অনলাইন ডেস্ক
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস দাবি করেছে, কাতারের মধ্যস্থতায় তারা ১০০ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে পারে যদি এর বিনিময়ে ইসরায়েলের কারাগার থেকে ২০০ ফিলিস্তিনি শিশু ও ৭৫ নারীকে ফিরিয়ে দেওয়া হয়। আজ মঙ্গলবার রাতে আমিরাত-ভিত্তিক দ্য ন্যাশনালের এক প্রতিবেদনে এ খবর জানা গেছে।
ইসরায়েলের কারাগারে বন্দী ফিলিস্তিনি শিশু ও নারীদের মুক্তি ছাড়াও জিম্মিদের মুক্তির বিনিময়ে গাজায় যুদ্ধবিরতি এবং মানবিক সহায়তা পাঠানোর ওপর জোর দিয়েছে হামাস। সংগঠনটির সামরিক শাখা আল-কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবায়দা এক বিবৃতিতে এসব শর্তের কথা বলেছেন।
একটি অডিও বার্তায় উবায়দা বলেছেন, ‘মধ্যস্থতাকারীদের জানিয়েছি, আমরা গাজায় পাঁচ দিনের যুদ্ধবিরতি এবং আমাদের জনগণের জন্য সহযোগিতা চাই—কিন্তু শত্রুরা (ইসরায়েল) এতে গড়িমসি করছে।’
তিনি আরও বলেন, ওই চুক্তি অনুযায়ী, গাজায় একটি পরিপূর্ণ যুদ্ধবিরতি এবং এই উপত্যকার সব স্থানে সাহায্য পাঠাতে হবে।
এদিকে ইসরায়েলি নেতারা এখনো পর্যন্ত জোর গলায় বলছে যে গাজা থেকে জিম্মিদের মুক্তি না দেওয়ার আগে তারা বৃহত্তর কোনো যুদ্ধবিরতিতে যাবে না।
প্রতিবেদনে বলা হয়েছে, চলমান সংঘাতে হামাস ও ইসরায়েলের মধ্যে জিম্মি মুক্তির বিষয়ে কাতার ছাড়া মিসরও মধ্যস্থতা করছে।
হোয়াইট হাউস বলছে সংঘাতের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত সোমবার কাতারের আমির শেখ তামিমের সঙ্গে কথা বলেছেন। তিনি দাবি করেছেন, কাতারের মধ্যস্থতা দুই পক্ষকে একটি চুক্তির দিকে নিয়ে যেতে পারে বলে আশা করা হচ্ছে।
এ ছাড়া সম্প্রতি দুই মার্কিন জিম্মিকে মুক্তি দেওয়ার ক্ষেত্রে মধ্যস্থতা করায় কাতার কর্তৃপক্ষ ও শেখ তামিমকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানিয়েছেন। এ ছাড়া জিম্মি হয়ে থাকা মানুষদের দ্রুত মুক্তির জন্য দুই নেতা একমত হয়েছেন।
ইসরায়েলি এক কর্মকর্তা ওয়াশিংটন পোস্টকে জানিয়েছেন, চূড়ান্ত ও বিশদ সমাধান হলে কয়েক দিনের মধ্যে চুক্তি ঘোষণা করা হতে পারে।
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস দাবি করেছে, কাতারের মধ্যস্থতায় তারা ১০০ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে পারে যদি এর বিনিময়ে ইসরায়েলের কারাগার থেকে ২০০ ফিলিস্তিনি শিশু ও ৭৫ নারীকে ফিরিয়ে দেওয়া হয়। আজ মঙ্গলবার রাতে আমিরাত-ভিত্তিক দ্য ন্যাশনালের এক প্রতিবেদনে এ খবর জানা গেছে।
ইসরায়েলের কারাগারে বন্দী ফিলিস্তিনি শিশু ও নারীদের মুক্তি ছাড়াও জিম্মিদের মুক্তির বিনিময়ে গাজায় যুদ্ধবিরতি এবং মানবিক সহায়তা পাঠানোর ওপর জোর দিয়েছে হামাস। সংগঠনটির সামরিক শাখা আল-কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবায়দা এক বিবৃতিতে এসব শর্তের কথা বলেছেন।
একটি অডিও বার্তায় উবায়দা বলেছেন, ‘মধ্যস্থতাকারীদের জানিয়েছি, আমরা গাজায় পাঁচ দিনের যুদ্ধবিরতি এবং আমাদের জনগণের জন্য সহযোগিতা চাই—কিন্তু শত্রুরা (ইসরায়েল) এতে গড়িমসি করছে।’
তিনি আরও বলেন, ওই চুক্তি অনুযায়ী, গাজায় একটি পরিপূর্ণ যুদ্ধবিরতি এবং এই উপত্যকার সব স্থানে সাহায্য পাঠাতে হবে।
এদিকে ইসরায়েলি নেতারা এখনো পর্যন্ত জোর গলায় বলছে যে গাজা থেকে জিম্মিদের মুক্তি না দেওয়ার আগে তারা বৃহত্তর কোনো যুদ্ধবিরতিতে যাবে না।
প্রতিবেদনে বলা হয়েছে, চলমান সংঘাতে হামাস ও ইসরায়েলের মধ্যে জিম্মি মুক্তির বিষয়ে কাতার ছাড়া মিসরও মধ্যস্থতা করছে।
হোয়াইট হাউস বলছে সংঘাতের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত সোমবার কাতারের আমির শেখ তামিমের সঙ্গে কথা বলেছেন। তিনি দাবি করেছেন, কাতারের মধ্যস্থতা দুই পক্ষকে একটি চুক্তির দিকে নিয়ে যেতে পারে বলে আশা করা হচ্ছে।
এ ছাড়া সম্প্রতি দুই মার্কিন জিম্মিকে মুক্তি দেওয়ার ক্ষেত্রে মধ্যস্থতা করায় কাতার কর্তৃপক্ষ ও শেখ তামিমকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানিয়েছেন। এ ছাড়া জিম্মি হয়ে থাকা মানুষদের দ্রুত মুক্তির জন্য দুই নেতা একমত হয়েছেন।
ইসরায়েলি এক কর্মকর্তা ওয়াশিংটন পোস্টকে জানিয়েছেন, চূড়ান্ত ও বিশদ সমাধান হলে কয়েক দিনের মধ্যে চুক্তি ঘোষণা করা হতে পারে।
ভারত তার প্রতিবেশী দেশ পাকিস্তান ও বাংলাদেশসহ অন্যান্য দেশগুলিকে ‘অবিভক্ত ভারত’ শীর্ষক এক সেমিনারে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছে। এই সেমিনারটি ভারতের আবহাওয়া বিভাগের ১৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা হচ্ছে। বিভেদ ভুলে ভারতীয় উপমহাদেশের যৌথ ইতিহাস উদযাপনের লক্ষে সরকারের পক্ষ থেকে এ ধরনের উদ্যোগ...
১১ ঘণ্টা আগেলিথুনিয়ার ভিলনিয়াস ক্যাথেড্রালের গুপ্ত কক্ষে দশকের পর দশক লুকিয়ে থাকা ঐতিহাসিক সম্পদ আবিষ্কৃত হয়েছে। এই সম্পদের মধ্যে রয়েছে মধ্যযুগীয় ইউরোপের রাজপরিবারগুলোর সঙ্গে সম্পর্কিত মূলবান নানা সম্পদ এবং রাজচিহ্ন।
১৩ ঘণ্টা আগেলেবাননের সেনাপ্রধান জোসেফ খলিল আউন দেশের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। আজ বৃহস্পতিবার লেবাননের পার্লামেন্টের সদস্যরা তাঁকে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করেন। তাঁর নির্বাচন দেশটিতে প্রায় দুই বছরের বেশি সময় ধরে চলা ক্ষমতার শূন্যতার অবসান ঘটিয়েছে। তিনি লেবাননের ১৪তম
১৪ ঘণ্টা আগেডিসেম্বরের মাঝামাঝি থেকে জানুয়ারির প্রথম অংশ। এই সময়টিতেই উদ্দাম উৎসবের এক নগরীতে পরিণত হয় নাইজেরিয়ার বৃহত্তম শহর লাগোস। এই উৎসবের নাম দেওয়া হয়েছে ‘ডেটি ডিসেম্বর’। শব্দটি মূলত ‘ডার্টি ডিসেম্বর’ থেকেই এসেছে।
১৪ ঘণ্টা আগে