সাইবার হামলায় বন্ধ ইরানের ৭০ শতাংশ পেট্রল স্টেশন

অনলাইন ডেস্ক
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৩, ২১: ২৫
Thumbnail image

সাইবার হামলার কারণে ইরানের ৭০ শতাংশ পেট্রল স্টেশনগুলো বন্ধ হয়েছে বলে নিশ্চিত করেছেন ইরানের তেলমন্ত্রী জাভেদ ওজি। আজ সোমবার ইরানের রাষ্ট্রীয় টিভি এবং ইসরায়েলের স্থানীয় মিডিয়া জানিয়েছে, একটি হ্যাকিং গ্রুপের এই হামলায় ইরানে পেট্রল স্টেশনগুলোর পরিষেবা ব্যাহত হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে এ খবর জানান হয়েছে। তেলমন্ত্রী জাভেদ ওজি বলেন, ১৬৫০টি পেট্রল স্টেশন এখনো চালু রয়েছে। দেশটির তেল মন্ত্রণালয় ৩৮০০টি পেট্রল স্টেশন তদারক করে।

সাইবার হামলার পেছনে দায়ী গ্রুপটি ইসরায়েলের সঙ্গে যুক্ত বলে দাবি করেছে ইরানের রাষ্ট্রীয় টিভি। সেখানকার খবরে বলা হয়েছে, ‘গঞ্জেশকে দারান্দে’ বা ‘প্রিডেটরি স্প্যারো’ নামক একটি গ্রুপ এই সাইবার হামলার দায় স্বীকার করেছে। সামাজিক প্ল্যাটফর্ম টেলিগ্রামে এক বিবৃতিতে গ্রুপটি বলেছে, জরুরি পরিষেবাগুলোর সম্ভাব্য ক্ষতি এড়াতে নিয়ন্ত্রিতভাবে এই সাইবার আক্রমণ করা হয়েছে।

এই হামলার কারণ প্রসঙ্গে গ্রুপটি আরও জানিয়েছে যে ইসলামিক প্রজাতন্ত্রের আগ্রাসন এবং ইসরায়েলের বিরুদ্ধে ইরানের প্রতিরোধ অক্ষের আক্রমণের প্রতিক্রিয়া হিসেবে চালানো হয়েছে এই হামলা।

সাইবার হামলার বিষয়ে জানতে চাইলে ইসরায়েল সরকারের মুখপাত্র তাল হেনরিচ আজ সোমবার এক প্রেস ব্রিফিংয়ে বলেন, ‘ইরানের দাবি সম্পর্কে আমাদের কিছুই বলার নেই।’

ইরানের সাইবার নিরাপত্তা তদারক করা সংস্থা সিভিল ডিফেন্স এজেন্সি বলেছে যে, পেট্রল স্টেশনে ব্যাঘাতের সম্ভাব্য সমস্ত কারণই তারা বিবেচনা করছে।

হ্যাকার গ্রুপ প্রিডেটরি স্প্যারো আগেও ইরানের পেট্রল স্টেশন, রেল নেটওয়ার্ক এবং ইস্পাত কারখানায় সাইবার হামলার দাবি করেছিল বলে জানায় ইরানের রাষ্ট্রীয় মিডিয়া। গত বছর প্রিডেটরি স্প্যারো একটি ভিডিও পোস্ট করেছিল। সেখানে ইরানের একটি ইস্পাত কারখানায় বিস্ফোরণের ছবি দেখান হয়—যে বিস্ফোরণের দায় স্বীকার করেছিল হ্যাকাররা।

ইরানের গণমাধ্যমে বলা হয়েছে, সোমবারের পেট্রল স্টেশনে সমস্যা দেখা দেয় সকাল থেকেই। এই সমস্যা প্রকট রাজধানী তেহরানে। সেখানে স্বয়ংক্রিয় ব্যবস্থা কাজ করছে না।

ইরানের পেট্রল স্টেশন অ্যাসোসিয়েশনের মুখপাত্র রেজা নাভার আধা-সরকারি ফারস বার্তা সংস্থাকে বলেছেন যে, জ্বালানি সরবরাহের কোনো ঘাটতি নেই। তবে চালকদের পেট্রল স্টেশনে না যাওয়ার জন্য আহ্বান জানিয়েছেন তিনি। নাভার বলেন, দেশজুড়ে কিছু স্টেশনে জ্বালানি ব্যবস্থার সঙ্গে যুক্ত সফটওয়্যারে সমস্যা নিশ্চিত করা হয়েছে এবং বিশেষজ্ঞরা এর সমাধান করছেন।

ইসরায়েলের সাইবার ইউনিট আজ সোমবার বলেছে যে প্রায় তিন সপ্তাহ আগে উত্তর ইসরায়েলের একটি হাসপাতালে সাইবার হামলার চেষ্টার পেছনে ইরান এবং হিজবুল্লাহ ছিল। আক্রমণটি ব্যর্থ হলেও হ্যাকাররা হাসপাতালের সংবেদনশীল কিছু তথ্যের সন্ধান পেয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত