আজকের পত্রিকা ডেস্ক
ইসরায়েল নিয়ন্ত্রিত ভূখণ্ডে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থার (ইউএনআরডব্লিউএ) কার্যক্রম নিষিদ্ধের সমালোচনা করেছে জাতিসংঘ। এ পদক্ষেপকে যুদ্ধবিধ্বস্ত গাজাবাসীর জন্য মৃত্যুদণ্ডের শামিল বলে মন্তব্য করেছেন সংস্থাটির বিশেষ দূত মাইকেল ফাখরি। আজ শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি।
খাদ্যের অধিকার বিষয়ক জাতিসংঘের এই বিশেষ দূত বলেন, গাজা উপত্যকার প্রায় ২০ লাখ মানুষ চরম ক্ষুধার্ত অবস্থায় দিন পার করছেন। ফলে সেখানে ইউএনআরডব্লিউএর কার্যক্রম নিষিদ্ধ করার মানে দাঁড়ায় এই মানুষদের একটি নিশ্চিত মৃত্যুদণ্ডের মুখোমুখি করা।
শুধু গাজা উপত্যকা নয় বরং পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের দখলকৃত এলাকায়ও ইউএনআরডব্লিউএর কার্যক্রম নিষিদ্ধ করেছে ইসরায়েল। গত সোমবার ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে পাস হওয়া এ সংক্রান্ত বিলে বলা হয়, ইসরায়েলের মূল ভূখণ্ড এবং ইসরায়েল নিয়ন্ত্রিত ভূখণ্ডে সংস্থাটি কার্যক্রম চালাতে পারবে না। তেল আবিবের এমন পদক্ষেপের সমালোচনা করে মাইকেল ফাখরি বলেন, এটি কেবল গাজা মানুষের খাদ্যের অধিকারকে ক্ষুণ্ন করবে না বরং এটি জাতিসংঘের উপরও আক্রমণ।’
গাজার পাশাপাশি গত কয়েক মাস ধরে প্রতিবেশী লেবাননেও হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এসব হামলায় নারী ও শিশুসহ বেসামরিকদের প্রাণহানির পাশাপাশি হুমকিতে পড়ছে দেশটির বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা। লেবানন বিষয়ক জাতিসংঘের বিশেষ সমন্বয়কারী জিনাইন হেনিস প্লাসচের্ট গতকাল বলেছেন, হামলায় প্রাচীন লেবানিজ শহর টায়ার ও বালবেকের সাংস্কৃতিক ঐতিহ্য বিপন্ন হচ্ছে। হুমকির মুখে রয়েছে ইউনেস্কোর স্বীকৃত ঐতিহ্যবাহী স্থানগুলো। কিন্তু লেবাননের সাংস্কৃতিক ঐতিহ্যকে এই ধ্বংসাত্মক সংঘাতের শিকারে পরিণত করা উচিত নয়।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল জানিয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় অঞ্চলটিতে অন্তত ৫৫ জনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। একই সময়ে আহত হয়েছে কমপক্ষে আরও ১৮৬ জন। এ নিয়ে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত অঞ্চলটিতে অন্তত ৪৩ হাজার ২৫৯ জনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এক সময়ে আহত হয়েছে এক লাখ এক হাজার ৮২৭ জন।
বৃহস্পতিবার রাতভর গাজার দেইর আল বালাহ শহর, নুসেইরাত শরণার্থী শিবির ও আল জাওয়াইদা শহরে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এসব হামলায় অন্তত ৪৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। হতাহতদের অধিকাংশই নারী ও শিশু।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, নিহতদের মধ্যে ১০ জন নুসেইরাত শরণার্থী শিবিরের বাসিন্দা। সেখানে ইসরায়েলি হামলায় বাস্তুচ্যুত লোকজনের জন্য শরণার্থী শিবির হিসেবে ব্যবহৃত একটি একটি স্কুলে হামলা চালায় ইসরায়েলি বাহিনী।
এদিকে লেবাননের খিয়াম শহরের দক্ষিণে আল-মাসলাখ এলাকায় আজ ইসরায়েলি সেনাদের ওপর হামলা চালানোর দাবি করেছে হিজবুল্লাহ। এর আগে দেশটির বালবেক এলাকায় ইসরায়েলি বাহিনীর এক অভিযানে অন্তত দুজন নিহত হন। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের আগে হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের কোনও যুদ্ধবিরতি চুক্তির সম্ভাবনা নেই। তেল আবিব থেকে বিশ্লেষক আকিভা এলদার আল জাজিরাকে বলেন, মার্কিন নির্বাচনের আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু লেবাননের সঙ্গে কোনও যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী; এমনটা মনে করার কোনও সুযোগ নেই।
তাঁর মতে, নেতানিয়াহু এখন মার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের অপেক্ষায় রয়েছেন। এখন এটিই তাঁর প্রার্থনা। কেননা, তিনি মনে করছেন, তাঁর পক্ষে ট্রাম্পকে কাজে লাগানো সহজ হবে।
ইসরায়েল নিয়ন্ত্রিত ভূখণ্ডে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থার (ইউএনআরডব্লিউএ) কার্যক্রম নিষিদ্ধের সমালোচনা করেছে জাতিসংঘ। এ পদক্ষেপকে যুদ্ধবিধ্বস্ত গাজাবাসীর জন্য মৃত্যুদণ্ডের শামিল বলে মন্তব্য করেছেন সংস্থাটির বিশেষ দূত মাইকেল ফাখরি। আজ শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি।
খাদ্যের অধিকার বিষয়ক জাতিসংঘের এই বিশেষ দূত বলেন, গাজা উপত্যকার প্রায় ২০ লাখ মানুষ চরম ক্ষুধার্ত অবস্থায় দিন পার করছেন। ফলে সেখানে ইউএনআরডব্লিউএর কার্যক্রম নিষিদ্ধ করার মানে দাঁড়ায় এই মানুষদের একটি নিশ্চিত মৃত্যুদণ্ডের মুখোমুখি করা।
শুধু গাজা উপত্যকা নয় বরং পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের দখলকৃত এলাকায়ও ইউএনআরডব্লিউএর কার্যক্রম নিষিদ্ধ করেছে ইসরায়েল। গত সোমবার ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে পাস হওয়া এ সংক্রান্ত বিলে বলা হয়, ইসরায়েলের মূল ভূখণ্ড এবং ইসরায়েল নিয়ন্ত্রিত ভূখণ্ডে সংস্থাটি কার্যক্রম চালাতে পারবে না। তেল আবিবের এমন পদক্ষেপের সমালোচনা করে মাইকেল ফাখরি বলেন, এটি কেবল গাজা মানুষের খাদ্যের অধিকারকে ক্ষুণ্ন করবে না বরং এটি জাতিসংঘের উপরও আক্রমণ।’
গাজার পাশাপাশি গত কয়েক মাস ধরে প্রতিবেশী লেবাননেও হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এসব হামলায় নারী ও শিশুসহ বেসামরিকদের প্রাণহানির পাশাপাশি হুমকিতে পড়ছে দেশটির বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা। লেবানন বিষয়ক জাতিসংঘের বিশেষ সমন্বয়কারী জিনাইন হেনিস প্লাসচের্ট গতকাল বলেছেন, হামলায় প্রাচীন লেবানিজ শহর টায়ার ও বালবেকের সাংস্কৃতিক ঐতিহ্য বিপন্ন হচ্ছে। হুমকির মুখে রয়েছে ইউনেস্কোর স্বীকৃত ঐতিহ্যবাহী স্থানগুলো। কিন্তু লেবাননের সাংস্কৃতিক ঐতিহ্যকে এই ধ্বংসাত্মক সংঘাতের শিকারে পরিণত করা উচিত নয়।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল জানিয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় অঞ্চলটিতে অন্তত ৫৫ জনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। একই সময়ে আহত হয়েছে কমপক্ষে আরও ১৮৬ জন। এ নিয়ে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত অঞ্চলটিতে অন্তত ৪৩ হাজার ২৫৯ জনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এক সময়ে আহত হয়েছে এক লাখ এক হাজার ৮২৭ জন।
