অনলাইন ডেস্ক
ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির সন্দেহে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি পুলিশ। গত সপ্তাহে দেশটির নিরাপত্তা বাহিনী তাঁদের গ্রেপ্তার করে। গতকাল বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ইসরায়েলি পুলিশ বিষয়টি প্রকাশ করে।
ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
ইসরায়েলের পুলিশ ও অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিনবেতের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ইরানের প্রচেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে।’
ওই দম্পতি ইসরায়েলের মধ্যাঞ্চলীয় শহর লোদের বাসিন্দা রাফায়েল ও লালা গুলায়েভ। তাঁদের দুজনেরই বয়স ৩২ বছর। তাঁরা ইসরায়েলি জাতীয় অবকাঠামো, নিরাপত্তা সাইট সম্পর্কে গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং এক নারী শিক্ষাবিদকে নজরদারির কাজে জড়িত ছিলেন বলে বিবৃতিতে অভিযোগ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, এই দম্পতিকে নিয়োগ করেছিল ইরানের পক্ষে কাজ করা আজারবাইজানীয় নাগরিক এলশান (এলহান) আগায়েভ। তবে আগায়েভ ইসরায়েলে অবস্থান করছেন কি না, তা স্পষ্ট নয়।
তাদের অভিযোগ, গ্রেপ্তার ব্যক্তিরা ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সদর দপ্তরসহ স্পর্শকাতর ইসরায়েলি স্থানগুলোতে নজরদারি এবং তেল আবিবের ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজে কর্মরত এক গবেষকের বিষয়ে তথ্য সংগ্রহ করে।
এর আগে গত ২২ অক্টোবর ইসরায়েলি পুলিশ জানায়, তারা ইসরায়েল অধিকৃত পূর্ব জেরুজালেম থেকে সাত ফিলিস্তিনির একটি দলকে গ্রেপ্তার করেছে। তার এক দিন আগে পুলিশ জানিয়েছিল, ইরানের নির্দেশে শত শত গুপ্তচর মিশন চালানোর সন্দেহে তারা হাইফা শহর থেকে সাত ইসরায়েলি নাগরিককে গ্রেপ্তার করেছে। এর আগের সপ্তাহে আরও দুই ইসরায়েলির বিরুদ্ধে বিভিন্ন অপরাধের অভিযোগ আনা হয়।
এ ছাড়া গত সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ শীর্ষ কর্মকর্তাদের হত্যার ষড়যন্ত্রের অভিযোগে উপকূলীয় শহর আশকেলন থেকে মোরদেচাই মামান নামে এক ইসরায়েলিকে গ্রেপ্তার করা হয়।
ইসরায়েল বর্তমানে লেবাননের হিজবুল্লাহ, গাজার হামাস, ইয়েমেনে হুতি বিদ্রোহীসহ ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর সঙ্গে সংঘাতে লিপ্ত রয়েছে।
ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির সন্দেহে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি পুলিশ। গত সপ্তাহে দেশটির নিরাপত্তা বাহিনী তাঁদের গ্রেপ্তার করে। গতকাল বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ইসরায়েলি পুলিশ বিষয়টি প্রকাশ করে।
ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
ইসরায়েলের পুলিশ ও অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিনবেতের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ইরানের প্রচেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে।’
ওই দম্পতি ইসরায়েলের মধ্যাঞ্চলীয় শহর লোদের বাসিন্দা রাফায়েল ও লালা গুলায়েভ। তাঁদের দুজনেরই বয়স ৩২ বছর। তাঁরা ইসরায়েলি জাতীয় অবকাঠামো, নিরাপত্তা সাইট সম্পর্কে গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং এক নারী শিক্ষাবিদকে নজরদারির কাজে জড়িত ছিলেন বলে বিবৃতিতে অভিযোগ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, এই দম্পতিকে নিয়োগ করেছিল ইরানের পক্ষে কাজ করা আজারবাইজানীয় নাগরিক এলশান (এলহান) আগায়েভ। তবে আগায়েভ ইসরায়েলে অবস্থান করছেন কি না, তা স্পষ্ট নয়।
তাদের অভিযোগ, গ্রেপ্তার ব্যক্তিরা ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সদর দপ্তরসহ স্পর্শকাতর ইসরায়েলি স্থানগুলোতে নজরদারি এবং তেল আবিবের ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজে কর্মরত এক গবেষকের বিষয়ে তথ্য সংগ্রহ করে।
এর আগে গত ২২ অক্টোবর ইসরায়েলি পুলিশ জানায়, তারা ইসরায়েল অধিকৃত পূর্ব জেরুজালেম থেকে সাত ফিলিস্তিনির একটি দলকে গ্রেপ্তার করেছে। তার এক দিন আগে পুলিশ জানিয়েছিল, ইরানের নির্দেশে শত শত গুপ্তচর মিশন চালানোর সন্দেহে তারা হাইফা শহর থেকে সাত ইসরায়েলি নাগরিককে গ্রেপ্তার করেছে। এর আগের সপ্তাহে আরও দুই ইসরায়েলির বিরুদ্ধে বিভিন্ন অপরাধের অভিযোগ আনা হয়।
এ ছাড়া গত সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ শীর্ষ কর্মকর্তাদের হত্যার ষড়যন্ত্রের অভিযোগে উপকূলীয় শহর আশকেলন থেকে মোরদেচাই মামান নামে এক ইসরায়েলিকে গ্রেপ্তার করা হয়।
ইসরায়েল বর্তমানে লেবাননের হিজবুল্লাহ, গাজার হামাস, ইয়েমেনে হুতি বিদ্রোহীসহ ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর সঙ্গে সংঘাতে লিপ্ত রয়েছে।
জিতেন্দ্র রাওয়াত। তিনি বিষণ্নতায় ভুগছিলেন এবং চিকিৎসাধীন ছিলেন। তিনি তাঁর মায়ের সঙ্গে ভবনের প্রথম তলায় থাকতেন। তাঁর স্ত্রী দুই সন্তানসহ দেরাদুনে থাকেন। তাঁর জিতেন্দ্র রাওয়াতের বয়স ৩৫ থেকে ৪০ বছরের মধ্যে হবে। তিনি মারা যাওয়ার সময় তাঁর মা বাড়িতে ছিলেন। পুলিশ এ ঘটনার তদন্ত করছে...
২০ মিনিট আগেইউরোপজুড়ে বেশ কয়েকটি দেশে কনস্যুলেট বন্ধ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। আগামী কয়েক মাসের মধ্যেই এ সিদ্ধান্ত বাস্তবায়নে পদক্ষেপ নেওয়া হবে। গতকাল বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।
৩৭ মিনিট আগেপ্রিন্সটন বিশ্ববিদ্যালয়ভিত্তিক গবেষণা কেন্দ্র ডিজিটাল উইটনেস ল্যাবের গবেষণায় ভারতে অবৈধ অস্ত্র ব্যবসার এই চিত্র উঠে এসেছে। গবেষকেরা বলছেন, গবেষণার জন্য তাঁরা ভারত ভিত্তিক ২৩৪টি হোয়াটসঅ্যাপ গ্রুপের তথ্য-উপাত্ত ঘেঁটেছেন। এসব গ্রুপে আগ্নেয়াস্ত্র সংক্রান্ত ৮ হাজারটির বেশি বিজ্ঞাপন দেখেছেন তাঁরা।
৩ ঘণ্টা আগেপরেশ বড়ুয়া দীর্ঘদিন ধরে রুইলিতে অবস্থান করছেন। এর আগে তিনি বাংলাদেশে বেশ কিছু দিন ছিলেন। তবে ২০০৮ সালের নির্বাচনের আগে তিনি বাংলাদেশ ছাড়েন। আওয়ামী লীগ ক্ষমতায় ফিরলে ভারতে প্রত্যর্পণ করতে পারে—এমন আশঙ্কা থেকেই তিনি বাংলাদেশ থেকে পালিয়ে যান।
৩ ঘণ্টা আগে