ইরানের সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইসরায়েলের হামলা চালানোর পর মধ্যপ্রাচ্যের তিন দেশের আকাশসীমা পুরোপুরি বন্ধ রয়েছে। দেশগুলো হলো ইরান, সিরিয়া ও ইরাক।
ইসরায়েলি প্রধানমন্ত্রী যেখানে রাজনৈতিক ভবিষ্যতের স্বার্থে গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষে সেখানে তাঁর দেশের শীর্ষ সমরবিদ তথা জেনারেলরা গাজায় একটি যুদ্ধবিরতির পক্ষে। জেনারেলরা বিশ্বাস করেন, হামাসের হাতে থাকা বাদবাকি জিম্মিদের মুক্ত করার জন্য এই যুদ্ধবিরতি জরুরি। এ ছাড়া উত্তরে লেবাননের সশস্ত্র গোষ্ঠী
ইসরায়েলি সেনাবাহিনীর ১৩৪তম ফায়ার ফক্স ডিভিশন বা লোকমুখে পরিচিত গাজা ডিভিশনের প্রধান পদত্যাগ করেছেন। গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলা ঠেকাতে না পারার ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করেছেন ব্রিগেডিয়ার জেনারেল আভি রোজেনফিল্ড