অনলাইন ডেস্ক
বাংলাদেশের অভ্যন্তরীণ অবস্থা নিয়ে কোনো মন্তব্য করতে চায় না ভারত। প্রতিবেশী দেশটি চায় এ দেশে নির্ধারিত সময়ে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হোক।
শুক্রবার (১১ আগস্ট) বিকেলে নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী।
ব্রিফিংকালে বাংলাদেশ প্রসঙ্গে প্রশ্ন করেন ভারতের দ্য হিন্দু পত্রিকার সাংবাদিক কল্লোল। কল্লোল সাম্প্রতিক সময়ে রাজধানীতে বিএনপির মহাসমাবেশের কথা উল্লেখ করে অরিন্দম বাগচীকে বলেন, নির্বাচনের আগে একটি তত্ত্বাবধায়ক সরকার গঠনের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর চাপ বাড়ছে। আওয়ামী লীগ-বিএনপির এই সংঘাতপূর্ণ রাজনীতির মধ্যে একটি তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কথা আলোচনায় আসছে। এর মধ্যে সেনাবাহিনীর নামও রয়েছে। কয়েক দিন আগে একটি পত্রিকায় প্রকাশিত এক নিবন্ধে সে বিষয়ে ইঙ্গিত দেওয়া হয়েছে। বাংলাদেশের ইতিহাসে এই সংকটপূর্ণ মুহূর্তে ভারতের ভাবনা আসলে কী সেটি জানতে চাই।
জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘আমার মনে হয় এ বিষয়ে গত সপ্তাহে বা তার আগের সপ্তাহেই আমি বলেছি। দেখুন, সেখানকার অভ্যন্তরীণ ঘটনাপ্রবাহ নিয়ে আমাদের প্রকৃতপক্ষে বিশেষ কোনো মন্তব্য নেই। তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে সংবিধানেই একটা অবস্থানের কথা বলা আছে। আমাদের এ বিষয়ে কোনো মন্তব্য নেই। সুনির্দিষ্ট করে আপনার উল্লেখিত বিষয়ে আমার কিছু বলার নেই। সেনাবাহিনী বা তৃতীয় পক্ষের হস্তক্ষেপের বিষয়ে যে জল্পনা রয়েছে, আমি সে বিষয়ে যেতে চাই না। নিশ্চিতভাবে এগুলো সব জল্পনা। আমরা আশা করি, (বাংলাদেশে) নির্ধারিত সময়ে একটি শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে।’
এর আগে গত ৩ আগস্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছিলেন, নয়াদিল্লি চায় বাংলাদেশের নির্বাচন ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশের জনগণ সিদ্ধান্ত নেবে এবং আশা করছি শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, ‘বাংলাদেশে যা ঘটছে, তার প্রভাব আমাদের (ভারত) ওপর পড়ে।’
সেদিন নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তিনি আরও বলেন, ‘ভারত ঢাকায় হাইকমিশনের মাধ্যমে সেখানকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। ভারত আশা করে সেখানে শান্তি থাকবে এবং কোনো সহিংসতা হবে না এবং পরিকল্পনা অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে।’
বাংলাদেশের অভ্যন্তরীণ অবস্থা নিয়ে কোনো মন্তব্য করতে চায় না ভারত। প্রতিবেশী দেশটি চায় এ দেশে নির্ধারিত সময়ে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হোক।
শুক্রবার (১১ আগস্ট) বিকেলে নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী।
ব্রিফিংকালে বাংলাদেশ প্রসঙ্গে প্রশ্ন করেন ভারতের দ্য হিন্দু পত্রিকার সাংবাদিক কল্লোল। কল্লোল সাম্প্রতিক সময়ে রাজধানীতে বিএনপির মহাসমাবেশের কথা উল্লেখ করে অরিন্দম বাগচীকে বলেন, নির্বাচনের আগে একটি তত্ত্বাবধায়ক সরকার গঠনের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর চাপ বাড়ছে। আওয়ামী লীগ-বিএনপির এই সংঘাতপূর্ণ রাজনীতির মধ্যে একটি তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কথা আলোচনায় আসছে। এর মধ্যে সেনাবাহিনীর নামও রয়েছে। কয়েক দিন আগে একটি পত্রিকায় প্রকাশিত এক নিবন্ধে সে বিষয়ে ইঙ্গিত দেওয়া হয়েছে। বাংলাদেশের ইতিহাসে এই সংকটপূর্ণ মুহূর্তে ভারতের ভাবনা আসলে কী সেটি জানতে চাই।
জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘আমার মনে হয় এ বিষয়ে গত সপ্তাহে বা তার আগের সপ্তাহেই আমি বলেছি। দেখুন, সেখানকার অভ্যন্তরীণ ঘটনাপ্রবাহ নিয়ে আমাদের প্রকৃতপক্ষে বিশেষ কোনো মন্তব্য নেই। তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে সংবিধানেই একটা অবস্থানের কথা বলা আছে। আমাদের এ বিষয়ে কোনো মন্তব্য নেই। সুনির্দিষ্ট করে আপনার উল্লেখিত বিষয়ে আমার কিছু বলার নেই। সেনাবাহিনী বা তৃতীয় পক্ষের হস্তক্ষেপের বিষয়ে যে জল্পনা রয়েছে, আমি সে বিষয়ে যেতে চাই না। নিশ্চিতভাবে এগুলো সব জল্পনা। আমরা আশা করি, (বাংলাদেশে) নির্ধারিত সময়ে একটি শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে।’
এর আগে গত ৩ আগস্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছিলেন, নয়াদিল্লি চায় বাংলাদেশের নির্বাচন ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশের জনগণ সিদ্ধান্ত নেবে এবং আশা করছি শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, ‘বাংলাদেশে যা ঘটছে, তার প্রভাব আমাদের (ভারত) ওপর পড়ে।’
সেদিন নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তিনি আরও বলেন, ‘ভারত ঢাকায় হাইকমিশনের মাধ্যমে সেখানকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। ভারত আশা করে সেখানে শান্তি থাকবে এবং কোনো সহিংসতা হবে না এবং পরিকল্পনা অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে।’
গত ৮ থেকে ১১ নভেম্বরের মধ্যে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান হাওয়াইয়ের মাওয়ি দ্বীপের ৩০ বছর বয়সী অভিযাত্রী হান্নাহ কোবায়াশি। এবার লস অ্যাঞ্জেলেস বিমানবন্দরের কাছাকাছি একটি এলাকা থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে হান্নাহর বাবাকে।
২৭ মিনিট আগেগত জুলাইয়ে নিরঙ্কুশ জয় নিয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হন লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। কনজারভেটিভ পার্টির ঋষি সুনাকের ব্যর্থতার পর পুনর্গঠনের প্রতিশ্রুতি দিয়ে দায়িত্ব কাঁধে নেন স্টারমার।
১ ঘণ্টা আগেব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্সের তথ্য অনুসারে, ইলন মাস্কের মোট সম্পদের পরিমাণ ৩৪৮ বিলিয়ন মার্কিন ডলার। বিগত কয়েক দিনে তাঁর সম্পদের পরিমাণ বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ২৪ বিলিয়ন ডলার। এই তালিকায় থাকা বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী
২ ঘণ্টা আগেযুদ্ধবিরতির খুব কাছাকাছি পৌঁছে গেছে ইসরায়েল ও লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। মধ্যপ্রাচ্যের একটি সূত্র গতকাল রোববার মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনকে এই বিষয়টি জানিয়েছে। তবে, যুদ্ধবিরতির আশা থাকলেও লেবাননে ইসরায়েলি
৪ ঘণ্টা আগে