অনলাইন ডেস্ক
পুলিশের হেফাজতে মাহসা আমিনি নামে এক তরুণীর মৃত্যুর ঘটনায় ইরানজুড়ে চলমান বিক্ষোভ গড়িয়েছে চতুর্থ সপ্তাহে। বিক্ষোভে এ পর্যন্ত ১৯ শিশুসহ অন্তত ১৮৫ জন নিহত হয়েছে। নরওয়েভিত্তিক মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটসের বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স।
ইরান হিউম্যান রাইটসের বিবৃতিতে বলা হয়, বিক্ষোভে শনিবার (৮ অক্টোবর) পর্যন্ত অন্তত ১৮৫ জন নিহত হয়েছে। আর সবচেয়ে বেশিসংখ্যক নিহতের ঘটনা ঘটেছে সিস্তান-বেলুচিস্তান প্রদেশে। তবে দেশটিতে ইন্টারনেটের ওপর বিধি-নিষেধ থাকায় হতাহতের ঘটনা দেরিতে প্রকাশ পাচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা বিভিন্ন ভিডিওতে দেখা যায়, রোববার (৯ অক্টোবর) ভোরেও ইরানের অনেক শহরে বিক্ষোভ হয়। যেখানে অংশ নেয় শত শত স্কুলছাত্রী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। টিয়ার গ্যাস, লাঠিচার্জ ও গোলাবারুদ উপেক্ষা করে বিক্ষোভে যোগ দিয়েছে তাঁরা।
ভিডিওতে দেখা যায়, রোববার দেশটির রাজধানী তেহরানের কয়েকটি রাস্তা অবরোধ করে বিক্ষোভকারীরা। এ ছাড়া অবরোধের ডাকে দেশটির অনেক স্থানেই বন্ধ রয়েছে দোকানপাট। তবে সামাজিক যোগাযোগমাধ্যমের ভিডিওগুলো নিরপেক্ষভাবে যাচাই করতে পারেনি রয়টার্স।
ইরানি কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তাঁরা বিক্ষোভ দমনে তাজা গুলি ব্যবহার করছে। তবে তাজা গুলি ব্যবহারের বিষয়টি অস্বীকার করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি বিক্ষোভের ঘটনাকে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য শত্রু দেশের ষড়যন্ত্র হিসেবে অভিহিত করেছে।
গত ১৬ সেপ্টেম্বর নৈতিকতা পুলিশের হেফাজতে মাহসা আমিনির মৃত্যুর পর ইরানের বিভিন্ন স্থানে বিক্ষোভ শুরু হয়। এর পর বিক্ষোভ ছড়িয়ে পড়ে দেশজুড়ে। বিক্ষোভে হতাহতের পাশাপাশি গ্রেপ্তার হয়েছেন হাজারের বেশি মানুষ।
পুলিশের হেফাজতে মাহসা আমিনি নামে এক তরুণীর মৃত্যুর ঘটনায় ইরানজুড়ে চলমান বিক্ষোভ গড়িয়েছে চতুর্থ সপ্তাহে। বিক্ষোভে এ পর্যন্ত ১৯ শিশুসহ অন্তত ১৮৫ জন নিহত হয়েছে। নরওয়েভিত্তিক মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটসের বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স।
ইরান হিউম্যান রাইটসের বিবৃতিতে বলা হয়, বিক্ষোভে শনিবার (৮ অক্টোবর) পর্যন্ত অন্তত ১৮৫ জন নিহত হয়েছে। আর সবচেয়ে বেশিসংখ্যক নিহতের ঘটনা ঘটেছে সিস্তান-বেলুচিস্তান প্রদেশে। তবে দেশটিতে ইন্টারনেটের ওপর বিধি-নিষেধ থাকায় হতাহতের ঘটনা দেরিতে প্রকাশ পাচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা বিভিন্ন ভিডিওতে দেখা যায়, রোববার (৯ অক্টোবর) ভোরেও ইরানের অনেক শহরে বিক্ষোভ হয়। যেখানে অংশ নেয় শত শত স্কুলছাত্রী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। টিয়ার গ্যাস, লাঠিচার্জ ও গোলাবারুদ উপেক্ষা করে বিক্ষোভে যোগ দিয়েছে তাঁরা।
ভিডিওতে দেখা যায়, রোববার দেশটির রাজধানী তেহরানের কয়েকটি রাস্তা অবরোধ করে বিক্ষোভকারীরা। এ ছাড়া অবরোধের ডাকে দেশটির অনেক স্থানেই বন্ধ রয়েছে দোকানপাট। তবে সামাজিক যোগাযোগমাধ্যমের ভিডিওগুলো নিরপেক্ষভাবে যাচাই করতে পারেনি রয়টার্স।
ইরানি কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তাঁরা বিক্ষোভ দমনে তাজা গুলি ব্যবহার করছে। তবে তাজা গুলি ব্যবহারের বিষয়টি অস্বীকার করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি বিক্ষোভের ঘটনাকে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য শত্রু দেশের ষড়যন্ত্র হিসেবে অভিহিত করেছে।
গত ১৬ সেপ্টেম্বর নৈতিকতা পুলিশের হেফাজতে মাহসা আমিনির মৃত্যুর পর ইরানের বিভিন্ন স্থানে বিক্ষোভ শুরু হয়। এর পর বিক্ষোভ ছড়িয়ে পড়ে দেশজুড়ে। বিক্ষোভে হতাহতের পাশাপাশি গ্রেপ্তার হয়েছেন হাজারের বেশি মানুষ।
জোর করে নিরামিষ খাওয়াতেন প্রেমিক, সইতে না পেরে পাইলটের ‘আত্মহত্যা’—এয়ার ইন্ডিয়ার নারী পাইলট সৃষ্টি তুলি আত্মহত্যা করেছেন। প্রেমিক আদিত্য পণ্ডিতের বিরুদ্ধে মানসিক নির্যাতন ও আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।"
১২ ঘণ্টা আগেআদানি গ্রুপের বিরুদ্ধে মার্কিন অভিযোগ নিয়ে আলোচনাকে কেন্দ্র করে ভারতের সংসদের নিম্নকক্ষ টানা দ্বিতীয় দিনের জন্য স্থগিত করা হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) দেশটির সংসদে আদানির ঘুষ-কাণ্ড নিয়ে বাগ্বিতণ্ডার সৃষ্টি হলে এ সিদ্ধান্ত নেওয়া হয়। গত সপ্তাহে মার্কিন কর্তৃপক্ষ গৌতম আদানি, তাঁর ভাতিজা ও আদানি গ্রিনের
১৩ ঘণ্টা আগেসম্মতির ভিত্তিতে যৌন সম্পর্ক গড়ার এক পর্যায়ে তিক্ততা তৈরি হলে পুরুষ সঙ্গীর বিরুদ্ধে নারীদের ‘বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের’ মামলা করার চলমান প্রবণতায় উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের সুপ্রিম কোর্ট। এক আপিল নিষ্পত্তি করে রায় দেওয়ার সময় এই পর্যবেক্ষণ তুলে ধরেন সর্বোচ্চ আদালত। আজ বুধবার ভারতীয় সংবাদমাধ্যম
১৪ ঘণ্টা আগেপ্রায় তিন দশক কারাগারে ছিলেন যুক্তরাষ্ট্রের বাসিন্দা মাইকেল সুলিভান। জেলে থাকা অবস্থায় তাঁর মা এবং চার ভাইবোন মারা গেছেন। জীবন থেকে চলে গেছেন প্রেমিকাও। আর কারাগারের ভেতর তিনি একাধিকবার মারাত্মক আক্রমণেরও শিকার হয়েছেন।
১৪ ঘণ্টা আগে