অনলাইন ডেস্ক
হামাসের হাতে জিম্মিদের উদ্ধার করে দিলে প্রতি জিম্মির জন্য ৫০ লাখ ডলার পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
গালফ নিউজের এক প্রতিবেদনে জানা যায়, গতকাল মঙ্গলবার এ ঘোষণা দেন তিনি।
নেতানিয়াহু বলেছেন, গাজার কোনো বাসিন্দা হামাসের হাতে থাকা জিম্মিদের উদ্ধার করে নিরাপদ স্থানে পৌঁছে দিলে ৫০ লাখ ডলার দেওয়া হবে। এ ছাড়া তাঁকে পরিবারসহ যুদ্ধবিধ্বস্ত এলাকা থেকে নিরাপদ স্থানে নিয়ে নেওয়ার ব্যবস্থাও করবে ইসরায়েলি সরকার।
নেতানিয়াহু বলেন, ‘যারা এই বিপদ থেকে বের হতে চান, তাঁরা একজন করে জিম্মিদের ফেরত আনুন। প্রত্যেক জিম্মির জন্য ৫০ লাখ ডলার দেওয়া হবে। আমরা আপনাদের সপরিবারে নিরাপদ থাকার ব্যবস্থা করব। জেনে রাখুন, আপনার সিদ্ধান্ত যাই হোক না কেন, কিন্তু ফল একই হবে। আমরা সবাইকে ফিরিয়ে আনব।’
গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালিয়ে যাদের জিম্মি করে নিয়ে যায় তাঁদের পরিবারের কাছে ফিরিয়ে দিতে নেতানিয়াহুর প্রতিশ্রুতির এটা সর্বশেষ পদক্ষেপ।
দীর্ঘদিন ধরে হামাস–ইসরায়েলের মধ্যে বন্দিবিনিময় আলোচনা বন্ধ রয়েছে। এরই মধ্যে মধ্যস্থতাকারী কাতারও নিজেদের সরিয়ে নিয়েছে।
জিম্মি উদ্ধারের নতুন এই পুরস্কার ঘোষণার সঙ্গে হুঁশিয়ারি বার্তাও জুড়ে দিয়েছেন নেতানিয়াহু।
গাজায় ইসরায়েলি সেনাদের সঙ্গে সাক্ষাতে তিনি জিম্মিকারীদের সতর্ক করে বলেন, জিম্মিদের ক্ষতি করার চেষ্টা করলে তার মূল্য চোকাতে হবে। আমরা তাদের অনুসরণ করব এবং খুঁজে বের করব।
গত বছরের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামলা চালিয়ে প্রায় ১ হাজার ২০০ জনকে হত্যা করে হামাস যোদ্ধারা। এ সময় তারা ২৫০ জনকে জিম্মি করে। বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে গত এক বছরে কিছু জিম্মিকে মুক্তি দেওয়া হয়েছে। আর কিছু জিম্মিকে ইসরায়েলি সামরিক বাহিনী উদ্ধার করতে সক্ষম হয়। এখনো হামাসের হাতে শ খানেক জিম্মি রয়েছে। যার মধ্যে ৪০ জনের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
হামাসের হাতে জিম্মিদের উদ্ধার করে দিলে প্রতি জিম্মির জন্য ৫০ লাখ ডলার পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
গালফ নিউজের এক প্রতিবেদনে জানা যায়, গতকাল মঙ্গলবার এ ঘোষণা দেন তিনি।
নেতানিয়াহু বলেছেন, গাজার কোনো বাসিন্দা হামাসের হাতে থাকা জিম্মিদের উদ্ধার করে নিরাপদ স্থানে পৌঁছে দিলে ৫০ লাখ ডলার দেওয়া হবে। এ ছাড়া তাঁকে পরিবারসহ যুদ্ধবিধ্বস্ত এলাকা থেকে নিরাপদ স্থানে নিয়ে নেওয়ার ব্যবস্থাও করবে ইসরায়েলি সরকার।
নেতানিয়াহু বলেন, ‘যারা এই বিপদ থেকে বের হতে চান, তাঁরা একজন করে জিম্মিদের ফেরত আনুন। প্রত্যেক জিম্মির জন্য ৫০ লাখ ডলার দেওয়া হবে। আমরা আপনাদের সপরিবারে নিরাপদ থাকার ব্যবস্থা করব। জেনে রাখুন, আপনার সিদ্ধান্ত যাই হোক না কেন, কিন্তু ফল একই হবে। আমরা সবাইকে ফিরিয়ে আনব।’
গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালিয়ে যাদের জিম্মি করে নিয়ে যায় তাঁদের পরিবারের কাছে ফিরিয়ে দিতে নেতানিয়াহুর প্রতিশ্রুতির এটা সর্বশেষ পদক্ষেপ।
দীর্ঘদিন ধরে হামাস–ইসরায়েলের মধ্যে বন্দিবিনিময় আলোচনা বন্ধ রয়েছে। এরই মধ্যে মধ্যস্থতাকারী কাতারও নিজেদের সরিয়ে নিয়েছে।
জিম্মি উদ্ধারের নতুন এই পুরস্কার ঘোষণার সঙ্গে হুঁশিয়ারি বার্তাও জুড়ে দিয়েছেন নেতানিয়াহু।
গাজায় ইসরায়েলি সেনাদের সঙ্গে সাক্ষাতে তিনি জিম্মিকারীদের সতর্ক করে বলেন, জিম্মিদের ক্ষতি করার চেষ্টা করলে তার মূল্য চোকাতে হবে। আমরা তাদের অনুসরণ করব এবং খুঁজে বের করব।
গত বছরের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামলা চালিয়ে প্রায় ১ হাজার ২০০ জনকে হত্যা করে হামাস যোদ্ধারা। এ সময় তারা ২৫০ জনকে জিম্মি করে। বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে গত এক বছরে কিছু জিম্মিকে মুক্তি দেওয়া হয়েছে। আর কিছু জিম্মিকে ইসরায়েলি সামরিক বাহিনী উদ্ধার করতে সক্ষম হয়। এখনো হামাসের হাতে শ খানেক জিম্মি রয়েছে। যার মধ্যে ৪০ জনের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের সব ধরনের সামরিক সহায়তা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটি শুধু ইউক্রেনের জন্যই নয়, দেশটির ইউরোপীয় মিত্রদের জন্যও বড় একটি ধাক্কা। ইউক্রেনকে সহায়তা চালিয়ে যাওয়ার জন্য ইউরোপের নেতারা মার্কিন প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়ে আসছিলেন।
১৫ মিনিট আগেধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে ওই ট্যাটু পারলারের মালিকের বিরুদ্ধে ইতিমধ্যে একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত মালিক ৩৩ বছর বয়সী রকি রঞ্জন বিসোই। পুলিশকে তিনি জানিয়েছেন, তাঁর পারলারের ২৫ বছর বয়সী শিল্পী অশ্বিনী কুমার ইতালীয় ওই নারীর অনুরোধে ট্যাটুটি এঁকেছেন।
২ ঘণ্টা আগেসুদানের গৃহযুদ্ধে নারী ও শিশুদের ওপর ভয়াবহ যৌন সহিংসতার তথ্য প্রকাশ করেছে ইউনিসেফ। এক বছর বয়সী শিশুদেরও ধর্ষণ করা হচ্ছে বলে প্রতিবেদনে উঠে এসেছে। আধাসামরিক বাহিনী আরএসএফ যৌন সহিংসতাকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ উঠেছে।
২ ঘণ্টা আগেট্রাম্প যে ৩৫০ বিলিয়ন ডলারের হিসাব দিয়েছেন, তার উৎস নিশ্চিত করা যায়নি। কিয়েল ইনস্টিটিউটের হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত সমস্ত দাতা দেশ মিলিয়ে ইউক্রেনের জন্য বরাদ্দ করা মোট ২৮০ বিলিয়ন ডলারের চেয়েও অনেক বেশি। জেলেনস্কির মতে, এখন পর্যন্ত যুদ্ধের মোট খরচ ৩২০ বিলিয়ন ডলার, যার মধ্যে ইউক্রেন নিজেই ১২০ বিলিয়ন
৪ ঘণ্টা আগে