অনলাইন ডেস্ক
অধিকৃত পশ্চিম তীরে সহিংসতা বন্ধে সম্মত হয়েছে ইসরায়েল ও ফিলিস্তিন। একই সঙ্গে অবৈধ স্থাপনা নির্মাণ বন্ধের বিষয়ে চুক্তি হয়েছে দুই পক্ষের মধ্যে। আগামী ছয় মাসের জন্য এই সমঝোতা চুক্তি কার্যকর বলে যৌথ বিবৃতিতে জানানো হয়েছে।
আল জাজিরার প্রতিবেদনে জানা যায়, রোববার জর্ডানের আকাবা শহরের রেড সি রিসোর্টে ইসরায়েল ও ফিলিস্তিনের কর্মকর্তাদের মধ্যে এই সমঝোতা হয়। বিবৃতিতে দুই পক্ষের কর্মকর্তারা জানিয়েছেন, ভবিষ্যতে কোনো ধরনের সহিংসতা যাতে না হয় সে বিষয়ে লক্ষ্য রাখবেন তারা।
এ ছাড়া ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে, আগামী চার মাস কোনো নতুন স্থাপনা নির্মাণ করা হবে না পশ্চিম তীরে। আর অন্তত ছয় মাস নতুন কোনো স্থাপনার অনুমোদন দেওয়া হবে না।
আসন্ন রমজান মাসে সহিংসতা এড়াতে যুক্তরাষ্ট্র, মিসর ও জর্ডানের কর্মকর্তাদের ডাকা বৈঠক শেষে এই সমঝোতা চুক্তি সম্পন্ন হয়। উভয় পক্ষ আগামী মাসে মিসরের শার্ম এল-শেইখে আবারও আলোচনায় বসবে বলে উল্লেখ করা হয় বিবৃতিতে।
এদিকে বিশ্লেষকেরা মনে করছেন, এ ধরনের চুক্তি ফলপ্রসূ হবে না। কারণ চুক্তির দিনও পশ্চিম তীরে হামলা হয়েছে। এ ছাড়া অতীতে বিভিন্ন সময় এমন চুক্তি লঙ্ঘন করে হামলা ও হতাহতের ঘটনা ঘটে।
উল্লেখ্য, গত সপ্তাহেও পশ্চিম তীরে অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। অভিযানে নাবলুস শহরে ইসরায়েলি বাহিনীর গুলিতে অন্তত ১১ জন নিহত হন। আহত হন প্রায় ১০০ মানুষ।
অধিকৃত পশ্চিম তীরে সহিংসতা বন্ধে সম্মত হয়েছে ইসরায়েল ও ফিলিস্তিন। একই সঙ্গে অবৈধ স্থাপনা নির্মাণ বন্ধের বিষয়ে চুক্তি হয়েছে দুই পক্ষের মধ্যে। আগামী ছয় মাসের জন্য এই সমঝোতা চুক্তি কার্যকর বলে যৌথ বিবৃতিতে জানানো হয়েছে।
আল জাজিরার প্রতিবেদনে জানা যায়, রোববার জর্ডানের আকাবা শহরের রেড সি রিসোর্টে ইসরায়েল ও ফিলিস্তিনের কর্মকর্তাদের মধ্যে এই সমঝোতা হয়। বিবৃতিতে দুই পক্ষের কর্মকর্তারা জানিয়েছেন, ভবিষ্যতে কোনো ধরনের সহিংসতা যাতে না হয় সে বিষয়ে লক্ষ্য রাখবেন তারা।
এ ছাড়া ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে, আগামী চার মাস কোনো নতুন স্থাপনা নির্মাণ করা হবে না পশ্চিম তীরে। আর অন্তত ছয় মাস নতুন কোনো স্থাপনার অনুমোদন দেওয়া হবে না।
আসন্ন রমজান মাসে সহিংসতা এড়াতে যুক্তরাষ্ট্র, মিসর ও জর্ডানের কর্মকর্তাদের ডাকা বৈঠক শেষে এই সমঝোতা চুক্তি সম্পন্ন হয়। উভয় পক্ষ আগামী মাসে মিসরের শার্ম এল-শেইখে আবারও আলোচনায় বসবে বলে উল্লেখ করা হয় বিবৃতিতে।
এদিকে বিশ্লেষকেরা মনে করছেন, এ ধরনের চুক্তি ফলপ্রসূ হবে না। কারণ চুক্তির দিনও পশ্চিম তীরে হামলা হয়েছে। এ ছাড়া অতীতে বিভিন্ন সময় এমন চুক্তি লঙ্ঘন করে হামলা ও হতাহতের ঘটনা ঘটে।
উল্লেখ্য, গত সপ্তাহেও পশ্চিম তীরে অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। অভিযানে নাবলুস শহরে ইসরায়েলি বাহিনীর গুলিতে অন্তত ১১ জন নিহত হন। আহত হন প্রায় ১০০ মানুষ।
পূর্ব তেল আবিবের পেতাহ তিকভাহ এলাকায় একাধিক হামলায় কয়েকজন মানুষ সামান্য আহত হয়েছে। একটি বাড়ি আগুনে পুড়ে ধ্বংস হয়ে গেছে। টেলিভিশন ফুটেজে একটি অ্যাপার্টমেন্টকে ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হতে দেখা গেছে।
১ ঘণ্টা আগেসংযুক্ত আরব আমিরাতে ইসরায়েলি ইহুদি ধর্মীয় নেতা জভি কোগানকে হত্যার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। গতকাল রোববার আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়। তবে অভিযুক্তদের কোনো পরিচয় বা হত্যার কারণ সম্পর্কে কিছু জানানো হয়নি।
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য এক নির্বাহী আদেশ নিয়ে দেশটির ট্রান্সজেন্ডার তথা এলজিবিটিকিউআইএ+ সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ক্রমশ বাড়ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম সানডে টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প এমন একটি আদেশ জারির পরিকল্পনা করছেন, যার ফলে মার্কিন সেনাবাহিনী থেক
১ ঘণ্টা আগেউত্তর প্রদেশের সাম্ভালে একটি মসজিদের সমীক্ষা নিয়ে সহিংসতায় চারজন নিহত হওয়ার পর ইন্টারনেট পরিষেবা স্থগিত করা হয়েছে। বন্ধ করা হয়েছে স্কুলের পাঠদান কার্যক্রম। গতকাল রোববার সকালে মুঘল যুগের শাহী জামা মসজিদে আদালতের নির্দেশে সমীক্ষা চালানো হলে স্থানীয় বাসিন্দা ও পুলিশের মধ্যে সংঘর্ষ শুরু হয়। মসজিদটি...
১ ঘণ্টা আগে