অনলাইন ডেস্ক
তারুণ্য-সজীবতায় ভরা চঞ্চল স্বভাবের ইউটিউবার তিবা আল-আলি। নিজের জীবনের মজাদার ভিডিও তৈরি করে তিনি জনপ্রিয় হয়েছিলেন। কিন্তু এই জনপ্রিয়তাই তাঁর জীবন কেড়ে নিল। অনার কিলিং বা পরিবার ও সমাজের মুখ রক্ষায় হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তিনি। বাবা তাঁকে খুন করেছেন।
২০১৭ সালে ১৭ বছর বয়সে ইরাক থেকে তুরস্কে গিয়েই ইউটিউবে ভিডিও বানানো শুরু করেন তিনি। সেখানে নিজের স্বাধীনতা, বিয়ে, মেকআপসহ নানা বিষয় নিয়ে কথা বলেন তিনি। চলতি বছরের জানুয়ারিতে নিজ দেশ ইরাকে যান তিবা। সেখানে বাবার সঙ্গে নানা বিষয়ে মতের মিল হয়নি তাঁর। তাতেই জীবনের যবনিকাপাত হলো। বাবার হাতেই মৃত্যু হয় তিবার।
এই ইউটিউবারের বাবা তায়িপ আলিকে মাত্র ছয় মাসের কারাদণ্ড দেন দেশটির আদালত। বাবার হাতে তিবার মৃত্যু, অনার কিলিংয়ের বিষয় নিয়ে আদালতের রায়ের পর দেশটিতে শুরু হয় বিক্ষোভ। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইরাকে নারীদের কোন চোখে দেখা হয়, তা তিবার মৃত্যুর ঘটনাপ্রবাহ তুলে ধরেছে। সেখানে এখনো কোন মাত্রায় রক্ষণশীল দৃষ্টিভঙ্গি বিরাজ করছে, তাও তুলে ধরা হয়েছে।
ইরাক ছেড়ে তুরস্কে যাওয়া কিংবা সিরীয় বংশোদ্ভূতকে বিয়ে—এসবের কিছুই মানতে পারেননি তিবার বাবা। বাবার সঙ্গে তর্কে জড়িয়ে পড়েছিলেন তিবা। ৩১ জানুয়ারি শ্বাসরোধে তিবাকে হত্যা করেন তায়িপ আলি। এরপর পুলিশের কাছে নিজেই ধরা দেন। এপ্রিলে মাত্র ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয় তায়িপ আলিকে।
তিবাকে হত্যার পর অনার কিলিং নিয়ে বিদ্যমান আইনের বিরুদ্ধে বিক্ষোভ জানিয়ে আসছে হাজার হাজার নারী। মৃত্যুর পর তাঁর ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যাও বাড়ছে। প্রতিদিনই ভিডিও পোস্ট করতেন তিনি। তুরস্কে যে স্বাধীনতা ভোগ করতেন তা যে ইরাকে সম্ভব নয়, সে কথাও বলেছেন তিনি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, পরিবারের সদস্যের বিরুদ্ধে সংঘটিত সহিংসতা ও অপরাধের ক্ষেত্রে অনার কিলিং বা সম্মান রক্ষার্থে খুনের শাস্তি প্রশমিত করাকে অনুমোদন করে ইরাক। কোনো উসকানি কিংবা ‘সম্মান রক্ষার’ উদ্দেশ্য থাকলে সেই খুনের শাস্তি কমানোর কথা বলা হয়েছে।
ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেনারেল সাদ মান বলেন, ‘তিবা আল-আলি দুর্ঘটনার শিকার হয়েছেন। আইনের দৃষ্টিতে এটি একটি অপরাধমূলক দুর্ঘটনা এবং অন্যভাবে দেখলে, এটা অনার কিলিং। ঘটনার আগের দিন তিবা ও তার বাবার মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছিল। স্থানীয় পুলিশকেও হস্তক্ষেপ করতে হয়েছিল।’
