আজকের পত্রিকা ডেস্ক
ইসরায়েল নিয়ন্ত্রিত ভূখণ্ডে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থার (ইউএনআরডব্লিউএ) কার্যক্রম নিষিদ্ধের সমালোচনা করেছে জাতিসংঘ। এ পদক্ষেপকে যুদ্ধবিধ্বস্ত গাজাবাসীর জন্য মৃত্যুদণ্ডের শামিল বলে মন্তব্য করেছেন সংস্থাটির বিশেষ দূত মাইকেল ফাখরি। আজ শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি।
খাদ্যের অধিকার বিষয়ক জাতিসংঘের এই বিশেষ দূত বলেন, গাজা উপত্যকার প্রায় ২০ লাখ মানুষ চরম ক্ষুধার্ত অবস্থায় দিন পার করছেন। ফলে সেখানে ইউএনআরডব্লিউএর কার্যক্রম নিষিদ্ধ করার মানে দাঁড়ায় এই মানুষদের একটি নিশ্চিত মৃত্যুদণ্ডের মুখোমুখি করা।
শুধু গাজা উপত্যকা নয় বরং পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের দখলকৃত এলাকায়ও ইউএনআরডব্লিউএর কার্যক্রম নিষিদ্ধ করেছে ইসরায়েল। গত সোমবার ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে পাস হওয়া এ সংক্রান্ত বিলে বলা হয়, ইসরায়েলের মূল ভূখণ্ড এবং ইসরায়েল নিয়ন্ত্রিত ভূখণ্ডে সংস্থাটি কার্যক্রম চালাতে পারবে না। তেল আবিবের এমন পদক্ষেপের সমালোচনা করে মাইকেল ফাখরি বলেন, এটি কেবল গাজা মানুষের খাদ্যের অধিকারকে ক্ষুণ্ন করবে না বরং এটি জাতিসংঘের উপরও আক্রমণ।’
গাজার পাশাপাশি গত কয়েক মাস ধরে প্রতিবেশী লেবাননেও হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এসব হামলায় নারী ও শিশুসহ বেসামরিকদের প্রাণহানির পাশাপাশি হুমকিতে পড়ছে দেশটির বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা। লেবানন বিষয়ক জাতিসংঘের বিশেষ সমন্বয়কারী জিনাইন হেনিস প্লাসচের্ট গতকাল বলেছেন, হামলায় প্রাচীন লেবানিজ শহর টায়ার ও বালবেকের সাংস্কৃতিক ঐতিহ্য বিপন্ন হচ্ছে। হুমকির মুখে রয়েছে ইউনেস্কোর স্বীকৃত ঐতিহ্যবাহী স্থানগুলো। কিন্তু লেবাননের সাংস্কৃতিক ঐতিহ্যকে এই ধ্বংসাত্মক সংঘাতের শিকারে পরিণত করা উচিত নয়।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল জানিয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় অঞ্চলটিতে অন্তত ৫৫ জনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। একই সময়ে আহত হয়েছে কমপক্ষে আরও ১৮৬ জন। এ নিয়ে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত অঞ্চলটিতে অন্তত ৪৩ হাজার ২৫৯ জনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এক সময়ে আহত হয়েছে এক লাখ এক হাজার ৮২৭ জন।
বৃহস্পতিবার রাতভর গাজার দেইর আল বালাহ শহর, নুসেইরাত শরণার্থী শিবির ও আল জাওয়াইদা শহরে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এসব হামলায় অন্তত ৪৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। হতাহতদের অধিকাংশই নারী ও শিশু।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, নিহতদের মধ্যে ১০ জন নুসেইরাত শরণার্থী শিবিরের বাসিন্দা। সেখানে ইসরায়েলি হামলায় বাস্তুচ্যুত লোকজনের জন্য শরণার্থী শিবির হিসেবে ব্যবহৃত একটি একটি স্কুলে হামলা চালায় ইসরায়েলি বাহিনী।
এদিকে লেবাননের খিয়াম শহরের দক্ষিণে আল-মাসলাখ এলাকায় আজ ইসরায়েলি সেনাদের ওপর হামলা চালানোর দাবি করেছে হিজবুল্লাহ। এর আগে দেশটির বালবেক এলাকায় ইসরায়েলি বাহিনীর এক অভিযানে অন্তত দুজন নিহত হন। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের আগে হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের কোনও যুদ্ধবিরতি চুক্তির সম্ভাবনা নেই। তেল আবিব থেকে বিশ্লেষক আকিভা এলদার আল জাজিরাকে বলেন, মার্কিন নির্বাচনের আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু লেবাননের সঙ্গে কোনও যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী; এমনটা মনে করার কোনও সুযোগ নেই।
তাঁর মতে, নেতানিয়াহু এখন মার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের অপেক্ষায় রয়েছেন। এখন এটিই তাঁর প্রার্থনা। কেননা, তিনি মনে করছেন, তাঁর পক্ষে ট্রাম্পকে কাজে লাগানো সহজ হবে।
ইসরায়েল নিয়ন্ত্রিত ভূখণ্ডে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থার (ইউএনআরডব্লিউএ) কার্যক্রম নিষিদ্ধের সমালোচনা করেছে জাতিসংঘ। এ পদক্ষেপকে যুদ্ধবিধ্বস্ত গাজাবাসীর জন্য মৃত্যুদণ্ডের শামিল বলে মন্তব্য করেছেন সংস্থাটির বিশেষ দূত মাইকেল ফাখরি। আজ শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি।
খাদ্যের অধিকার বিষয়ক জাতিসংঘের এই বিশেষ দূত বলেন, গাজা উপত্যকার প্রায় ২০ লাখ মানুষ চরম ক্ষুধার্ত অবস্থায় দিন পার করছেন। ফলে সেখানে ইউএনআরডব্লিউএর কার্যক্রম নিষিদ্ধ করার মানে দাঁড়ায় এই মানুষদের একটি নিশ্চিত মৃত্যুদণ্ডের মুখোমুখি করা।
শুধু গাজা উপত্যকা নয় বরং পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের দখলকৃত এলাকায়ও ইউএনআরডব্লিউএর কার্যক্রম নিষিদ্ধ করেছে ইসরায়েল। গত সোমবার ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে পাস হওয়া এ সংক্রান্ত বিলে বলা হয়, ইসরায়েলের মূল ভূখণ্ড এবং ইসরায়েল নিয়ন্ত্রিত ভূখণ্ডে সংস্থাটি কার্যক্রম চালাতে পারবে না। তেল আবিবের এমন পদক্ষেপের সমালোচনা করে মাইকেল ফাখরি বলেন, এটি কেবল গাজা মানুষের খাদ্যের অধিকারকে ক্ষুণ্ন করবে না বরং এটি জাতিসংঘের উপরও আক্রমণ।’
গাজার পাশাপাশি গত কয়েক মাস ধরে প্রতিবেশী লেবাননেও হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এসব হামলায় নারী ও শিশুসহ বেসামরিকদের প্রাণহানির পাশাপাশি হুমকিতে পড়ছে দেশটির বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা। লেবানন বিষয়ক জাতিসংঘের বিশেষ সমন্বয়কারী জিনাইন হেনিস প্লাসচের্ট গতকাল বলেছেন, হামলায় প্রাচীন লেবানিজ শহর টায়ার ও বালবেকের সাংস্কৃতিক ঐতিহ্য বিপন্ন হচ্ছে। হুমকির মুখে রয়েছে ইউনেস্কোর স্বীকৃত ঐতিহ্যবাহী স্থানগুলো। কিন্তু লেবাননের সাংস্কৃতিক ঐতিহ্যকে এই ধ্বংসাত্মক সংঘাতের শিকারে পরিণত করা উচিত নয়।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল জানিয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় অঞ্চলটিতে অন্তত ৫৫ জনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। একই সময়ে আহত হয়েছে কমপক্ষে আরও ১৮৬ জন। এ নিয়ে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত অঞ্চলটিতে অন্তত ৪৩ হাজার ২৫৯ জনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এক সময়ে আহত হয়েছে এক লাখ এক হাজার ৮২৭ জন।
বৃহস্পতিবার রাতভর গাজার দেইর আল বালাহ শহর, নুসেইরাত শরণার্থী শিবির ও আল জাওয়াইদা শহরে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এসব হামলায় অন্তত ৪৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। হতাহতদের অধিকাংশই নারী ও শিশু।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, নিহতদের মধ্যে ১০ জন নুসেইরাত শরণার্থী শিবিরের বাসিন্দা। সেখানে ইসরায়েলি হামলায় বাস্তুচ্যুত লোকজনের জন্য শরণার্থী শিবির হিসেবে ব্যবহৃত একটি একটি স্কুলে হামলা চালায় ইসরায়েলি বাহিনী।
এদিকে লেবাননের খিয়াম শহরের দক্ষিণে আল-মাসলাখ এলাকায় আজ ইসরায়েলি সেনাদের ওপর হামলা চালানোর দাবি করেছে হিজবুল্লাহ। এর আগে দেশটির বালবেক এলাকায় ইসরায়েলি বাহিনীর এক অভিযানে অন্তত দুজন নিহত হন। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের আগে হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের কোনও যুদ্ধবিরতি চুক্তির সম্ভাবনা নেই। তেল আবিব থেকে বিশ্লেষক আকিভা এলদার আল জাজিরাকে বলেন, মার্কিন নির্বাচনের আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু লেবাননের সঙ্গে কোনও যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী; এমনটা মনে করার কোনও সুযোগ নেই।
তাঁর মতে, নেতানিয়াহু এখন মার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের অপেক্ষায় রয়েছেন। এখন এটিই তাঁর প্রার্থনা। কেননা, তিনি মনে করছেন, তাঁর পক্ষে ট্রাম্পকে কাজে লাগানো সহজ হবে।
ইসরায়েলি সেনাবাহিনী হামলায় ফিলিস্তিনি অবরুদ্ধ উপত্যকা গাজায় আরও ২৪ জন নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার, হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে। এর মধ্যে ১৫ জনই উত্তর গাজার শুজাইয়া এলাকার বাসিন্দা।
২ ঘণ্টা আগেভারত ও বাংলাদেশ প্রায়ই ক্রিকেট ম্যাচ, সীমান্ত সমস্যা এবং ভূ-রাজনৈতিক উদ্বেগের কারণে বিভক্ত থাকে। তবে দেশর দুটির অবস্থান চলতি সপ্তাহে এক বিরল মুহূর্তে একবিন্দু এসে মিলিত হয়েছে। কারণ, ঢাকা ও নয়া দিল্লি মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনকে ‘বিভ্রান্তিকর’ এবং ‘তথ্যগত ভুল’ বলে প্রত্যাখ্যান...
৬ ঘণ্টা আগেবাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি ও লন্ডনের একটি আসনের এমপি টিউলিপ সিদ্দিক বলেছেন, বাংলাদেশে তাঁর বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগের বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রশ্নের উত্তর দিতে তাঁর ‘আইনজীবীরা প্রস্তুত।’ ব্রিটিশ সম্প্রচারমাধ্যম স্কাই নিউজকে তিনি এ কথা বলেছেন।
৬ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট সিনেটর কোরি বুকার সিনেট ফ্লোরে টানা দুই দিন ঐতিহাসিক প্রতিবাদ জানিয়েছেন। তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বিভিন্ন কর্মকাণ্ডের বিরুদ্ধে এ প্রতিবাদ জানান এবং দাবি করেন, এই প্রশাসন জনগণের ওপর ক্ষতিকর প্রভাব ফেলছে।
১২ ঘণ্টা আগে