বৃহস্পতিবার রাতভর গাজার দেইর আল বালাহ শহর, নুসেইরাত শরণার্থী শিবির ও আল জাওয়াইদা শহরে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এসব হামলায় অন্তত ৪৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। হতাহতদের অধিকাংশই নারী ও শিশু।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, নিহতদের মধ্যে ১০ জন নুসেইরাত শরণার্থী শিবিরের বাসিন্দা। সেখানে ইসরায়েলি হামলায় বাস্তুচ্যুত লোকজনের জন্য শরণার্থী শিবির হিসেবে ব্যবহৃত একটি একটি স্কুলে হামলা চালায় ইসরায়েলি বাহিনী।
এদিকে লেবাননের খিয়াম শহরের দক্ষিণে আল-মাসলাখ এলাকায় আজ ইসরায়েলি সেনাদের ওপর হামলা চালানোর দাবি করেছে হিজবুল্লাহ। এর আগে দেশটির বালবেক এলাকায় ইসরায়েলি বাহিনীর এক অভিযানে অন্তত দুজন নিহত হন। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের আগে হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের কোনও যুদ্ধবিরতি চুক্তির সম্ভাবনা নেই। তেল আবিব থেকে বিশ্লেষক আকিভা এলদার আল জাজিরাকে বলেন, মার্কিন নির্বাচনের আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু লেবাননের সঙ্গে কোনও যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী; এমনটা মনে করার কোনও সুযোগ নেই।
তাঁর মতে, নেতানিয়াহু এখন মার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের অপেক্ষায় রয়েছেন। এখন এটিই তাঁর প্রার্থনা। কেননা, তিনি মনে করছেন, তাঁর পক্ষে ট্রাম্পকে কাজে লাগানো সহজ হবে।
ভারতের পশ্চিমবঙ্গে কলকাতার আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় করা গ্রেপ্তার স্থানীয় পুলিশ স্বেচ্ছাসেবী সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে রায় দিয়েছেন আদালত। আগামী সোমবার তাঁর সাজা ঘোষণা করা হবে। আজ শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
৮ মিনিট আগেগাজা যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তি আগামীকাল রোববার গাজার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টা থেকে কার্যকর হবে বলে জানিয়েছে কাতার। আজ শনিবার সকালে ছয় ঘণ্টা বৈঠকের পর নেতানিয়াহুর মন্ত্রিসভা চুক্তি অনুমোদন করে। এর মধ্য দিয়ে টানা ১৫ মাস চলা এ যুদ্ধে আনুষ্ঠানিক বিরতি আসতে চলেছে। কাতারের সংবাদমাধ্যম আল-জাজিরা এ
১ ঘণ্টা আগেব্লিঙ্কেনের শেষ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে উত্তেজনাপূর্ণ মুহূর্ত তৈরি হয়। ইসরায়েল-গাজা যুদ্ধ নিয়ে তাঁর নীতি সমালোচনার মুখে পড়লে দুজন সাংবাদিককে টেনে বের করা হয়।
২ ঘণ্টা আগেআগামী ২০ জানুয়ারি ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। রীতি মেনে মার্কিন প্রেসিডেন্টদের শপথ গ্রহণ অনুষ্ঠান খোলা জায়গায় হয়। কিন্তু এবার তা হচ্ছে না, চার দেয়ালের ভেতর ও ছাদের নিচেই শপথ নিতে হচ্ছে ট্রাম্পকে। ওয়াশিংটনের ক্যাপিটল ভবনের রোটুন্ডা হলে শপথ অনুষ্ঠান হবে।
৩ ঘণ্টা আগে