অনলাইন ডেস্ক
ভারতের তামিল নাড়ু রাজ্যের হোসুর এলাকায় থেনপেন্নাই নদীর ওপর নির্মিত হয়েছে কেলাভারপল্লী বাঁধ। এই বাঁধ থেকেই নির্গত পানিতে সৃষ্টি হচ্ছে এক ধরনের বিষাক্ত ফেনা। এই ফেনা থেনপেন্নাই নদী তীরবর্তী কৃষি জমিগুলোকে ঢেকে দিচ্ছে। শুধু তাই নয়, ফেনা থেকে দুর্গন্ধও ছড়াচ্ছে।
ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, থেনপেন্নাই নদীতে এত বিপুল ফেনা সৃষ্টি হয়েছে যে এটি স্থানীয় মানুষের চলাফেরা ও যোগাযোগেও বিঘ্ন ঘটাচ্ছে।
জানা গেছে, বিগত দিনগুলোতে কর্ণাটকে অবিরাম ভারী বর্ষণ হওয়ায় কেলাভারপল্লী বাঁধ থেকে পানি প্রবাহ বেড়েছে। শিল্পকারখানার বর্জ্য মেশানো ও দূষিত এই পানি যখন বাঁধ থেকে নিচে পড়ছে, তখন প্রচুর ফেনার সৃষ্টি হচ্ছে। বৃষ্টির দিনগুলোতে এ ধরনের ঘটনা সেখানে প্রায় সময়ই ঘটে।
স্থানীয় মালাই মালারের একটি প্রতিবেদনে বলা হয়েছে, গত বুধবার ওই বাঁধ থেকে প্রতি সেকেন্ডে ১ হাজার ৭১৮ কিউসেক পানি প্রবাহিত হয়েছে। এর ফলে সৃষ্ট রাসায়নিক ফেনা বিস্তীর্ণ অঞ্চলের ফসল ঢেকে দিয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, প্রায় পাঁচ দিন ধরে এই অবস্থা চলছে।
ফেনা বাড়তে থাকায় নদীর সঙ্গে সংযুক্ত কিছু রাস্তাও নিমজ্জিত হয়ে গেছে। ফলে যাত্রীরা ১৫ ঘুরে অন্য রাস্তা ব্যবহার করছেন। বিষাক্ত ফেনা থেকে নির্গত দুর্গন্ধ নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও কৃষকেরা।
ভারতের তামিল নাড়ু রাজ্যের হোসুর এলাকায় থেনপেন্নাই নদীর ওপর নির্মিত হয়েছে কেলাভারপল্লী বাঁধ। এই বাঁধ থেকেই নির্গত পানিতে সৃষ্টি হচ্ছে এক ধরনের বিষাক্ত ফেনা। এই ফেনা থেনপেন্নাই নদী তীরবর্তী কৃষি জমিগুলোকে ঢেকে দিচ্ছে। শুধু তাই নয়, ফেনা থেকে দুর্গন্ধও ছড়াচ্ছে।
ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, থেনপেন্নাই নদীতে এত বিপুল ফেনা সৃষ্টি হয়েছে যে এটি স্থানীয় মানুষের চলাফেরা ও যোগাযোগেও বিঘ্ন ঘটাচ্ছে।
জানা গেছে, বিগত দিনগুলোতে কর্ণাটকে অবিরাম ভারী বর্ষণ হওয়ায় কেলাভারপল্লী বাঁধ থেকে পানি প্রবাহ বেড়েছে। শিল্পকারখানার বর্জ্য মেশানো ও দূষিত এই পানি যখন বাঁধ থেকে নিচে পড়ছে, তখন প্রচুর ফেনার সৃষ্টি হচ্ছে। বৃষ্টির দিনগুলোতে এ ধরনের ঘটনা সেখানে প্রায় সময়ই ঘটে।
স্থানীয় মালাই মালারের একটি প্রতিবেদনে বলা হয়েছে, গত বুধবার ওই বাঁধ থেকে প্রতি সেকেন্ডে ১ হাজার ৭১৮ কিউসেক পানি প্রবাহিত হয়েছে। এর ফলে সৃষ্ট রাসায়নিক ফেনা বিস্তীর্ণ অঞ্চলের ফসল ঢেকে দিয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, প্রায় পাঁচ দিন ধরে এই অবস্থা চলছে।
ফেনা বাড়তে থাকায় নদীর সঙ্গে সংযুক্ত কিছু রাস্তাও নিমজ্জিত হয়ে গেছে। ফলে যাত্রীরা ১৫ ঘুরে অন্য রাস্তা ব্যবহার করছেন। বিষাক্ত ফেনা থেকে নির্গত দুর্গন্ধ নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও কৃষকেরা।
গাজা যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তি আগামীকাল রোববার গাজার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টা থেকে কার্যকর হবে বলে জানিয়েছে কাতার। আজ শনিবার সকালে ছয় ঘণ্টা বৈঠকের পর নেতানিয়াহুর মন্ত্রিসভা চুক্তি অনুমোদন করে। এর মধ্য দিয়ে টানা ১৫ মাস চলা এ যুদ্ধে আনুষ্ঠানিক বিরতি আসতে চলেছে। কাতারের সংবাদমাধ্যম আল-জাজিরা এ
৩৭ মিনিট আগেব্লিঙ্কেনের শেষ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে উত্তেজনাপূর্ণ মুহূর্ত তৈরি হয়। ইসরায়েল-গাজা যুদ্ধ নিয়ে তাঁর নীতি সমালোচনার মুখে পড়লে দুজন সাংবাদিককে টেনে বের করা হয়।
১ ঘণ্টা আগেআগামী ২০ জানুয়ারি ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। রীতি মেনে মার্কিন প্রেসিডেন্টদের শপথ গ্রহণ অনুষ্ঠান খোলা জায়গায় হয়। কিন্তু এবার তা হচ্ছে না, চার দেয়ালের ভেতর ও ছাদের নিচেই শপথ নিতে হচ্ছে ট্রাম্পকে। ওয়াশিংটনের ক্যাপিটল ভবনের রোটুন্ডা হলে শপথ অনুষ্ঠান হবে।
৩ ঘণ্টা আগেটানা ১৫ মাস ধরে চলা গাজা যুদ্ধে আগামীকাল রোববার থেকে যুদ্ধবিরতি হতে যাচ্ছে। হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তি অনুযায়ী তিন ধাপে কার্যকর হবে এই যুদ্ধবিরতি। আজ শনিবার ইসরায়েলের মন্ত্রিসভায় চুক্তি অনুমোদিত হওয়ার পর ইসরায়েলের বিচার মন্ত্রণালয় জানিয়েছে, চুক্তির প্রথম পর্যায়ে তাঁরা
৪ ঘণ্টা আগে