Ajker Patrika

ছত্তিশগড়ে ৩৬ মাওবাদী নিহত 

অনলাইন ডেস্ক
আপডেট : ০৫ অক্টোবর ২০২৪, ১৪: ৩৫
ছত্তিশগড়ে ৩৬ মাওবাদী নিহত 

ভারতের ছত্তিশগড় রাজ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৩৬ জন মাওবাদী নিহত হয়েছেন। বিভিন্ন সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। গতকাল শুক্রবার বেলা ১টার দিকে নারায়ণপুর ও দান্তেওয়াড়া জেলার সীমানা লাগোয়া অভুজমাদ জঙ্গলে এ ঘটনা ঘটে। 

সূত্র জানায়, গত বৃহস্পতিবার ছত্তিশগড়ের ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (ডিআরজি) এবং স্পেশাল টাস্কফোর্স (এসটিএফ) মাওবাদীবিরোধী অভিযান শুরু করে। পরে শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। অভিযানে একে সিরিজের বেশ কিছু অ্যাসল্ট রাইফেলসহ এবং অন্যান্য অস্ত্র উদ্ধার করা হয়েছে। 

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, বস্তার অঞ্চলের ওর্চা ও বারসুর থানার অন্তর্গত গোভেল, নেন্দুর ও থুলথুলির গ্রামে মাওবাদীদের উপস্থিতি আছে। খবর পেয়ে গ্রামগুলোতে যৌথ বাহিনীর পৃথক কয়েকটি দল পাঠানো হয়। পরে দুপুরের দিকে নেন্দুর-থুলথুলির কাছের জঙ্গলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে নিরাপত্তা বাহিনী সতর্কতার সঙ্গে মাওবাদীদের ধাওয়া করলে তারা জঙ্গলে পালিয়ে যায়। 

এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই অভিযানের জন্য নিরাপত্তা বাহিনীকে স্বাগত জানিয়েছেন এবং বলেছেন, ‘ডাবল ইঞ্জিন’—সাধারণত কেন্দ্রে ও রাজ্যে উভয় জায়গায় বিজেপির সরকারকে বোঝাতে দলটির নেতারা এই শব্দবন্ধ ব্যবহার করেন—সরকার বিপদ দূর করতে বদ্ধপরিকর। 

পুলিশ জানিয়েছে, চলতি বছর এ পর্যন্ত দান্তেওয়াড়া, নারায়ণপুরসহ সাতটি জেলা নিয়ে গঠিত বস্তার অঞ্চলে পৃথক বন্দুকযুদ্ধে নিরাপত্তা বাহিনীর হাতে ১৮৫ জন মাওবাদী নিহত হয়েছেন। এর আগে, গত ১৬ এপ্রিল রাজ্যের কাঙ্কের জেলায় নিরাপত্তাকর্মীদের গুলিতে ২৯ নকশালবাদী নিহত হন। 

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গত আগস্টে ছত্তিশগড় সফরের সময় বলেছিলেন, ভারত ২০২৬ সালের মার্চের মধ্যে বামপন্থী চরমপন্থা থেকে মুক্ত হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত