সাবেক প্রেমিককে খুনের পর কলম্বিয়ার ‘হিটওম্যান’ গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৪, ১৮: ৪২
কলম্বিয়ার বন্দর শহর বারাঙ্কাবারমেজায় বেশ কয়েকটি খুনের ঘটনায় জড়িত ক্যারেন জুলিয়েথ ওজেদা রদ্রিগেজ নামের এই নারী, ‘লা মুনেকা’ বা ‘দ্য ডল’। ছবি: সংগৃহীত

একাধিক চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ২৩ বছর বয়সী এক নারীকে গ্রেপ্তার করেছে কলম্বিয়ার পুলিশ। ক্যারেন জুলিয়েথ ওজেদা রদ্রিগেজ নামের ওই নারী ‘লা মুনেকা’ বা ‘দ্য ডল’ নামে বেশ পরিচিত। সম্প্রতি সাবেক প্রেমিককে পরিকল্পিতভাবে খুনের একটি ঘটনা স্থানীয় গণমাধ্যমে বেশ আলোড়ন তোলে। এই ঘটনার পর সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে তাঁকে গ্রেপ্তার করা হয়।

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

তবে গ্রেপ্তারের পর পুলিশ ধারণা করছে, কলম্বিয়ার বন্দর শহর বারাঙ্কাবারমেজায় বেশ কয়েকটি খুনের ঘটনায় রদ্রিগেজ জড়িত।

গতকাল বৃহস্পতিবার লিবারটাড ডিজিটাল নামের একটি স্প্যানিশ গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ‘লা দে লা এম’ নামের একটি অপরাধী সংগঠনের হয়ে কাজ করতেন ক্যারেন জুলিয়েথ ওজেদা রদ্রিগেজ। তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, তিনি খুনের পরিকল্পনা করতেন এবং একদল ভাড়াটে খুনিকে ব্যবহার করতেন।

তদন্তের পর পুলিশ জানিয়েছে, রদ্রিগেজের প্রাক্তন প্রেমিক দেইভি জেসুসকে হত্যার ঘটনায় তিনি সরাসরি জড়িত। জুলাই মাসে আর্থিক বিষয় নিয়ে আলোচনার জন্য পিয়েদেকুয়েস্তার একটি গ্রামীণ এলাকায় রদ্রিগেজ তাঁকে ডেকে পাঠান। কিন্তু সেখানে তাঁর নির্দেশে মোটরসাইকেলে আসা দুই ভাড়াটে খুনি দেইভিকে গুলি করে হত্যা করে।

রদ্রিগেজের সঙ্গে ২৪ বছর বয়সী পলা ভ্যালেন্তিনা জোয়া রুয়েদা, যিনি ‘গর্দা সিকেরিয়া’ বা ‘ফ্যাট হিটওম্যান’ নামে পরিচিত এবং আরেক সহযোগী ‘লিওপোল্ডো’কেও গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ অভিযানের সময় তাঁদের কাছ থেকে একটি রিভলভার ও একটি ৯ এমএম পিস্তল উদ্ধার করেছে।

মাগদালেনা মিডিও পুলিশের লেফটেন্যান্ট কর্নেল মৌরিসিও হেরারা বলেন, ‘লা মুনেকা এবং লিওপোল্ডোর গ্রেপ্তার এই অঞ্চলে শান্তি ফিরিয়ে আনতে সাহায্য করবে। এটি অপরাধী গোষ্ঠীগুলোর অপতৎপরতা কমাতে উল্লেখযোগ্য অগ্রগতি।’ তবে রদ্রিগেজ এবং তাঁর সহযোগীদের বিরুদ্ধে কী কী অভিযোগ আনা হবে, তা এখনো প্রকাশ করা হয়নি।

ওয়ার্ল্ড পপুলেশন রিভিউয়ের একটি তথ্য থেকে জানা যায়, ১৩ লাখের বেশি জনসংখ্যার বুকারামাঙ্গা শহরে তিন দিনে একটি করে খুন হয়।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইসরায়েলের ‘হৃৎপিণ্ড’ তেল আবিবে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

সাগরে নিম্নচাপ, কত দিন বৃষ্টি হতে পারে জানাল আবহাওয়া দপ্তর

শেখ মুজিব ও জিয়াউর রহমান যার যার স্থানে শ্রেষ্ঠ: গয়েশ্বর

র‌্যাব বাতিলের সরকারি সিদ্ধান্তের অপেক্ষায় আছি: নূর খান লিটন

হাসিনার আমলে রাশিয়ার সঙ্গে ১০০ কোটি ডলারের অস্ত্র চুক্তি, জড়াল টিউলিপের নামও

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত