যুক্তরাষ্ট্র থেকে দেড় দশক অর্থাৎ ১৫ বছরে প্রায় ১৬ হাজার অবৈধ ভারতীয় অভিবাসী দেশে ফিরেছে। গতকাল বৃহস্পতিবার ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুব্রহ্মণম জয়শঙ্কর এ তথ্য জানান। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
যুক্তরাষ্ট্র থেকে গত বুধবার মার্কিন সামরিক বাহিনীর বিমানে করে ১০৪ ভারতীয় অবৈধ অভিবাসীকে দেশে ফেরত পাঠানো হয়। বিষয়টি নিয়ে আলোচনা ওঠে ভারতীয় পার্লামেন্টেও। বিরোধীদের দাবির মুখে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর জানান, যুক্তরাষ্ট্র থেকে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর বিষয়টি নতুন কিছু নয়। বিগত কয়েক দশক ধরেই এটি চলছে।
এ সময় জয়শঙ্কর বিগত দেড় দশকের তথ্য-উপাত্ত তুলে ধরে জানান, গত ১৫ বছরে অর্থাৎ ২০০৯ সাল থেকে গত বছর পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে মোট ১৫ হাজার ৭৫৬ জন অবৈধ ভারতীয় অভিবাসীকে ফেরত পাঠানো হয়েছে।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যুক্তরাষ্ট্রের এই ফেরত পাঠানোর প্রক্রিয়া নতুন নয়...এটি বহু বছর ধরে চলে আসছে। এটি কোনো নির্দিষ্ট দেশের জন্য প্রযোজ্য কোনো বিশেষ নীতি নয়। আমাদের মূল মনোযোগ হওয়া উচিত, অবৈধ অভিবাসন দমনের ওপর...আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করছি যেন ফেরত পাঠানো ব্যক্তিদের সঙ্গে দুর্ব্যবহার না করা হয়।’
পররাষ্ট্রমন্ত্রীর তুলে ধরা পরিসংখ্যানে দেখা যায়, ২০১৯ সালে যুক্তরাষ্ট্র থেকে সর্বোচ্চ ২ হাজার ৪২ জন ভারতীয়কে ফেরত পাঠানো হয়। এরপর ২০২০ সালে ১ হাজার ৮৮৯ জনকে ফেরত পাঠানো হয়। সে সময় বিশ্বজুড়ে কোভিড-১৯ মহামারি শুরু হয়।
এর আগে, গত বুধবার মার্কিন সামরিক উড়োজাহাজে ১০৪ অবৈধ ভারতীয় অভিবাসী পাঞ্জাবের অমৃতসরে এসে পৌঁছান। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অধীনে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে নেওয়া কঠোর পদক্ষেপের অংশ হিসেবে এটি ছিল প্রথম দলভুক্ত প্রত্যাবাসন। ফেরত আসা এই ব্যক্তিদের মধ্যে ৩৩ জন হরিয়ানা ও গুজরাটের, ৩০ জন পাঞ্জাবের, ৩ জন মহারাষ্ট্র ও উত্তর প্রদেশের এবং ২ জন চণ্ডীগড়ের বাসিন্দা।
এই অভিবাসীদের অনেকে বৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের আশায় বিপুল পরিমাণ অর্থ খরচ করেছিলেন। এই অর্থ মূলত ঋণের মাধ্যমে জোগাড় করা হয়েছিল। কিন্তু বাস্তবে তাদের মানব পাচারকারীদের ব্যবস্থাপনায় বহু দেশ পেরিয়ে পায়ে হেঁটে কঠিন যাত্রা করতে হয়েছে।
ভারতে অবতরণের পর অভিবাসীদের সঙ্গে হওয়া অমানবিক আচরণের নানা গল্প সামনে আসে। যুক্তরাষ্ট্রের সীমান্ত টহল বাহিনীর এক ভিডিওতে দেখা যায়, ফেরত পাঠানো ব্যক্তিদের হাতকড়া পরানো এবং পায়ে শিকল বেঁধে এমনভাবে হাঁটতে বাধ্য করা হয়, যা সাধারণত ভয়ংকর অপরাধীদের ক্ষেত্রে দেখা যায়।
এই ফেরত পাঠানোর পদ্ধতি নিয়ে ভারতের বিরোধী দলগুলোর তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেছে এবং প্রশ্ন তুলেছে, কেন ভারত সরকার নিজস্ব উড়োজাহাজ পাঠিয়ে নাগরিকদের সম্মানজনকভাবে ফেরত আনতে পারল না।
তৃণমূলের এমপি সাকেত গোখলে বলেন, ‘আমরা বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি...এমনকি কলম্বিয়ার মতো দেশ, যা শীর্ষ দশেও নেই, তারা তাদের নাগরিকদের ফেরত আনতে উড়োজাহাজ পাঠাতে পারে, তাহলে আমাদের সরকার কেন পারছে না? আমাদের তো উড়োজাহাজের অভাব নেই।’
এ নিয়ে সংসদে প্রতিক্রিয়া জানাতে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলেন, এই প্রত্যাবাসন প্রক্রিয়া পরিচালনা করে যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা আইসিই। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের ফেরত পাঠানোর প্রক্রিয়া আইসিই কর্তৃক সংগঠিত ও পরিচালিত হয়। ২০১২ সাল থেকে আইসিই-এর প্রত্যাবাসনের জন্য নির্ধারিত মানদণ্ড কার্যকর রয়েছে, যেখানে হাতকড়া ও অন্যান্য ব্যবস্থা গ্রহণের অনুমতি দেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘তবে আইসিই আমাদের জানিয়েছে, নারী ও শিশুদের ক্ষেত্রে এই ব্যবস্থা প্রয়োগ করা হয় না। এ ছাড়া, ফেরত পাঠানো ব্যক্তিদের খাদ্য, অন্যান্য প্রয়োজনীয়তা এবং সম্ভাব্য চিকিৎসা জরুরি অবস্থার বিষয়েও যত্ন নেওয়া হয়। টয়লেট ব্যবহারের সময় প্রয়োজনে তাদের সাময়িকভাবে মুক্ত করা হয়।’
যুক্তরাষ্ট্র থেকে দেড় দশক অর্থাৎ ১৫ বছরে প্রায় ১৬ হাজার অবৈধ ভারতীয় অভিবাসী দেশে ফিরেছে। গতকাল বৃহস্পতিবার ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুব্রহ্মণম জয়শঙ্কর এ তথ্য জানান। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
যুক্তরাষ্ট্র থেকে গত বুধবার মার্কিন সামরিক বাহিনীর বিমানে করে ১০৪ ভারতীয় অবৈধ অভিবাসীকে দেশে ফেরত পাঠানো হয়। বিষয়টি নিয়ে আলোচনা ওঠে ভারতীয় পার্লামেন্টেও। বিরোধীদের দাবির মুখে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর জানান, যুক্তরাষ্ট্র থেকে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর বিষয়টি নতুন কিছু নয়। বিগত কয়েক দশক ধরেই এটি চলছে।
এ সময় জয়শঙ্কর বিগত দেড় দশকের তথ্য-উপাত্ত তুলে ধরে জানান, গত ১৫ বছরে অর্থাৎ ২০০৯ সাল থেকে গত বছর পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে মোট ১৫ হাজার ৭৫৬ জন অবৈধ ভারতীয় অভিবাসীকে ফেরত পাঠানো হয়েছে।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যুক্তরাষ্ট্রের এই ফেরত পাঠানোর প্রক্রিয়া নতুন নয়...এটি বহু বছর ধরে চলে আসছে। এটি কোনো নির্দিষ্ট দেশের জন্য প্রযোজ্য কোনো বিশেষ নীতি নয়। আমাদের মূল মনোযোগ হওয়া উচিত, অবৈধ অভিবাসন দমনের ওপর...আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করছি যেন ফেরত পাঠানো ব্যক্তিদের সঙ্গে দুর্ব্যবহার না করা হয়।’
পররাষ্ট্রমন্ত্রীর তুলে ধরা পরিসংখ্যানে দেখা যায়, ২০১৯ সালে যুক্তরাষ্ট্র থেকে সর্বোচ্চ ২ হাজার ৪২ জন ভারতীয়কে ফেরত পাঠানো হয়। এরপর ২০২০ সালে ১ হাজার ৮৮৯ জনকে ফেরত পাঠানো হয়। সে সময় বিশ্বজুড়ে কোভিড-১৯ মহামারি শুরু হয়।
এর আগে, গত বুধবার মার্কিন সামরিক উড়োজাহাজে ১০৪ অবৈধ ভারতীয় অভিবাসী পাঞ্জাবের অমৃতসরে এসে পৌঁছান। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অধীনে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে নেওয়া কঠোর পদক্ষেপের অংশ হিসেবে এটি ছিল প্রথম দলভুক্ত প্রত্যাবাসন। ফেরত আসা এই ব্যক্তিদের মধ্যে ৩৩ জন হরিয়ানা ও গুজরাটের, ৩০ জন পাঞ্জাবের, ৩ জন মহারাষ্ট্র ও উত্তর প্রদেশের এবং ২ জন চণ্ডীগড়ের বাসিন্দা।
এই অভিবাসীদের অনেকে বৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের আশায় বিপুল পরিমাণ অর্থ খরচ করেছিলেন। এই অর্থ মূলত ঋণের মাধ্যমে জোগাড় করা হয়েছিল। কিন্তু বাস্তবে তাদের মানব পাচারকারীদের ব্যবস্থাপনায় বহু দেশ পেরিয়ে পায়ে হেঁটে কঠিন যাত্রা করতে হয়েছে।
ভারতে অবতরণের পর অভিবাসীদের সঙ্গে হওয়া অমানবিক আচরণের নানা গল্প সামনে আসে। যুক্তরাষ্ট্রের সীমান্ত টহল বাহিনীর এক ভিডিওতে দেখা যায়, ফেরত পাঠানো ব্যক্তিদের হাতকড়া পরানো এবং পায়ে শিকল বেঁধে এমনভাবে হাঁটতে বাধ্য করা হয়, যা সাধারণত ভয়ংকর অপরাধীদের ক্ষেত্রে দেখা যায়।
এই ফেরত পাঠানোর পদ্ধতি নিয়ে ভারতের বিরোধী দলগুলোর তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেছে এবং প্রশ্ন তুলেছে, কেন ভারত সরকার নিজস্ব উড়োজাহাজ পাঠিয়ে নাগরিকদের সম্মানজনকভাবে ফেরত আনতে পারল না।
তৃণমূলের এমপি সাকেত গোখলে বলেন, ‘আমরা বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি...এমনকি কলম্বিয়ার মতো দেশ, যা শীর্ষ দশেও নেই, তারা তাদের নাগরিকদের ফেরত আনতে উড়োজাহাজ পাঠাতে পারে, তাহলে আমাদের সরকার কেন পারছে না? আমাদের তো উড়োজাহাজের অভাব নেই।’
এ নিয়ে সংসদে প্রতিক্রিয়া জানাতে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলেন, এই প্রত্যাবাসন প্রক্রিয়া পরিচালনা করে যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা আইসিই। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের ফেরত পাঠানোর প্রক্রিয়া আইসিই কর্তৃক সংগঠিত ও পরিচালিত হয়। ২০১২ সাল থেকে আইসিই-এর প্রত্যাবাসনের জন্য নির্ধারিত মানদণ্ড কার্যকর রয়েছে, যেখানে হাতকড়া ও অন্যান্য ব্যবস্থা গ্রহণের অনুমতি দেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘তবে আইসিই আমাদের জানিয়েছে, নারী ও শিশুদের ক্ষেত্রে এই ব্যবস্থা প্রয়োগ করা হয় না। এ ছাড়া, ফেরত পাঠানো ব্যক্তিদের খাদ্য, অন্যান্য প্রয়োজনীয়তা এবং সম্ভাব্য চিকিৎসা জরুরি অবস্থার বিষয়েও যত্ন নেওয়া হয়। টয়লেট ব্যবহারের সময় প্রয়োজনে তাদের সাময়িকভাবে মুক্ত করা হয়।’
ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত শুল্কের পাল্টা পদক্ষেপ হিসেবে চীন যুক্তরাষ্ট্র থেকে নিজ দেশে আমদানি করা সব পণ্যের ওপর ৩৪ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে। এই ঘোষণা বিশ্বকে পূর্ণাঙ্গ বাণিজ্যযুদ্ধের দিকে আরও একধাপ এগিয়ে নিয়ে গেছে। আজ শুক্রবার চীনের এই ঘোষণার পর বিশ্বজুড়ে শেয়ারবাজারে পতন আরও ত্বরান্বিত হয়েছে।
২ ঘণ্টা আগেকানাডার ক্রমশ উদার হয়ে ওঠা আইনের অধীনে মেডিকেল অ্যাসিস্ট্যান্স ইন ডায়িং (মেইড) প্রক্রিয়ায় মৃত্যুবরণ করবেন তিনি। দুই বছর আগে ২০২৩ সালের মার্চে মেইডের জন্য আবেদন করেছিলেন এপ্রিল। জন্ম থেকেই মেরুদণ্ডের জটিল রোগ ‘স্পাইনা বিফিডা’য় আক্রান্ত এপ্রিল। সময়ের সঙ্গে সঙ্গে আরও জটিলতা বেড়েছে। মেরুদণ্ডের গোড়ায়
৩ ঘণ্টা আগেভারত বাংলাদেশের সঙ্গে একটি গঠনমূলক ও জনকেন্দ্রিক সম্পর্ক চায়। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে এক বৈঠকের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ শুক্রবার নিজে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক পোস্টে এ কথা বলেন।
৩ ঘণ্টা আগেকংগ্রেসের এমপি এবং দলের সাধারণ সম্পাদক (যোগাযোগ) জয়রাম রমেশ বলেছেন, বিজেপি সরকারের নেতৃত্বে ভারতীয় পার্লামেন্টে যে ওয়াক্ফ বিল পাস হয়েছে তা সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করবে তাঁর দল। তিনি বলেন, স্থানীয় আজ শুক্রবার ভোরে পার্লামেন্টে পাস হওয়া ওয়াক্ফ (সংশোধনী) বিল সংবিধান সম্মত কি না তা জানতে সুপ্রিম...
৭ ঘণ্টা আগে