এ ব্যাপারে কর্তৃপক্ষের অবস্থান জানতে চাইলে জেনারেল সাদ মান বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে বিষয়টি দেখছে, সঙ্গে সঙ্গে আইনের প্রয়োগও ঘটিয়েছে। তারা প্রাথমিক ও বিচার বিভাগীয় তদন্ত শুরু করেছে, সমস্ত প্রমাণ সংগ্রহ করেছে এবং সাজা দেওয়ার জন্য ফাইলটি বিচার বিভাগের কাছে পাঠিয়েছে।
তিবার মৃত্যু এবং তাঁর বাবাকে দেওয়া লঘুদণ্ডের পরিপ্রেক্ষিতে বিক্ষোভে ফেটে পড়ে ইরাকের হাজারো নারী। ইরাকের আইনে পারিবারিক সহিংসতা থেকে মেয়ে ও নারীদের জন্য পর্যাপ্ত সুরক্ষা নেই জানিয়ে বিশ্বজুড়ে আন্দোলন করেছেন নারী অধিকার কর্মীরা। উদাহরণস্বরূপ বলা যায়, ইরাকের দণ্ডবিধির ৪১ অনুচ্ছেদে ‘স্বামীর দ্বারা স্ত্রীর শাস্তি’ এবং ‘বাবা-মায়ের দ্বারা...নির্দিষ্ট সীমার মধ্যে তাদের কর্তৃত্বাধীন শিশুদের শাসনকে’ আইনগত অধিকার হিসেবে বিবেচনা করা হয়।
৪০৯ অনুচ্ছেদে বলা হয়েছে, কোনো ব্যক্তি যদি তাঁর স্ত্রীকে পরপুরুষের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখতে পায় এবং অবিলম্বে তাঁদের একজন বা দুজনকেই হত্যা করে, বা তাদের মারধর করে পঙ্গু বানিয়ে ফেলে; তবে তার শাস্তি তিন বছরের বেশি হবে না।
নারী অধিকারকর্মী ড. লেয়লা হুসেইন বিবিসিকে বলেন, এসব খুনের উৎস নারীবিদ্বেষ এবং নারীদের শরীর ও আচরণকে নিয়ন্ত্রণের আকাঙ্ক্ষা। ‘অনার কিলিং’ শব্দটির ব্যবহার অনেক ক্ষেত্রেই ভিকটিম এবং তাদের পরিবারের জন্য ক্ষতিকর হতে পারে। এই শব্দ ব্যবহার করে ‘ভিকটিম তার মৃত্যুর জন্য নিজেই দায়ী, খুব বাজে কোনো কাজ করে তার মৃত্যু হয়েছে’—এমন ধারণা প্রতিষ্ঠিত হয়।
জাতিসংঘ জানিয়েছে, প্রতিবছর অনার কিলিংয়ের শিকার হয়ে পরিবারের সদস্যদের দ্বারা খুন হন বিশ্বের প্রায় ৫ হাজার নারী।
তিবার মৃত্যুর পাঁচ দিন পর বাগদাদের সুপ্রিম জুডিশিয়াল কোর্টের সামনে বিক্ষোভরত ২০ জন নারী অধিকারকর্মীকে আটক করেছে ইরাকের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিক্ষোভকারীদের হাতের প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘নারী হত্যা বন্ধ করুন। নারীদের হত্যা করায় কোনো সম্মান নেই।’
ইরাকের মানবাধিকারকর্মী রুয়া খালাফের মতে, তিবার বাবাকে দেওয়া শাস্তি অন্যায়। এবং তিনি এজাতীয় মামলাকে নারী অধিকার লঙ্ঘনকারী বিধান এবং আইনের প্রমাণ হিসেবে দেখেছেন। খালাফ বলেন, ‘ইরাকি আইনের ব্যাপক উন্নতি, সংশোধন এবং আন্তর্জাতিক কনভেনশনের সঙ্গে সামঞ্জস্য বিধান অত্যন্ত জরুরি।’
নারী অধিকারকর্মী ইরাকি আইনজীবী হানান আবদেল খালেক বলেছেন, ‘একটি সমাধান খুঁজে বের করতেই হবে। নারী হত্যা অবশ্যই বন্ধ করতে হবে। নারীদের হত্যা করা এখন খুবই সহজ হয়ে গেছে। শ্বাসরোধ, ছুরিকাঘাত করা এখানে অনেক সহজ। আমরা আশা করি, ৪০৯ নম্বর ধারাটি বাতিল করা হবে।’
সামাজিক যোগাযোগমাধ্যমেও নারীরা বলেছেন, তিবা হত্যা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। তা ছাড়া, অনেক অনার কিলিংয়ের ঘটনা প্রকাশ পায়নি। নারীদের সুরক্ষা দেওয়ার জন্য আইনের ধারা আরও কঠোর করার দাবি কেবল ইরানেই নয়, উঠেছে বিশ্বের নানা দেশেও।
ইরাকি পার্লামেন্টে কুর্দিস্তান ব্লকের প্যাট্রিয়টিক ইউনিয়নের প্রধান আলা তালাবানি বলেছেন, ‘আমাদের সমাজে নারীরা আইনি বাধা এবং সরকারি পদক্ষেপের অনুপস্থিতির কারণে পশ্চাৎপদ প্রথার কাছে এখনো জিম্মি। বর্তমানে পারিবারিক সহিংসতা যে আকারে হচ্ছে, তা হ্রাস করার জন্য আইনি বাধা এবং সরকারি পদক্ষেপের অনুপস্থিতি কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়।’
পরিবারের সদস্যদের হত্যাসহ গুরুতর শারীরিক সহিংসতা থেকে রক্ষায় পারিবারিক সহিংসতা প্রতিরোধ আইনের খসড়া পাস করার আহ্বান জানান তিনি।
তিবা হত্যাকে ‘ঘৃণ্য’ আখ্যা দিয়ে ইরাকে জাতিসংঘের মিশন বলেছে, ইরাকে এখনো নারীদের প্রতি সহিংসতা ও অবিচারের সংস্কৃতি যে কতটা শক্তিশালী, এ ঘটনা সেটাই প্রকাশ করে। সেই সঙ্গে, নারী ও মেয়েদের বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধে আইন ও নীতিগুলোকে সমর্থন করা, এই ধরনের অপরাধের সব অপরাধীকে বিচারের আওতায় আনা এবং নারীদের অধিকার সুরক্ষিত করার মাধ্যমে দায়মুক্তি মোকাবিলার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে ইরাকি সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ।
পুরোনো আইনগুলো যে বর্তমানে বিশ্বজুড়ে নারীদের আর লিঙ্গভিত্তিক সহিংসতা থেকে রক্ষা করতে পারছে না, অনেকের কাছেই সেই ঘটনার দিকে ইঙ্গিত করেছে তিবার গল্প। কিন্তু অন্যদের কাছে তিবা কেবল আরও একটি উদাহরণ, যাদের গল্প ঢেকে রাখা হয়; যাদের কথা বলা হয়নি কোনো দিন।
তারুণ্য-সজীবতায় ভরা চঞ্চল স্বভাবের ইউটিউবার তিবা আল-আলি। নিজের জীবনের মজাদার ভিডিও তৈরি করে তিনি জনপ্রিয় হয়েছিলেন। কিন্তু এই জনপ্রিয়তাই তাঁর জীবন কেড়ে নিল। অনার কিলিং বা পরিবার ও সমাজের মুখ রক্ষায় হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তিনি। বাবা তাঁকে খুন করেছেন।
২০১৭ সালে ১৭ বছর বয়সে ইরাক থেকে তুরস্কে গিয়েই ইউটিউবে ভিডিও বানানো শুরু করেন তিনি। সেখানে নিজের স্বাধীনতা, বিয়ে, মেকআপসহ নানা বিষয় নিয়ে কথা বলেন তিনি। চলতি বছরের জানুয়ারিতে নিজ দেশ ইরাকে যান তিবা। সেখানে বাবার সঙ্গে নানা বিষয়ে মতের মিল হয়নি তাঁর। তাতেই জীবনের যবনিকাপাত হলো। বাবার হাতেই মৃত্যু হয় তিবার।
এই ইউটিউবারের বাবা তায়িপ আলিকে মাত্র ছয় মাসের কারাদণ্ড দেন দেশটির আদালত। বাবার হাতে তিবার মৃত্যু, অনার কিলিংয়ের বিষয় নিয়ে আদালতের রায়ের পর দেশটিতে শুরু হয় বিক্ষোভ। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইরাকে নারীদের কোন চোখে দেখা হয়, তা তিবার মৃত্যুর ঘটনাপ্রবাহ তুলে ধরেছে। সেখানে এখনো কোন মাত্রায় রক্ষণশীল দৃষ্টিভঙ্গি বিরাজ করছে, তাও তুলে ধরা হয়েছে।
ইরাক ছেড়ে তুরস্কে যাওয়া কিংবা সিরীয় বংশোদ্ভূতকে বিয়ে—এসবের কিছুই মানতে পারেননি তিবার বাবা। বাবার সঙ্গে তর্কে জড়িয়ে পড়েছিলেন তিবা। ৩১ জানুয়ারি শ্বাসরোধে তিবাকে হত্যা করেন তায়িপ আলি। এরপর পুলিশের কাছে নিজেই ধরা দেন। এপ্রিলে মাত্র ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয় তায়িপ আলিকে।
তিবাকে হত্যার পর অনার কিলিং নিয়ে বিদ্যমান আইনের বিরুদ্ধে বিক্ষোভ জানিয়ে আসছে হাজার হাজার নারী। মৃত্যুর পর তাঁর ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যাও বাড়ছে। প্রতিদিনই ভিডিও পোস্ট করতেন তিনি। তুরস্কে যে স্বাধীনতা ভোগ করতেন তা যে ইরাকে সম্ভব নয়, সে কথাও বলেছেন তিনি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, পরিবারের সদস্যের বিরুদ্ধে সংঘটিত সহিংসতা ও অপরাধের ক্ষেত্রে অনার কিলিং বা সম্মান রক্ষার্থে খুনের শাস্তি প্রশমিত করাকে অনুমোদন করে ইরাক। কোনো উসকানি কিংবা ‘সম্মান রক্ষার’ উদ্দেশ্য থাকলে সেই খুনের শাস্তি কমানোর কথা বলা হয়েছে।
ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেনারেল সাদ মান বলেন, ‘তিবা আল-আলি দুর্ঘটনার শিকার হয়েছেন। আইনের দৃষ্টিতে এটি একটি অপরাধমূলক দুর্ঘটনা এবং অন্যভাবে দেখলে, এটা অনার কিলিং। ঘটনার আগের দিন তিবা ও তার বাবার মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছিল। স্থানীয় পুলিশকেও হস্তক্ষেপ করতে হয়েছিল।’
এ ব্যাপারে কর্তৃপক্ষের অবস্থান জানতে চাইলে জেনারেল সাদ মান বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে বিষয়টি দেখছে, সঙ্গে সঙ্গে আইনের প্রয়োগও ঘটিয়েছে। তারা প্রাথমিক ও বিচার বিভাগীয় তদন্ত শুরু করেছে, সমস্ত প্রমাণ সংগ্রহ করেছে এবং সাজা দেওয়ার জন্য ফাইলটি বিচার বিভাগের কাছে পাঠিয়েছে।
তিবার মৃত্যু এবং তাঁর বাবাকে দেওয়া লঘুদণ্ডের পরিপ্রেক্ষিতে বিক্ষোভে ফেটে পড়ে ইরাকের হাজারো নারী। ইরাকের আইনে পারিবারিক সহিংসতা থেকে মেয়ে ও নারীদের জন্য পর্যাপ্ত সুরক্ষা নেই জানিয়ে বিশ্বজুড়ে আন্দোলন করেছেন নারী অধিকার কর্মীরা। উদাহরণস্বরূপ বলা যায়, ইরাকের দণ্ডবিধির ৪১ অনুচ্ছেদে ‘স্বামীর দ্বারা স্ত্রীর শাস্তি’ এবং ‘বাবা-মায়ের দ্বারা...নির্দিষ্ট সীমার মধ্যে তাদের কর্তৃত্বাধীন শিশুদের শাসনকে’ আইনগত অধিকার হিসেবে বিবেচনা করা হয়।
৪০৯ অনুচ্ছেদে বলা হয়েছে, কোনো ব্যক্তি যদি তাঁর স্ত্রীকে পরপুরুষের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখতে পায় এবং অবিলম্বে তাঁদের একজন বা দুজনকেই হত্যা করে, বা তাদের মারধর করে পঙ্গু বানিয়ে ফেলে; তবে তার শাস্তি তিন বছরের বেশি হবে না।
নারী অধিকারকর্মী ড. লেয়লা হুসেইন বিবিসিকে বলেন, এসব খুনের উৎস নারীবিদ্বেষ এবং নারীদের শরীর ও আচরণকে নিয়ন্ত্রণের আকাঙ্ক্ষা। ‘অনার কিলিং’ শব্দটির ব্যবহার অনেক ক্ষেত্রেই ভিকটিম এবং তাদের পরিবারের জন্য ক্ষতিকর হতে পারে। এই শব্দ ব্যবহার করে ‘ভিকটিম তার মৃত্যুর জন্য নিজেই দায়ী, খুব বাজে কোনো কাজ করে তার মৃত্যু হয়েছে’—এমন ধারণা প্রতিষ্ঠিত হয়।
জাতিসংঘ জানিয়েছে, প্রতিবছর অনার কিলিংয়ের শিকার হয়ে পরিবারের সদস্যদের দ্বারা খুন হন বিশ্বের প্রায় ৫ হাজার নারী।
তিবার মৃত্যুর পাঁচ দিন পর বাগদাদের সুপ্রিম জুডিশিয়াল কোর্টের সামনে বিক্ষোভরত ২০ জন নারী অধিকারকর্মীকে আটক করেছে ইরাকের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিক্ষোভকারীদের হাতের প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘নারী হত্যা বন্ধ করুন। নারীদের হত্যা করায় কোনো সম্মান নেই।’
ইরাকের মানবাধিকারকর্মী রুয়া খালাফের মতে, তিবার বাবাকে দেওয়া শাস্তি অন্যায়। এবং তিনি এজাতীয় মামলাকে নারী অধিকার লঙ্ঘনকারী বিধান এবং আইনের প্রমাণ হিসেবে দেখেছেন। খালাফ বলেন, ‘ইরাকি আইনের ব্যাপক উন্নতি, সংশোধন এবং আন্তর্জাতিক কনভেনশনের সঙ্গে সামঞ্জস্য বিধান অত্যন্ত জরুরি।’
নারী অধিকারকর্মী ইরাকি আইনজীবী হানান আবদেল খালেক বলেছেন, ‘একটি সমাধান খুঁজে বের করতেই হবে। নারী হত্যা অবশ্যই বন্ধ করতে হবে। নারীদের হত্যা করা এখন খুবই সহজ হয়ে গেছে। শ্বাসরোধ, ছুরিকাঘাত করা এখানে অনেক সহজ। আমরা আশা করি, ৪০৯ নম্বর ধারাটি বাতিল করা হবে।’
সামাজিক যোগাযোগমাধ্যমেও নারীরা বলেছেন, তিবা হত্যা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। তা ছাড়া, অনেক অনার কিলিংয়ের ঘটনা প্রকাশ পায়নি। নারীদের সুরক্ষা দেওয়ার জন্য আইনের ধারা আরও কঠোর করার দাবি কেবল ইরানেই নয়, উঠেছে বিশ্বের নানা দেশেও।
ইরাকি পার্লামেন্টে কুর্দিস্তান ব্লকের প্যাট্রিয়টিক ইউনিয়নের প্রধান আলা তালাবানি বলেছেন, ‘আমাদের সমাজে নারীরা আইনি বাধা এবং সরকারি পদক্ষেপের অনুপস্থিতির কারণে পশ্চাৎপদ প্রথার কাছে এখনো জিম্মি। বর্তমানে পারিবারিক সহিংসতা যে আকারে হচ্ছে, তা হ্রাস করার জন্য আইনি বাধা এবং সরকারি পদক্ষেপের অনুপস্থিতি কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়।’
পরিবারের সদস্যদের হত্যাসহ গুরুতর শারীরিক সহিংসতা থেকে রক্ষায় পারিবারিক সহিংসতা প্রতিরোধ আইনের খসড়া পাস করার আহ্বান জানান তিনি।
তিবা হত্যাকে ‘ঘৃণ্য’ আখ্যা দিয়ে ইরাকে জাতিসংঘের মিশন বলেছে, ইরাকে এখনো নারীদের প্রতি সহিংসতা ও অবিচারের সংস্কৃতি যে কতটা শক্তিশালী, এ ঘটনা সেটাই প্রকাশ করে। সেই সঙ্গে, নারী ও মেয়েদের বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধে আইন ও নীতিগুলোকে সমর্থন করা, এই ধরনের অপরাধের সব অপরাধীকে বিচারের আওতায় আনা এবং নারীদের অধিকার সুরক্ষিত করার মাধ্যমে দায়মুক্তি মোকাবিলার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে ইরাকি সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ।
পুরোনো আইনগুলো যে বর্তমানে বিশ্বজুড়ে নারীদের আর লিঙ্গভিত্তিক সহিংসতা থেকে রক্ষা করতে পারছে না, অনেকের কাছেই সেই ঘটনার দিকে ইঙ্গিত করেছে তিবার গল্প। কিন্তু অন্যদের কাছে তিবা কেবল আরও একটি উদাহরণ, যাদের গল্প ঢেকে রাখা হয়; যাদের কথা বলা হয়নি কোনো দিন।
যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, মুক্তির অন্তত ২৪ ঘণ্টা আগে হামাসকে জিম্মিদের নামের তালিকা সরবরাহ করতে হবে। তবে এখনো হামাস এই তালিকা প্রকাশ করেনি। রোববার (১৯ জানুয়ারি) স্থানীয় সময় বিকেল ৪টা পর্যন্ত জিম্মিদের মুক্তির সময়সীমা...
৫ ঘণ্টা আগেএকজন বন্দুকধারী সুপ্রিম কোর্টে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে ঘটনাস্থলেই দুই বিচারক নিহত হন। এ সময় আদালতের একজন নিরাপত্তা কর্মী আহত হন। বন্দুকধারী পালানোর সময় আত্মহত্যা করেছে বলে জানিয়েছে মিজান।
৫ ঘণ্টা আগেপাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবিকে আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় দেওয়া সাজার রায় চ্যালেঞ্জ করার ঘোষণা দিয়েছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। দলটির অভিযোগ, এই রায় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তবে সরকার বলছে, এই সাজা ইমরান খানের প্রাপ্য ছিল।
৯ ঘণ্টা আগেআগামী ১০ থেকে ১৪ ফেব্রুয়ারি অ্যারো ইন্ডিয়া ২০২৫–এর ১৫ তম প্রদর্শনী বেঙ্গালুরুর ইয়েলাহাঙ্কা বিমানঘাঁটি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বেঙ্গালুরুর ইয়েলাহাঙ্কা বিমানঘাঁটির ১৩ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে মাংস বিক্রি ও পরিবেশনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
৯ ঘণ্টা আগে