অনলাইন ডেস্ক
ইরাকে বিয়ের আসরে আগুন ছড়িয়ে পড়ে অন্তত ১১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১৫০ জন। ইরাকের নিনেভেহ প্রদেশের হামদানিয়া জেলায় স্থানীয় সময় গতকাল মঙ্গলবার দিবাগত রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
নিনেভেহ প্রদেশের ডেপুটি গভর্নর হাসান আল-আল্লাক হতাহতের সংখ্যা নিশ্চিত করে বলেছেন, ‘অন্তত ১১৩ জন নিশ্চিতভাবে নিহত হয়েছেন।’ ইরাকের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, এ ঘটনায় আহতের সংখ্যাও দেড় শতাধিক। স্থানীয় সিভিল ডিফেন্স বিভাগ জানিয়েছে, বিয়ের আসরে আতশবাজি থেকে অগ্নিকাণ্ডের সূচনা হয়।
ঘটনার প্রত্যক্ষদর্শী ৩৪ বছরের ইমাদ ইয়োহানা বলেন, ‘আগুন ছড়িয়ে পড়তে দেখেই আমরা সবাই বের হয়ে আসার চেষ্টা করি। অনেকে তাতে সফল হলেও অনেকে বের হতে পারেননি। এমনকি অনেকে বের হওয়ার পথে আগুনের কারণে বিয়ের জন্য তৈরি করা কাঠামো ভেঙে পড়লে তার নিচে চাপা পড়ে।’
ঘটনাস্থল থেকে পাঠানো রয়টার্সের প্রতিবেদকের ভিডিও থেকে দেখা গেছে, ফায়ার সার্ভিসের কর্মীরা যথাসাধ্য চেষ্টা করছেন আগুন নেভানোর এমনকি ধ্বংসস্তূপের নিচে কেউ আটকে পড়ে আছে কি না, তা খোঁজ করে উদ্ধারের চেষ্টা করছেন। ঘটনার পরপরই ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স ও চিকিৎসকদের একটি দল পাঠানো হয়। পাশাপাশি জরুরি সেবা বিভাগের কর্মীদেরও মোতায়েন করা হয়।
ফায়ার সার্ভিসের প্রাথমিক তদন্তের বরাত দিয়ে ইরাকের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমগুলো জানিয়েছে, যে ভবনটিতে বিয়ের অনুষ্ঠান হচ্ছিল, সেটি অত্যন্ত দাহ্য নির্মাণ উপকরণ দিয়ে তৈরি এবং এ কারণেই আগুনের সূত্রপাতের পরপরই খুব দ্রুতই ভবনটি ধসে পড়ে।
ইরাকে বিয়ের আসরে আগুন ছড়িয়ে পড়ে অন্তত ১১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১৫০ জন। ইরাকের নিনেভেহ প্রদেশের হামদানিয়া জেলায় স্থানীয় সময় গতকাল মঙ্গলবার দিবাগত রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
নিনেভেহ প্রদেশের ডেপুটি গভর্নর হাসান আল-আল্লাক হতাহতের সংখ্যা নিশ্চিত করে বলেছেন, ‘অন্তত ১১৩ জন নিশ্চিতভাবে নিহত হয়েছেন।’ ইরাকের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, এ ঘটনায় আহতের সংখ্যাও দেড় শতাধিক। স্থানীয় সিভিল ডিফেন্স বিভাগ জানিয়েছে, বিয়ের আসরে আতশবাজি থেকে অগ্নিকাণ্ডের সূচনা হয়।
ঘটনার প্রত্যক্ষদর্শী ৩৪ বছরের ইমাদ ইয়োহানা বলেন, ‘আগুন ছড়িয়ে পড়তে দেখেই আমরা সবাই বের হয়ে আসার চেষ্টা করি। অনেকে তাতে সফল হলেও অনেকে বের হতে পারেননি। এমনকি অনেকে বের হওয়ার পথে আগুনের কারণে বিয়ের জন্য তৈরি করা কাঠামো ভেঙে পড়লে তার নিচে চাপা পড়ে।’
ঘটনাস্থল থেকে পাঠানো রয়টার্সের প্রতিবেদকের ভিডিও থেকে দেখা গেছে, ফায়ার সার্ভিসের কর্মীরা যথাসাধ্য চেষ্টা করছেন আগুন নেভানোর এমনকি ধ্বংসস্তূপের নিচে কেউ আটকে পড়ে আছে কি না, তা খোঁজ করে উদ্ধারের চেষ্টা করছেন। ঘটনার পরপরই ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স ও চিকিৎসকদের একটি দল পাঠানো হয়। পাশাপাশি জরুরি সেবা বিভাগের কর্মীদেরও মোতায়েন করা হয়।
ফায়ার সার্ভিসের প্রাথমিক তদন্তের বরাত দিয়ে ইরাকের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমগুলো জানিয়েছে, যে ভবনটিতে বিয়ের অনুষ্ঠান হচ্ছিল, সেটি অত্যন্ত দাহ্য নির্মাণ উপকরণ দিয়ে তৈরি এবং এ কারণেই আগুনের সূত্রপাতের পরপরই খুব দ্রুতই ভবনটি ধসে পড়ে।
নতুন বইয়ে তিব্বতীয় বৌদ্ধধর্মের আধ্যাত্মিক নেতা দলাই লামা বলেছেন, তাঁর উত্তরসূরি চীনের বাইরে জন্ম নেবেন। দালাই লামার এমন ভবিষ্যদ্বাণী চীনের সঙ্গে দীর্ঘদিনের বিতর্ককে আরও তীব্র করে তুলতে পারে। কারণ ছয় দশকেরও বেশি সময় আগে তিব্বতে চীনের শাসন থেকে পালিয়ে ভারতে এসে আশ্রয় নিয়েছিলেন তিনি।
১ ঘণ্টা আগেসাজাপ্রাপ্ত রাতু থালিসা একজন মুসলিম ট্রান্সজেন্ডার নারী। টিকটকে তাঁর ৪ লাখ ৪২ হাজারেরও বেশি অনুসারী রয়েছে। এই প্ল্যাটফর্মে লাইভ ডিডিওতে একটি মন্তব্যের জবাবে তিনি যিশুর প্রতি অবমাননাকর মন্তব্যটি করেছিলেন। যিশুকে তিনি চুল কাটার পরামর্শ দিয়েছিলেন, যেন তাঁকে পুরুষের মতো দেখায়।
২ ঘণ্টা আগেরাশিয়ার বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, হামলার পর নিরাপত্তা নিশ্চিত করতে মস্কোর চারটি প্রধান বিমানবন্দরের সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। এ ছাড়া, মস্কোর পূর্বে অবস্থিত ইয়ারোস্লাভল ও নিজনি নভগোরোদ অঞ্চলের দুটি বিমানবন্দরও বন্ধ করে দেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগেবিভিন্ন দেশে সাইবার অপরাধের জালে ফেঁসে যাওয়া ৫৪০ ভারতীয় নাগরিককে উদ্ধার করা হয়েছে। শুরু হয়েছে তাঁদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া। গতকাল সোমবার উদ্ধার হওয়া ২৮৩ জনকে নিয়ে ভারত পৌঁছেছে ভারতীয় বিমানবাহিনীর একটি উড়োজাহাজ। আজ মঙ্গলবার আরও একটি ফ্লাইট পৌঁছানোর কথা রয়েছে।
৩ ঘণ্টা আগে