অনলাইন ডেস্ক
ফিলিস্তিনের অবরুদ্ধ ও যুদ্ধবিধ্বস্ত ভূখণ্ড গাজায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসন চলছে ৯ মাস ধরে। এই সময়ের মধ্যে অঞ্চলটিতে হামাসসহ অন্যান্য প্রতিরোধযোদ্ধা গোষ্ঠীর আক্রমণে অন্তত ৬৮০ ইসরায়েলি সেনা নিহত হয়েছে। এক বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনী এ সংখ্যা জানিয়েছে। লেবাননভিত্তিক সংবাদমাধ্যম আল-মায়েদিনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
বিবৃতিতে ইসরায়েলি বাহিনী জানিয়েছে, সর্বশেষ গাজায় প্রতিরোধযোদ্ধাদের হামলায় এক কর্নেল নিহত হয়েছেন। ইসরায়েলি বাহিনী স্বীকার করেছে যে, ৬০১তম ইঞ্জিনিয়ারিং কর্পস ব্যাটালিয়নের একজন কোম্পানি কমান্ডার দক্ষিণ গাজায় প্রতিরোধযোদ্ধাদের সঙ্গে সংঘর্ষের সময় নিহত হয়েছেন। তাঁকে নিয়ে নিহত ইসরায়েলি সেনার সংখ্যা দাঁড়িয়েছে ৬৮০।
এদিকে, গাজায় গতকাল বিকেলের আগের ২৪ ঘণ্টায় তিনটি স্থানে ব্যাপক হত্যাকাণ্ড চালিয়েছে ইসরায়েল, যাতে অন্তত ৫৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ১২৩ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই ৫৫ জনসহ ইসরায়েলি আগ্রাসনে গাজায় নিহত বেড়ে দাঁড়িয়েছে ৩৮ হাজার ১৫৩ জনে। এ ছাড়া আহত হয়েছে আরও অন্তত ৮৭ হাজার ৮২৮ জন।
অপরদিকে, গাজায় ইসরায়েলি হামলায় লাশের সংখ্যা বাড়তে থাকলেও কার্যকর যুদ্ধবিরতি আলোচনা একটিও হয়নি। একাধিকবার আলোচনা শুরু হয়েও থেমে গেছে। সর্বশেষ মার্কিন যুদ্ধবিরতি প্রস্তাবের আলোকে হামাসের দেওয়া সংশোধনী নিয়ে ইসরায়েল ইতিবাচক মনোভাব প্রকাশ করায় আবারও যুদ্ধবিরতি নিয়ে আশার আলো দেখা দিয়েছে।
ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের খবর অনুসারে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ শীর্ষ কর্মকর্তারা টেলিফোনে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছেন। সেই টেলিফোন কলের পর নেতানিয়াহু গাজার যুদ্ধবিরতি আলোচনা নতুন করে শুরু করার জন্য প্রতিনিধিদল পাঠাতে সম্মত হয়েছেন বলে জানিয়েছেন এক ইসরায়েলি কর্মকর্তা।
অবশ্য এর আগে আলোচকদের সঙ্গে একাধিকবার বৈঠকের সময় নেতানিয়াহু ব্যক্ত করেছেন, গাজায় ইসরায়েলের লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত যুদ্ধ শেষ হবে না। তবে মার্কিন প্রেসিডেন্টের টেলিফোন কলের পর নেতানিয়াহু তাঁর অবস্থান পাল্টেছেন বলেই অনুমান করা হচ্ছে।
এদিকে, ইসরায়েল আলোচনার জন্য প্রতিনিধিদল পাঠালেও ঠিক কবে নাগাদ ও কোথায় এই আলোচনা অনুষ্ঠিত হবে, সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি। তবে আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, কাতারের রাজধানী দোহায় এই আলোচনা অনুষ্ঠিত হতে পারে। এর আগের কয়েক দফার আলোচনাও দোহা ও মিসরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত হয়েছিল।
অন্যদিকে, গতকাল বৃহস্পতিবার রাতে বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় ঘোষণা দিয়েছে যে, ইসরায়েলের তরফ থেকে সংশোধিত যুদ্ধবিরতি প্রস্তাবের বিপরীতে হামাসের সর্বশেষ প্রতিক্রিয়া তারা পেয়েছে এবং আজ শুক্রবার এটি নিয়ে আলোচনা করা হবে। তবে হামাস জোর দিয়ে বলেছে, তারা কেবল এমন একটি চুক্তিতে সম্মত হবে, যা গাজায় যুদ্ধের স্থায়ী সমাপ্তির নিশ্চয়তা দেবে।
ফিলিস্তিনের অবরুদ্ধ ও যুদ্ধবিধ্বস্ত ভূখণ্ড গাজায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসন চলছে ৯ মাস ধরে। এই সময়ের মধ্যে অঞ্চলটিতে হামাসসহ অন্যান্য প্রতিরোধযোদ্ধা গোষ্ঠীর আক্রমণে অন্তত ৬৮০ ইসরায়েলি সেনা নিহত হয়েছে। এক বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনী এ সংখ্যা জানিয়েছে। লেবাননভিত্তিক সংবাদমাধ্যম আল-মায়েদিনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
বিবৃতিতে ইসরায়েলি বাহিনী জানিয়েছে, সর্বশেষ গাজায় প্রতিরোধযোদ্ধাদের হামলায় এক কর্নেল নিহত হয়েছেন। ইসরায়েলি বাহিনী স্বীকার করেছে যে, ৬০১তম ইঞ্জিনিয়ারিং কর্পস ব্যাটালিয়নের একজন কোম্পানি কমান্ডার দক্ষিণ গাজায় প্রতিরোধযোদ্ধাদের সঙ্গে সংঘর্ষের সময় নিহত হয়েছেন। তাঁকে নিয়ে নিহত ইসরায়েলি সেনার সংখ্যা দাঁড়িয়েছে ৬৮০।
এদিকে, গাজায় গতকাল বিকেলের আগের ২৪ ঘণ্টায় তিনটি স্থানে ব্যাপক হত্যাকাণ্ড চালিয়েছে ইসরায়েল, যাতে অন্তত ৫৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ১২৩ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই ৫৫ জনসহ ইসরায়েলি আগ্রাসনে গাজায় নিহত বেড়ে দাঁড়িয়েছে ৩৮ হাজার ১৫৩ জনে। এ ছাড়া আহত হয়েছে আরও অন্তত ৮৭ হাজার ৮২৮ জন।
অপরদিকে, গাজায় ইসরায়েলি হামলায় লাশের সংখ্যা বাড়তে থাকলেও কার্যকর যুদ্ধবিরতি আলোচনা একটিও হয়নি। একাধিকবার আলোচনা শুরু হয়েও থেমে গেছে। সর্বশেষ মার্কিন যুদ্ধবিরতি প্রস্তাবের আলোকে হামাসের দেওয়া সংশোধনী নিয়ে ইসরায়েল ইতিবাচক মনোভাব প্রকাশ করায় আবারও যুদ্ধবিরতি নিয়ে আশার আলো দেখা দিয়েছে।
ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের খবর অনুসারে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ শীর্ষ কর্মকর্তারা টেলিফোনে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছেন। সেই টেলিফোন কলের পর নেতানিয়াহু গাজার যুদ্ধবিরতি আলোচনা নতুন করে শুরু করার জন্য প্রতিনিধিদল পাঠাতে সম্মত হয়েছেন বলে জানিয়েছেন এক ইসরায়েলি কর্মকর্তা।
অবশ্য এর আগে আলোচকদের সঙ্গে একাধিকবার বৈঠকের সময় নেতানিয়াহু ব্যক্ত করেছেন, গাজায় ইসরায়েলের লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত যুদ্ধ শেষ হবে না। তবে মার্কিন প্রেসিডেন্টের টেলিফোন কলের পর নেতানিয়াহু তাঁর অবস্থান পাল্টেছেন বলেই অনুমান করা হচ্ছে।
এদিকে, ইসরায়েল আলোচনার জন্য প্রতিনিধিদল পাঠালেও ঠিক কবে নাগাদ ও কোথায় এই আলোচনা অনুষ্ঠিত হবে, সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি। তবে আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, কাতারের রাজধানী দোহায় এই আলোচনা অনুষ্ঠিত হতে পারে। এর আগের কয়েক দফার আলোচনাও দোহা ও মিসরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত হয়েছিল।
অন্যদিকে, গতকাল বৃহস্পতিবার রাতে বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় ঘোষণা দিয়েছে যে, ইসরায়েলের তরফ থেকে সংশোধিত যুদ্ধবিরতি প্রস্তাবের বিপরীতে হামাসের সর্বশেষ প্রতিক্রিয়া তারা পেয়েছে এবং আজ শুক্রবার এটি নিয়ে আলোচনা করা হবে। তবে হামাস জোর দিয়ে বলেছে, তারা কেবল এমন একটি চুক্তিতে সম্মত হবে, যা গাজায় যুদ্ধের স্থায়ী সমাপ্তির নিশ্চয়তা দেবে।
দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের পরপরই সরকারি প্রতিষ্ঠানগুলোতে ব্যয়সংকোচনের নীতি নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর অংশ হিসেবে তাঁর প্রশাসনে সরকারি দক্ষতা বিভাগ নামে নতুন একটি বিভাগ খোলা হয়েছে। আর এর দায়িত্ব পেয়েছেন...
৬ ঘণ্টা আগেজার্মানির চ্যান্সেলর হতে যাওয়া ফ্রেডরিখ মের্ৎস জানিয়েছেন, তিনি ইউরোপকে পরমাণু শক্তিধর করতে চান। এজন্য তিনি ফ্রান্স ও যুক্তরাজ্যের সঙ্গে পারমাণবিক অস্ত্র ভাগাভাগি নিয়েও আলোচনা করতে চান বলে জানিয়েছেন। তবে এটি ইউরোপের জন্য যুক্তরাষ্ট্রের পারমাণবিক সুরক্ষার বিকল্প হিসেবে নয়, বরং সম্পূরক...
৮ ঘণ্টা আগেভারতের অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী ও তেলেগু দেশম পার্টির (টিডিপি) প্রধান চন্দ্রবাবু নাইডু রাজ্যে জনসংখ্যা বৃদ্ধি করা উচিত বলে একটি ঘোষণা দিয়েছেন। তাঁর এ ঘোষণার পরই টিডিপির বিজয়নগরমের সাংসদ কালীসেট্টি আপ্পালা নাইডু তৃতীয় সন্তান জন্ম দিলে নারীদের ৫০ হাজার রুপি নগদ পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন।
৮ ঘণ্টা আগেসিদ্ধান্তটি এমন এক সময় নেওয়া হলো যখন গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময় চুক্তির জন্য মধ্যস্থতাকারী দেশগুলো আলোচনা চালিয়ে যাচ্ছে। হামাস যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়ের আলোচনা দ্রুত শুরুর আহ্বান জানালেও ইসরায়েল এর বিরোধিতা করছে।
১০ ঘণ্টা আগে