Ajker Patrika

হামাসের উপপ্রধানকে হত্যা, ইসরায়েলকে শাস্তি দেওয়ার ঘোষণা হিজবুল্লাহর

অনলাইন ডেস্ক
আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪, ১০: ৩৪
হামাসের উপপ্রধানকে হত্যা, ইসরায়েলকে শাস্তি দেওয়ার ঘোষণা হিজবুল্লাহর

হামাসের উপপ্রধান সালেহ আল-আরৌরিকে হত্যা করেছে ইসরায়েল। এমনটাই দাবি করেছিল দেশটি। পরে হামাসও আরৌরির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। গতকাল মঙ্গলবার লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি ড্রোন হামলায় আরৌরি নিহত হন। আল-আরৌরির হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

হামাস জানিয়েছে, সালেহ আল-আরৌরি ছাড়াও আরও দুই হামাস নেতা নিহত হয়েছেন। তাঁরা দুজনই হামাসের সশস্ত্র শাখা ইজ্জুদ্দিন আল-ক্বাসাম ব্রিগেডের কমান্ডার। তবে নিহত ওই দুই কমান্ডারের নাম প্রকাশ করেনি হামাস। এ ছাড়া ওই হামলায় সব মিলিয়ে অন্তত ছয়জন নিহত হয়েছেন। 

হামলার পরপরই লেবাননের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা জানিয়েছিল, লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলের মেকারফেহে অবস্থিত হামাসের কার্যালয়ে হামলার ফলে নিহত হন সালেহ আল-আরৌরি। গত ৭ অক্টোবর শুরু হওয়া হামাস-ইসরায়েল সংঘাত শুরুর পর আল-আরৌরিই হামাসের শীর্ষ নেতা, যিনি ইসরায়েলি হামলায় নিহত হলেন। 

এদিকে আল-আরৌরি হত্যার প্রতিশোধ হিসেবে ইসরায়েলকে শাস্তি দেওয়ার ঘোষণা দিয়েছে লেবানিজ সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গোষ্ঠীটি নিজস্ব টেলিগ্রাম চ্যানেলে বলেছে, তাদের সেনাদের আঙুল বন্দুকের ঘোড়ায় চেপে বসেছে। তারা যেকোনো সময় ইসরায়েলিদের লক্ষ্য করে প্রতিশোধ নেওয়ার জন্য মাঠে নামবে। 
 
টেলিগ্রাম চ্যানেলে হিজবুল্লাহ বলেছে, ‘তথাকথিত ড্রোন হামলার মাধ্যমে আল-আরৌরি, হামাসের অন্য দুই শীর্ষ নেতাসহ ছয়জনকে হত্যা লেবাননের ওপর একটি গুরুতর হামলা।’ গোষ্ঠীটি আরও বলেছে, ‘দখলদার ও প্রতিরোধ অক্ষের মধ্যে (হামাস ও হিজবুল্লাহ) যুদ্ধ চলাকালীন এটি (ড্রোন হামলায় আল-আরৌরির নিহত হওয়া) একটি বিপজ্জনক বিকাশ। এটিকে কোনোভাবেই বিনা প্রতিক্রিয়ায় শাস্তি ছাড়া বয়ে যেতে দেওয়া যাবে না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাতীয় নির্বাচন: ভোট কমিটির নেতৃত্বে ডিসি–ইউএনওকে না রাখার চিন্তা

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

তিন নারী আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: তারেক রহমান

গত দশ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি: মাইলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত