অনলাইন ডেস্ক
একাধিক চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ২৩ বছর বয়সী এক নারীকে গ্রেপ্তার করেছে কলম্বিয়ার পুলিশ। ক্যারেন জুলিয়েথ ওজেদা রদ্রিগেজ নামের ওই নারী ‘লা মুনেকা’ বা ‘দ্য ডল’ নামে বেশ পরিচিত। সম্প্রতি সাবেক প্রেমিককে পরিকল্পিতভাবে খুনের একটি ঘটনা স্থানীয় গণমাধ্যমে বেশ আলোড়ন তোলে। এই ঘটনার পর সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে তাঁকে গ্রেপ্তার করা হয়।
মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
তবে গ্রেপ্তারের পর পুলিশ ধারণা করছে, কলম্বিয়ার বন্দর শহর বারাঙ্কাবারমেজায় বেশ কয়েকটি খুনের ঘটনায় রদ্রিগেজ জড়িত।
গতকাল বৃহস্পতিবার লিবারটাড ডিজিটাল নামের একটি স্প্যানিশ গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ‘লা দে লা এম’ নামের একটি অপরাধী সংগঠনের হয়ে কাজ করতেন ক্যারেন জুলিয়েথ ওজেদা রদ্রিগেজ। তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, তিনি খুনের পরিকল্পনা করতেন এবং একদল ভাড়াটে খুনিকে ব্যবহার করতেন।
তদন্তের পর পুলিশ জানিয়েছে, রদ্রিগেজের প্রাক্তন প্রেমিক দেইভি জেসুসকে হত্যার ঘটনায় তিনি সরাসরি জড়িত। জুলাই মাসে আর্থিক বিষয় নিয়ে আলোচনার জন্য পিয়েদেকুয়েস্তার একটি গ্রামীণ এলাকায় রদ্রিগেজ তাঁকে ডেকে পাঠান। কিন্তু সেখানে তাঁর নির্দেশে মোটরসাইকেলে আসা দুই ভাড়াটে খুনি দেইভিকে গুলি করে হত্যা করে।
রদ্রিগেজের সঙ্গে ২৪ বছর বয়সী পলা ভ্যালেন্তিনা জোয়া রুয়েদা, যিনি ‘গর্দা সিকেরিয়া’ বা ‘ফ্যাট হিটওম্যান’ নামে পরিচিত এবং আরেক সহযোগী ‘লিওপোল্ডো’কেও গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ অভিযানের সময় তাঁদের কাছ থেকে একটি রিভলভার ও একটি ৯ এমএম পিস্তল উদ্ধার করেছে।
মাগদালেনা মিডিও পুলিশের লেফটেন্যান্ট কর্নেল মৌরিসিও হেরারা বলেন, ‘লা মুনেকা এবং লিওপোল্ডোর গ্রেপ্তার এই অঞ্চলে শান্তি ফিরিয়ে আনতে সাহায্য করবে। এটি অপরাধী গোষ্ঠীগুলোর অপতৎপরতা কমাতে উল্লেখযোগ্য অগ্রগতি।’ তবে রদ্রিগেজ এবং তাঁর সহযোগীদের বিরুদ্ধে কী কী অভিযোগ আনা হবে, তা এখনো প্রকাশ করা হয়নি।
ওয়ার্ল্ড পপুলেশন রিভিউয়ের একটি তথ্য থেকে জানা যায়, ১৩ লাখের বেশি জনসংখ্যার বুকারামাঙ্গা শহরে তিন দিনে একটি করে খুন হয়।
একাধিক চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ২৩ বছর বয়সী এক নারীকে গ্রেপ্তার করেছে কলম্বিয়ার পুলিশ। ক্যারেন জুলিয়েথ ওজেদা রদ্রিগেজ নামের ওই নারী ‘লা মুনেকা’ বা ‘দ্য ডল’ নামে বেশ পরিচিত। সম্প্রতি সাবেক প্রেমিককে পরিকল্পিতভাবে খুনের একটি ঘটনা স্থানীয় গণমাধ্যমে বেশ আলোড়ন তোলে। এই ঘটনার পর সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে তাঁকে গ্রেপ্তার করা হয়।
মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
তবে গ্রেপ্তারের পর পুলিশ ধারণা করছে, কলম্বিয়ার বন্দর শহর বারাঙ্কাবারমেজায় বেশ কয়েকটি খুনের ঘটনায় রদ্রিগেজ জড়িত।
