অনলাইন ডেস্ক
শিরোমণি আকালি দলের (এসএডি) প্রধান সুখবীর সিং বাদলকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটেছে। আজ বুধবার পাঞ্জাবের স্বর্ণমন্দিরের প্রবেশপথে এ ঘটনা ঘটে। হামলাকারীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সুখবীর সিং সকালে আকাল তাখতের আদেশে ‘তপস্যা’ হিসেবে ‘সেবাদার’ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ঘটনাস্থলে উপস্থিত মানুষজন দ্রুত হামলাকারীকে ধরে ফেলে। এই হামলার বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।
৬২ বছর বয়সী বাদল পাঞ্জাবের সাবেক উপ-মুখ্যমন্ত্রী। আকাল তাখতের আদেশে ‘তঙ্কাহ’ (ধর্মীয় শাস্তি) হিসেবে স্বর্ণমন্দির ও অন্যান্য গুরুদ্বারে সেবাদার হিসেবে কাজ করছেন তিনি।
এটি মূলত ধর্মীয় শাস্তি। তাঁকে ও অন্য আকালি নেতাদের ২০০৭ থেকে ২০১৭ সালের মধ্যে তাঁদের শাসনামলে করা কিছু ‘ভুলের’ জন্য দেওয়া হয়েছে। তাঁকে থালাবাসন ধোয়া এবং জুতা পরিষ্কারের মতো কাজ করতে বলা হয়েছে।
দুই দিন ধরে বাদল স্বর্ণমন্দিরের প্রবেশপথে একটি বর্শা হাতে নীল ‘সেবাদার’ পোশাক পরে বসে ছিলেন। তাঁর পা ভাঙা এবং তিনি হুইল চেয়ারে চলাফেরা করেন।
আজ সকাল ৯টা নাগাদ যখন বাদল স্বর্ণমন্দিরের প্রবেশপথে সেবাদারের দায়িত্ব পালন করছিলেন, তখন এই হামলার ঘটনা ঘটে। হামলাকারীর নাম নারায়ণ সিং এবং তিনি পাঞ্জাবের গুরদাসপুর জেলার বাসিন্দা।
ঘটনাস্থলের কিছু ছবি ও ভিডিওতে দেখা যায়, এক লোক যখন ধীরে ধীরে প্রবেশপথের দিকে এগিয়ে যাচ্ছেন। হঠাৎ করে একটি বন্দুক বের করেন। তবে, পাশে দাঁড়ানো একজন দ্রুত তাঁর হাত ধরে ফেলেন। গুলি ছোড়া হলেও বাদল বা অন্য কারও গায়ে লাগেনি। গুলি দেওয়ালে বিদ্ধ হয়েছে।
অমৃতসর পুলিশের কমিশনার গুরপ্রীত সিং ভুল্লর বলেন, ‘সতর্ক থাকা পুলিশের সদস্য রিশপাল সিং, জসবীর এবং পারমিন্দর সিং এই হামলা রুখতে সফল হয়েছেন। অভিযুক্ত নারায়ণ সিংয়ের জবানবন্দি রেকর্ড করা হয়েছে। আমরা মামলা করেছি। আমি সাধারণ মানুষের কাছে শান্তি বজায় রাখার আহ্বান জানাই।’
তিনি আরও উল্লেখ করেন, স্বর্ণমন্দিরে পুলিশ মোতায়েন করা একটি চ্যালেঞ্জিং কাজ। ধর্মীয় অনুভূতির কারণে আমরা সেখানে ইউনিফর্মধারী পুলিশ মোতায়েন করতে পারি না। সেখানে লোকজনকে তল্লাশি করাও কঠিন।
সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, নারায়ণ সিংয়ের সঙ্গে খালিস্তানি সন্ত্রাসবাদী দল বাবর খালসার সম্পর্ক রয়েছে। তিনি ২০০৪ সালের বুরাইল জেলব্রেক মামলার মাস্টারমাইন্ড হিসেবে পরিচিত, যেখানে চারজন বন্দী ৯৪ ফুট দীর্ঘ একটি সুড়ঙ্গ খুঁড়ে পালিয়ে যান।
সুখবীর বাদল আকাল তাখতের কাছে তাঁর শাসনকালের ‘ভুল’ স্বীকার করেছেন। এসব ভুলের একটি হলো ২০০৭ সালে এসএডি শাসনের সময় ডেরা সচ্চা সৌদার প্রধান গুরমীত রাম রহিম সিংকে ব্লাসফেমি মামলায় ক্ষমা করা। আকাল তাখতের আদেশে তিন মাস পর তাঁকে ‘তঙ্কাইয়া’ (ধর্মীয় অপরাধে দোষী) ঘোষণা করা হয়।
এসএডির সাবেক সংসদ সদস্য নরেশ গুজরাল এ ঘটনার জন্য রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, এই হামলার ঘটনা অত্যন্ত দুঃখজনক। আমরা ঈশ্বরের কাছে কৃতজ্ঞ যে সুখবীর বাদল অক্ষত রয়েছেন। আমরা বারবার বলে আসছি, পাঞ্জাবে আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে। সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে। স্বর্ণমন্দিরের গেটে হামলার ঘটনা তারই প্রমাণ।
বিজেপি নেতা বিজয় সম্পলা বলেছেন, এই হামলার ঘটনা খুবই দুর্ভাগ্যজনক। স্বর্ণমন্দিরের সেবাদারের ওপর হামলা মানে স্বর্ণমন্দিরের ওপর হামলা।
তবে রাজ্য সরকারে থাকা আম আদমি পার্টির নেতা আমান অরোরা বলেছেন, পাঞ্জাব পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এই একটি ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের আইন–শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলা ঠিক নয়।
শিরোমণি আকালি দলের (এসএডি) প্রধান সুখবীর সিং বাদলকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটেছে। আজ বুধবার পাঞ্জাবের স্বর্ণমন্দিরের প্রবেশপথে এ ঘটনা ঘটে। হামলাকারীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সুখবীর সিং সকালে আকাল তাখতের আদেশে ‘তপস্যা’ হিসেবে ‘সেবাদার’ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ঘটনাস্থলে উপস্থিত মানুষজন দ্রুত হামলাকারীকে ধরে ফেলে। এই হামলার বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।
৬২ বছর বয়সী বাদল পাঞ্জাবের সাবেক উপ-মুখ্যমন্ত্রী। আকাল তাখতের আদেশে ‘তঙ্কাহ’ (ধর্মীয় শাস্তি) হিসেবে স্বর্ণমন্দির ও অন্যান্য গুরুদ্বারে সেবাদার হিসেবে কাজ করছেন তিনি।
এটি মূলত ধর্মীয় শাস্তি। তাঁকে ও অন্য আকালি নেতাদের ২০০৭ থেকে ২০১৭ সালের মধ্যে তাঁদের শাসনামলে করা কিছু ‘ভুলের’ জন্য দেওয়া হয়েছে। তাঁকে থালাবাসন ধোয়া এবং জুতা পরিষ্কারের মতো কাজ করতে বলা হয়েছে।
দুই দিন ধরে বাদল স্বর্ণমন্দিরের প্রবেশপথে একটি বর্শা হাতে নীল ‘সেবাদার’ পোশাক পরে বসে ছিলেন। তাঁর পা ভাঙা এবং তিনি হুইল চেয়ারে চলাফেরা করেন।
আজ সকাল ৯টা নাগাদ যখন বাদল স্বর্ণমন্দিরের প্রবেশপথে সেবাদারের দায়িত্ব পালন করছিলেন, তখন এই হামলার ঘটনা ঘটে। হামলাকারীর নাম নারায়ণ সিং এবং তিনি পাঞ্জাবের গুরদাসপুর জেলার বাসিন্দা।
ঘটনাস্থলের কিছু ছবি ও ভিডিওতে দেখা যায়, এক লোক যখন ধীরে ধীরে প্রবেশপথের দিকে এগিয়ে যাচ্ছেন। হঠাৎ করে একটি বন্দুক বের করেন। তবে, পাশে দাঁড়ানো একজন দ্রুত তাঁর হাত ধরে ফেলেন। গুলি ছোড়া হলেও বাদল বা অন্য কারও গায়ে লাগেনি। গুলি দেওয়ালে বিদ্ধ হয়েছে।
অমৃতসর পুলিশের কমিশনার গুরপ্রীত সিং ভুল্লর বলেন, ‘সতর্ক থাকা পুলিশের সদস্য রিশপাল সিং, জসবীর এবং পারমিন্দর সিং এই হামলা রুখতে সফল হয়েছেন। অভিযুক্ত নারায়ণ সিংয়ের জবানবন্দি রেকর্ড করা হয়েছে। আমরা মামলা করেছি। আমি সাধারণ মানুষের কাছে শান্তি বজায় রাখার আহ্বান জানাই।’
তিনি আরও উল্লেখ করেন, স্বর্ণমন্দিরে পুলিশ মোতায়েন করা একটি চ্যালেঞ্জিং কাজ। ধর্মীয় অনুভূতির কারণে আমরা সেখানে ইউনিফর্মধারী পুলিশ মোতায়েন করতে পারি না। সেখানে লোকজনকে তল্লাশি করাও কঠিন।
সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, নারায়ণ সিংয়ের সঙ্গে খালিস্তানি সন্ত্রাসবাদী দল বাবর খালসার সম্পর্ক রয়েছে। তিনি ২০০৪ সালের বুরাইল জেলব্রেক মামলার মাস্টারমাইন্ড হিসেবে পরিচিত, যেখানে চারজন বন্দী ৯৪ ফুট দীর্ঘ একটি সুড়ঙ্গ খুঁড়ে পালিয়ে যান।
সুখবীর বাদল আকাল তাখতের কাছে তাঁর শাসনকালের ‘ভুল’ স্বীকার করেছেন। এসব ভুলের একটি হলো ২০০৭ সালে এসএডি শাসনের সময় ডেরা সচ্চা সৌদার প্রধান গুরমীত রাম রহিম সিংকে ব্লাসফেমি মামলায় ক্ষমা করা। আকাল তাখতের আদেশে তিন মাস পর তাঁকে ‘তঙ্কাইয়া’ (ধর্মীয় অপরাধে দোষী) ঘোষণা করা হয়।
এসএডির সাবেক সংসদ সদস্য নরেশ গুজরাল এ ঘটনার জন্য রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, এই হামলার ঘটনা অত্যন্ত দুঃখজনক। আমরা ঈশ্বরের কাছে কৃতজ্ঞ যে সুখবীর বাদল অক্ষত রয়েছেন। আমরা বারবার বলে আসছি, পাঞ্জাবে আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে। সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে। স্বর্ণমন্দিরের গেটে হামলার ঘটনা তারই প্রমাণ।
বিজেপি নেতা বিজয় সম্পলা বলেছেন, এই হামলার ঘটনা খুবই দুর্ভাগ্যজনক। স্বর্ণমন্দিরের সেবাদারের ওপর হামলা মানে স্বর্ণমন্দিরের ওপর হামলা।
তবে রাজ্য সরকারে থাকা আম আদমি পার্টির নেতা আমান অরোরা বলেছেন, পাঞ্জাব পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এই একটি ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের আইন–শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলা ঠিক নয়।
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ বলেছেন, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে আসন্ন কয়েক সপ্তাহের মধ্যেই একটি যুদ্ধবিরতি চুক্তি হতে পারে। ওয়াশিংটন সফররত এই নেতা হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ফক্স নিউজকে এই কথা বলেন। ট্রাম্প নিজেও জানিয়েছে, কয়েক সপ্তাহের মধ্যেই যুদ্ধ শেষ হয়ে
৫ ঘণ্টা আগেআফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআরসি) পূর্বাঞ্চলে চলতি বছরের জানুয়ারি থেকে এক রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়েছে। এই সংঘর্ষে এখন পর্যন্ত প্রায় দুই মাসে নিহত হয়েছেন ৭ হাজারের বেশি মানুষ। দেশটির প্রধানমন্ত্রী জুডিথ সুমিনওয়া বিষয়টি নিশ্চিত...
৬ ঘণ্টা আগেমিয়ানমারে বন্দর ও জ্বালানি শোধনাগার নির্মাণ করবে রাশিয়া। এই বিষয়ে রাশিয়ার সঙ্গে মিয়ানমারের জান্তা সরকারের একটি চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। এ ছাড়া, দেশটিতে বিদ্যুৎ, সার, পেট্রোলিয়াম ও পেট্রোকেমিক্যাল উৎপাদন খাতেও রাশিয়ার বিনিয়োগ নিয়ে জান্তা সরকারের সঙ্গে আলোচনা হয়েছে। মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতীর...
৮ ঘণ্টা আগেইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মতরিচ বলেছেন, তাঁর দেশের সেনাবাহিনী গাজা উপত্যকা দখলের প্রস্তুতি নিচ্ছে। নতুন সেনাপ্রধান ইয়াল জামিরের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হবে এবং এটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে সমন্বয় করে করা হচ্ছে। তুরস্কের রাষ্ট্র পরিচালিত সংবাদ সংস্থা...
৯ ঘণ্টা আগে