রানি বান্দরিয়া’ নামে একটি ইউটিউব চ্যানেলে আপলোড করেন। রানির ভিডিওগুলো লাখ লাখ ভিউ পেয়েছে। ইউটিউবের কল্যাণে সারা বিশ্বের মানুষ এখন রানির আশ্চর্যজনক ক্ষমতা দেখে বিস্ময় প্রকাশ করছে।
আকাশ জানান, শুরুর দিকে রানি একাকিত্বে ভুগত এবং খুব দুঃখী ছিল। তবে ধীরে ধীরে সে পরিবারের সঙ্গে খাপ খাইয়ে নেয় এবং দৈনন্দিন কাজে সহায়তা করতে শুরু করে।
জানা গেছে, রানি মানুষের সঙ্গে বেশ ভালোভাবে মিশে যাওয়ায় তার পুরোনো সঙ্গীরা তাকে আর নিজেদের দলভুক্ত মনে করে না। ফলে রানিকে মানুষের সঙ্গেই থাকতে হচ্ছে।
গত আট বছর ধরে রানির সঙ্গে বিশ্বনাথের পরিবারের বন্ধন দৃঢ় থেকে দৃঢ়তর হয়েছে। সহানুভূতি ও বোঝাপড়া কীভাবে প্রাকৃতিক সীমানাকে অতিক্রম করতে পারে এটি তার জ্বলন্ত উদাহরণ।
আগামী ১৭ জানুয়ারি পালিত হবে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও সিপিএম নেতা জ্যোতি বসুর প্রয়াণ দিবস। দলের পক্ষ থেকে এদিন কলকাতায় তাঁর নামে একটি গবেষণাকেন্দ্র উদ্বোধন করা হবে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির জাতীয় পলিটব্যুরোর সমন্বয়ক প্রকাশ করাত।
১৩ মিনিট আগেফেব্রুয়ারি ৭ থেকে ১১ তারিখ পর্যন্ত অনুষ্ঠেয় এই মহড়ায় অংশ নেবে সৌদি আরবসহ বিশ্বের বহু দেশের নৌবাহিনী। এ আয়োজনের লক্ষ্য হলো আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতা নিশ্চিত করা, সন্ত্রাসবাদ ও সামুদ্রিক অপরাধের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা এবং অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে সহযোগিতা জোরদার করা।
৩ ঘণ্টা আগেথাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা শুক্রবার তাঁর সম্পদের ঘোষণা দিয়েছেন। ঘোষণা অনুযায়ী, যেখানে পেতংতার্নের সম্পত্তির মূল্য ৪০ কোটি মার্কিন ডলার ছাড়িয়েছে (প্রায় ৪ হাজার ৮৮৯ কোটি টাকা)। এসব সম্পত্তির মধ্যে উল্লেখযোগ্য হলো ২০০টিরও বেশি বিলাসবহুল ব্র্যান্ডের ব্যাগ এবং কমপক্ষে ৭৫টি দামি ঘড়ি।
৩ ঘণ্টা আগেআফ্রিকার দেশ জিম্বাবুয়ে আনুষ্ঠানিকভাবে মৃত্যুদণ্ডের বিধান বাতিল করেছে। জিম্বাবুয়ের প্রেসিডেন্ট এমারসন মনানগাগওয়া মৃত্যুদণ্ডের বিধান বাতিল করে আইনের অনুমোদন দিয়েছেন। এর ফলে মৃত্যুদণ্ডে থাকা প্রায় ৬০ জন বন্দির সাজা পরিবর্তন করা হচ্ছে। দেশটিতে ঔপনিবেশিক ব্রিটিশ শাসনামলে মৃত্যুদণ্ডের বিধান চালু ছিল।
১১ ঘণ্টা আগে