গতকাল বৃহস্পতিবার লিবারটাড ডিজিটাল নামের একটি স্প্যানিশ গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ‘লা দে লা এম’ নামের একটি অপরাধী সংগঠনের হয়ে কাজ করতেন ক্যারেন জুলিয়েথ ওজেদা রদ্রিগেজ। তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, তিনি খুনের পরিকল্পনা করতেন এবং একদল ভাড়াটে খুনিকে ব্যবহার করতেন।
তদন্তের পর পুলিশ জানিয়েছে, রদ্রিগেজের প্রাক্তন প্রেমিক দেইভি জেসুসকে হত্যার ঘটনায় তিনি সরাসরি জড়িত। জুলাই মাসে আর্থিক বিষয় নিয়ে আলোচনার জন্য পিয়েদেকুয়েস্তার একটি গ্রামীণ এলাকায় রদ্রিগেজ তাঁকে ডেকে পাঠান। কিন্তু সেখানে তাঁর নির্দেশে মোটরসাইকেলে আসা দুই ভাড়াটে খুনি দেইভিকে গুলি করে হত্যা করে।
রদ্রিগেজের সঙ্গে ২৪ বছর বয়সী পলা ভ্যালেন্তিনা জোয়া রুয়েদা, যিনি ‘গর্দা সিকেরিয়া’ বা ‘ফ্যাট হিটওম্যান’ নামে পরিচিত এবং আরেক সহযোগী ‘লিওপোল্ডো’কেও গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ অভিযানের সময় তাঁদের কাছ থেকে একটি রিভলভার ও একটি ৯ এমএম পিস্তল উদ্ধার করেছে।
মাগদালেনা মিডিও পুলিশের লেফটেন্যান্ট কর্নেল মৌরিসিও হেরারা বলেন, ‘লা মুনেকা এবং লিওপোল্ডোর গ্রেপ্তার এই অঞ্চলে শান্তি ফিরিয়ে আনতে সাহায্য করবে। এটি অপরাধী গোষ্ঠীগুলোর অপতৎপরতা কমাতে উল্লেখযোগ্য অগ্রগতি।’ তবে রদ্রিগেজ এবং তাঁর সহযোগীদের বিরুদ্ধে কী কী অভিযোগ আনা হবে, তা এখনো প্রকাশ করা হয়নি।
ওয়ার্ল্ড পপুলেশন রিভিউয়ের একটি তথ্য থেকে জানা যায়, ১৩ লাখের বেশি জনসংখ্যার বুকারামাঙ্গা শহরে তিন দিনে একটি করে খুন হয়।
থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে তারা নতুন ই-ভিসা সিস্টেমে যাচ্ছে। ৯৪টি রয়্যাল থাই দূতাবাস ও কনস্যুলেট জেনারেল অফিস একসঙ্গে এই সেবা দেবে।
১ ঘণ্টা আগেমার্কিন কংগ্রেস শুক্রবার মধ্যরাতে শাটডাউন ঠেকাতে একটি গুরুত্বপূর্ণ বিল পাস করেছে। দীর্ঘ আলোচনার পর পাস হওয়া এই বিলটি ফেডারেল সংস্থাগুলোর অর্থায়ন আগামী বছরের মার্চ মাস পর্যন্ত নিশ্চিত করেছে। মধ্যরাতের সময়সীমা পেরিয়ে যাওয়ার কয়েক মিনিটের মধ্যেই সিনেটররা প্রথাগত নিয়ম এড়িয়ে দ্রুত ভোট দেন।
৩ ঘণ্টা আগে‘অবৈধ বাংলাদেশি’দের জন্য ভারতে ডিটেনশন সেন্টার বা বন্দিশালা তৈরির ঘোষণা দেওয়া হয়েছে। দেশটির পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস এই ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, অবৈধ বাংলাদেশিদের জন্য মুম্বাইয়ে ভালো ডিটেনশন সেন্টার তৈরি করা হবে।
৪ ঘণ্টা আগেভারতীয় পুলিশের হাতে আটক আনসার-আল-ইসলাম বাংলাদেশের আট সন্দেহভাজন সদস্য ‘চিকেন নেক’ বা সিলিগুরি করিডরে হামলার পরিকল্পনা করেছিল বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গ পুলিশের একজন শীর্ষ কর্মকর্তা। পশ্চিমবঙ্গের সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলীয় সাত রাজ্য বা সেভেন সিস্টার্সের সংযোগকারী একমাত্র অংশ এই সিলিগুড়ি করিডর।
৪ ঘণ্টা আগে