অনলাইন ডেস্ক
লেবাননে আজ সোমবার বড় ধরনের হামলা চালিয়েছে ইসরায়েল। আকাশপথের এই ইতিমধ্যে ১৮২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, হামলায় আহত হয়েছেন আরও ৭২৭ জন। সোমবার রাতে বিবিসি জানিয়েছে, দক্ষিণ লেবাননে অবস্থিত হিজবুল্লাহ গেরিলাদের ৮০০ অবস্থান টার্গেট করে এই হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।
গাজা যুদ্ধের মধ্যেই লেবাননে ইসরায়েলের বড় ধরনের হামলা নিয়ে এখন চুলচেরা বিশ্লেষণ করছেন বিশেষজ্ঞরা। লেভান্ট ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক অ্যাফেয়ার্সের পরিচালক সামি নাদের মত দিয়েছেন, ইসরায়েলের যুদ্ধের কেন্দ্রবিন্দু গাজা থেকে সরে গেছে। লেবাননের পরিস্থিতিকে ‘সর্বাত্মক যুদ্ধ’ হিসাবে বর্ণনা করেছেন সামি। কারণ ইসরায়েলের হামলা এবং গোলার মুখে পড়েছে লেবাননের বেসামরিক মানুষেরাও।
আল-জাজিরাকে সামি বলেন, ‘এটি এখন স্পষ্ট যে, এই যুদ্ধের এক নম্বর ক্ষেত্রটি এখন লেবানন। এটি এখন আর গাজা নয়।’
লেবাননে ইসরায়েলের সদ্য হামলাকে একটি নতুন ‘টার্নিং পয়েন্ট’ আখ্যা দিয়ে সামি বলেছেন—এত দিন লেবাননে ইসরায়েলের সব হামলা এবং সামরিক ব্যস্ততা হিজবুল্লাহ গেরিলাদের কেন্দ্র করে আবর্তিত হয়েছে। কিন্তু এখন এই হামলার মুখে পড়েছে বেসামরিক মানুষেরা। ইতিমধ্যে বিপুলসংখ্যক সাধারণ মানুষ হতাহত হয়েছে। বিধ্বস্ত অঞ্চলগুলো থেকে নিরাপদ আশ্রয়ের জন্য ছুটছে হাজার হাজার মানুষ। ফলে এটি একটি সর্বাত্মক যুদ্ধ।
সামি নাদের জানান, ২০০৬ সালে হিজবুল্লাহ এবং ইসরায়েল যখন শেষবার যুদ্ধ করেছিল তখনকার পরিস্থিতিই এখন দেখা যাচ্ছে বলে মন্তব্য করছেন প্রত্যক্ষদর্শীরা। সেই সময়ও বেসামরিক মানুষদের চড়া মূল্য দিতে হয়েছিল।
বর্তমানে যে পরিস্থিতি বিরাজ করছে, তা সমাধানের জন্য সমঝোতার সম্ভাবনাও কম বলে মনে করেন সামি।
লেবাননে আজ সোমবার বড় ধরনের হামলা চালিয়েছে ইসরায়েল। আকাশপথের এই ইতিমধ্যে ১৮২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, হামলায় আহত হয়েছেন আরও ৭২৭ জন। সোমবার রাতে বিবিসি জানিয়েছে, দক্ষিণ লেবাননে অবস্থিত হিজবুল্লাহ গেরিলাদের ৮০০ অবস্থান টার্গেট করে এই হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।
গাজা যুদ্ধের মধ্যেই লেবাননে ইসরায়েলের বড় ধরনের হামলা নিয়ে এখন চুলচেরা বিশ্লেষণ করছেন বিশেষজ্ঞরা। লেভান্ট ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক অ্যাফেয়ার্সের পরিচালক সামি নাদের মত দিয়েছেন, ইসরায়েলের যুদ্ধের কেন্দ্রবিন্দু গাজা থেকে সরে গেছে। লেবাননের পরিস্থিতিকে ‘সর্বাত্মক যুদ্ধ’ হিসাবে বর্ণনা করেছেন সামি। কারণ ইসরায়েলের হামলা এবং গোলার মুখে পড়েছে লেবাননের বেসামরিক মানুষেরাও।
আল-জাজিরাকে সামি বলেন, ‘এটি এখন স্পষ্ট যে, এই যুদ্ধের এক নম্বর ক্ষেত্রটি এখন লেবানন। এটি এখন আর গাজা নয়।’
লেবাননে ইসরায়েলের সদ্য হামলাকে একটি নতুন ‘টার্নিং পয়েন্ট’ আখ্যা দিয়ে সামি বলেছেন—এত দিন লেবাননে ইসরায়েলের সব হামলা এবং সামরিক ব্যস্ততা হিজবুল্লাহ গেরিলাদের কেন্দ্র করে আবর্তিত হয়েছে। কিন্তু এখন এই হামলার মুখে পড়েছে বেসামরিক মানুষেরা। ইতিমধ্যে বিপুলসংখ্যক সাধারণ মানুষ হতাহত হয়েছে। বিধ্বস্ত অঞ্চলগুলো থেকে নিরাপদ আশ্রয়ের জন্য ছুটছে হাজার হাজার মানুষ। ফলে এটি একটি সর্বাত্মক যুদ্ধ।
সামি নাদের জানান, ২০০৬ সালে হিজবুল্লাহ এবং ইসরায়েল যখন শেষবার যুদ্ধ করেছিল তখনকার পরিস্থিতিই এখন দেখা যাচ্ছে বলে মন্তব্য করছেন প্রত্যক্ষদর্শীরা। সেই সময়ও বেসামরিক মানুষদের চড়া মূল্য দিতে হয়েছিল।
বর্তমানে যে পরিস্থিতি বিরাজ করছে, তা সমাধানের জন্য সমঝোতার সম্ভাবনাও কম বলে মনে করেন সামি।
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির সঙ্গে বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বৈঠকে দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ের পাশাপাশি বাংলাদেশ, ইউক্রেন এবং কমনওয়েলথ প্রসঙ্গেও আলোচনা হয়েছে বলে ভারতীয় গণমাধ্যমগুলোতে এসেছে।
১০ মিনিট আগেলাতাকিয়ার জাবলে শহরের কাছে নিরাপত্তাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালায় সশস্ত্র একদল মানুষ। দু’পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়। শহরটি ক্ষমতাচ্যুত আসাদ সরকারের মদদপুষ্ট আলভি মুসলিম সংখ্যালঘু সম্প্রদায়ের ‘ডেরা’ হিসেবে পরিচিত। প্রশাসনের অভিযোগের তির তাদের দিকেই। বলা হচ্ছে, এ হামলার জন্য দায়ী আলভি গোষ্ঠীই।
৪৩ মিনিট আগেভারতের শেয়ারবাজারে কয়েক মাসের টানা পতনে লাখো মধ্যবিত্ত বিনিয়োগকারী বিপাকে পড়েছেন। বিদেশি বিনিয়োগ প্রত্যাহার, অতিমূল্যায়িত শেয়ার ও দুর্বল মুনাফার কারণে বাজার থেকে প্রায় ৯০০ বিলিয়ন ডলার উধাও হয়েছে। নতুন বিনিয়োগকারীদের অনেকেই ফিনফ্লুয়েন্সারদের প্রভাবে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ করেছেন এবং বড় ক্ষতির সম্মুখীন...
১ ঘণ্টা আগেইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইউরোপের অবস্থান নিয়ে উত্তেজনা বাড়ছে। সর্বশেষ আজ বৃহস্পতিবার বেলজিয়ামের ব্রাসেলসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কির সঙ্গে এক হয়েছেন ইউরোপের নেতারা। জেলেনস্কিকে তাঁরা বলেছেন—ইউরোপ রাশিয়ার চেয়ে শক্তিশালী। ইউক্রেনকে রক্ষা করতে তাঁরা প্রস্তুত।
১০ ঘণ্টা আগে