রুটি তৈরি ও বাসন ধুতে পারে মানুষের সঙ্গে ৮ বছর থাকা একটি বানর

অনলাইন ডেস্ক
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৪, ২১: ১৫
Thumbnail image
ছবি: সংগৃহীত

একটি ভাইরাল ভিডিওতে উঠে এসেছে, ভারতের উত্তরপ্রদেশের রায়বেরেলির সাদওয়া গ্রামের একটি অনন্য বন্ধুত্বের গল্প। এই গল্পের মূল চরিত্র একটি বানর। স্থানীয়রা বানরটিকে ‘রানি’ বলে ডাকেন।

রানি কোনো সাধারণ বানর নয়। মানুষের সঙ্গে সাদৃশ্যপূর্ণ কিছু বিশেষ দক্ষতাও রয়েছে তার। এসব দক্ষতার জন্য গ্রামবাসীর কাছে ‘কর্মঠ বানর’ হিসেবে খ্যাতি পেয়েছে রানি।

ভারতীয় সংবাদমাধ্যম নিউজ-এইটিন জানিয়েছে, আট বছর আগে বানরটির নাম রাখা হয়েছিল রানি। বর্তমানে অবস্থা এমন হয়েছে যে, কেউ তাকে বানর বলে ডাকলে খুব রাগ করে সে।

জানা যায়, আট বছর আগে সাদওয়া গ্রামে বানরের একটি দল ঘুরে বেড়ানোর সময় বিচ্ছিন্ন হয়ে পড়েছিল রানি। এ অবস্থায় অসহায় বানরটিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন গ্রামের কৃষক বিশ্বনাথের স্ত্রী। সেই দিন থেকেই রানির নতুন জীবন শুরু হয়।

শুরুতে রানিকে সহানুভূতি দেখাতেই বাড়িতে আশ্রয় দেওয়া হয়েছিল। কিন্তু ধীরে ধীরে রানি পরিবারটির অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে। এখন সে বিশ্বনাথের পরিবারের সঙ্গে ঘুমানো, খাওয়া-দাওয়া, আড্ডা এবং চলাফেরা সবই করে। যেন ওই পরিবারেরই একজন সে।

মানুষের সঙ্গে বাস করতে করতে রানি এমন কিছু কাজ শিখেছে যা সাধারণত কোনো বানরের পক্ষে অসম্ভব বলে মনে করা হয়। রানির প্রতিদিনের রুটিনে রয়েছে বাড়িতে রুটি বানানো, বাসন ধোয়া এবং মোবাইল ফোনে ভিডিও দেখা। তার এসব ব্যতিক্রমী দক্ষতা গ্রামের মানুষকে বিস্মিত করেছে।

রানির এসব কর্মকাণ্ড প্রায় সময়ই ভিডিও করেন বিশ্বনাথের ছেলে আকাশ। পরে এগুলো ‘রানি বান্দরিয়া’ নামে একটি ইউটিউব চ্যানেলে আপলোড করেন। রানির ভিডিওগুলো লাখ লাখ ভিউ পেয়েছে। ইউটিউবের কল্যাণে সারা বিশ্বের মানুষ এখন রানির আশ্চর্যজনক ক্ষমতা দেখে বিস্ময় প্রকাশ করছে।

আকাশ জানান, শুরুর দিকে রানি একাকিত্বে ভুগত এবং খুব দুঃখী ছিল। তবে ধীরে ধীরে সে পরিবারের সঙ্গে খাপ খাইয়ে নেয় এবং দৈনন্দিন কাজে সহায়তা করতে শুরু করে।

জানা গেছে, রানি মানুষের সঙ্গে বেশ ভালোভাবে মিশে যাওয়ায় তার পুরোনো সঙ্গীরা তাকে আর নিজেদের দলভুক্ত মনে করে না। ফলে রানিকে মানুষের সঙ্গেই থাকতে হচ্ছে।

গত আট বছর ধরে রানির সঙ্গে বিশ্বনাথের পরিবারের বন্ধন দৃঢ় থেকে দৃঢ়তর হয়েছে। সহানুভূতি ও বোঝাপড়া কীভাবে প্রাকৃতিক সীমানাকে অতিক্রম করতে পারে এটি তার জ্বলন্ত উদাহরণ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত