অনলাইন ডেস্ক
মধ্যপ্রাচ্যে বিরল সফর করছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আজ বুধবার চারটি রুশ যুদ্ধবিমানসহ সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) পৌঁছান পুতিন। এ ছাড়া তাঁর সৌদি আরব সফর করারও কথা রয়েছে বলে জানায় সংবাদমাধ্যম বিবিসি।
এ সফরে পুতিন ইউএইর প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে গাজা ও ইউক্রেন যুদ্ধের পাশাপাশি জ্বালানি তেল উৎপাদন নিয়ে আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে।
সংযুক্ত আরব আমিরাতে এ মুহূর্তে জাতিসংঘের জলবায়ু শীর্ষ সম্মেলন কপ-২৮ চলছে। তবে পুতিন এ সম্মেলনে যোগ দেবেন কি না সে সম্পর্কে কিছু জানায়নি ক্রেমলিন।
আন্তর্জাতিক অপরাধবিষয়ক আদালত (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা জারির পর গত মার্চ থেকে বলতে গেলে একেবারেই রাশিয়া ছেড়ে বের হননি পুতিন। পুতিনের বিরুদ্ধে ইউক্রেনীয় শিশুদের অবৈধভাবে রাশিয়া নিয়ে যাওয়ার মতো যুদ্ধাপরাধ সংগঠনের অভিযোগ করেছে আইসিসি। তবে ইউএই ও সৌদি আরব—কেউই আদালতের এ অভিযোগ মেনে নেয়নি।
পুতিন গত আগস্টে দক্ষিণ আফ্রিকায় ব্রিকস এবং সেপ্টেম্বরে ভারতে অনুষ্ঠিত জি-২০ শীর্ষ সম্মেলনসহ সাম্প্রতিক কোনো আন্তর্জাতিক শীর্ষ সম্মেলনে অংশ নেননি।
রাশিয়াকে বিচ্ছিন্ন করতে চাওয়ার পশ্চিমা প্রচেষ্টাকে ব্যর্থ করতে ও প্রভাব বিস্তারের জন্য মধ্যপ্রাচ্য সফরের আয়োজন করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সফরে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে পুতিন বলেন, ‘আমাদের সম্পর্ক নজিরবিহীন পর্যায়ে পৌঁছে গেছে।’
সংযুক্ত আরব আমিরাতে রাশিয়ার মূল এজেন্ডা থাকবে বাণিজ্য ও জ্বালানি তেল। ক্রেমলিনের এক বিবৃতি অনুসারে, ‘আরব বিশ্বে রাশিয়ার প্রধান অর্থনৈতিক সহযোগী হলো সংযুক্ত আরব আমিরাত।’
আজই রুশ প্রেসিডেন্টের সৌদি আরবের কার্যত শাসক যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে দেখা করার কথা রয়েছে। ক্রেমলিন বলছে, ইসরায়েল ও হামাসের মধ্যকার সংঘাতে ‘উত্তেজনা কমানোর উপায় নিয়ে আলোচনা করবেন’ এ দুই নেতা।
রাশিয়ার প্রেসিডেন্টের সহকারী ইউরি উশাকভ বলেছেন, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব দুই দেশেই সিরিয়া, ইয়েমেন ও সুদানে চলমান সংঘাত নিয়ে আলোচনা করা হবে।
ক্রেমলিনের কর্মকর্তারা জানিয়েছেন, আগামীকাল বৃহস্পতিবার ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গে গাজা যুদ্ধ নিয়ে আলোচনা করবেন পুতিন।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের পর থেকে পুতিন শুধু রুশ অধিকৃত ইউক্রেন, ইরান ও চীন সফর করেছেন।
মধ্যপ্রাচ্যে বিরল সফর করছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আজ বুধবার চারটি রুশ যুদ্ধবিমানসহ সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) পৌঁছান পুতিন। এ ছাড়া তাঁর সৌদি আরব সফর করারও কথা রয়েছে বলে জানায় সংবাদমাধ্যম বিবিসি।
এ সফরে পুতিন ইউএইর প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে গাজা ও ইউক্রেন যুদ্ধের পাশাপাশি জ্বালানি তেল উৎপাদন নিয়ে আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে।
সংযুক্ত আরব আমিরাতে এ মুহূর্তে জাতিসংঘের জলবায়ু শীর্ষ সম্মেলন কপ-২৮ চলছে। তবে পুতিন এ সম্মেলনে যোগ দেবেন কি না সে সম্পর্কে কিছু জানায়নি ক্রেমলিন।
আন্তর্জাতিক অপরাধবিষয়ক আদালত (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা জারির পর গত মার্চ থেকে বলতে গেলে একেবারেই রাশিয়া ছেড়ে বের হননি পুতিন। পুতিনের বিরুদ্ধে ইউক্রেনীয় শিশুদের অবৈধভাবে রাশিয়া নিয়ে যাওয়ার মতো যুদ্ধাপরাধ সংগঠনের অভিযোগ করেছে আইসিসি। তবে ইউএই ও সৌদি আরব—কেউই আদালতের এ অভিযোগ মেনে নেয়নি।
পুতিন গত আগস্টে দক্ষিণ আফ্রিকায় ব্রিকস এবং সেপ্টেম্বরে ভারতে অনুষ্ঠিত জি-২০ শীর্ষ সম্মেলনসহ সাম্প্রতিক কোনো আন্তর্জাতিক শীর্ষ সম্মেলনে অংশ নেননি।
রাশিয়াকে বিচ্ছিন্ন করতে চাওয়ার পশ্চিমা প্রচেষ্টাকে ব্যর্থ করতে ও প্রভাব বিস্তারের জন্য মধ্যপ্রাচ্য সফরের আয়োজন করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সফরে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে পুতিন বলেন, ‘আমাদের সম্পর্ক নজিরবিহীন পর্যায়ে পৌঁছে গেছে।’
সংযুক্ত আরব আমিরাতে রাশিয়ার মূল এজেন্ডা থাকবে বাণিজ্য ও জ্বালানি তেল। ক্রেমলিনের এক বিবৃতি অনুসারে, ‘আরব বিশ্বে রাশিয়ার প্রধান অর্থনৈতিক সহযোগী হলো সংযুক্ত আরব আমিরাত।’
আজই রুশ প্রেসিডেন্টের সৌদি আরবের কার্যত শাসক যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে দেখা করার কথা রয়েছে। ক্রেমলিন বলছে, ইসরায়েল ও হামাসের মধ্যকার সংঘাতে ‘উত্তেজনা কমানোর উপায় নিয়ে আলোচনা করবেন’ এ দুই নেতা।
রাশিয়ার প্রেসিডেন্টের সহকারী ইউরি উশাকভ বলেছেন, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব দুই দেশেই সিরিয়া, ইয়েমেন ও সুদানে চলমান সংঘাত নিয়ে আলোচনা করা হবে।
ক্রেমলিনের কর্মকর্তারা জানিয়েছেন, আগামীকাল বৃহস্পতিবার ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গে গাজা যুদ্ধ নিয়ে আলোচনা করবেন পুতিন।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের পর থেকে পুতিন শুধু রুশ অধিকৃত ইউক্রেন, ইরান ও চীন সফর করেছেন।
ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস ও রানী ক্যামিলা দক্ষিণ এশিয়া সফরের পরিকল্পনা করেছেন। এই সফরের অংশ হিসেবে তাঁরা ভারত, পাকিস্তান ও বাংলাদেশেও সফর করতে পারেন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এই সম্ভাব্য সফরের পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছে। ভারত, পাকিস্তান ও বাংলাদেশের জন্য প্রস্তাবিত সফরের খসড়াও তৈরি করা হচ
২ ঘণ্টা আগেহেজ ফান্ডের ম্যানেজার স্কট বেসেন্টকে অর্থমন্ত্রী হিসেবে মনোনীত করেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৬২ বছর বয়সী বেসেন্ট, বিনিয়োগকারী সংস্থা ‘কি স্কয়ার ক্যাপিটাল ম্যানেজমেন্টে’র প্রতিষ্ঠাতা।
২ ঘণ্টা আগেমার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ন্যাটোর প্রধান বৈশ্বিক নিরাপত্তা নিয়ে আলোচনা করেছেন। গতকাল শুক্রবার ফ্লোরিডার পাম বিচে বৈঠক করেন ট্রাম্প ও ন্যাটোর সেক্রেটারি জেনারেল মার্ক রুটে। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এটি রুটের সঙ্গে ট্রাম্পের প্রথম সাক্ষাৎ।
৬ ঘণ্টা আগেআরজি কর-কাণ্ডে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে কঠোর আন্দোলনের কোনো প্রভাব পড়েনি রাজ্যটির ছয় বিধানসভার উপনির্বাচনে। ছয় আসনেই ভূমিধস জয় পেয়েছে মমতার তৃণমূল।
৭ ঘণ্টা আগে