Ajker Patrika

গাজার সুড়ঙ্গ থেকে এক মার্কিন নাগরিকসহ ৬ জিম্মির মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক
আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৪, ১৪: ০৫
গাজার সুড়ঙ্গ থেকে এক মার্কিন নাগরিকসহ ৬ জিম্মির মরদেহ উদ্ধার

দক্ষিণ গাজার গাজার রাফাহ শহরের নিচের এক সুড়ঙ্গ থেকে এক মার্কিন নাগরিকসহ ৬ জিম্মির মরদেহ উদ্ধার করেছে ইসরাইলি সেনাবাহিনী। আজ রোববার উদ্ধারের খুব কাছাকাছি সময়ে তাঁদের মৃত্যু হয়েছে বলে সেনাবাহিনীর দাবি।

এদের মধ্যে হার্শ গোল্ডবার্গ-পোলিন নামে যুক্তরাষ্ট্রের নাগরিক রয়েছেন। মার্কিন নাগরিকের মৃত্যুর খবরে হামাসের বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি গোল্ডবার্গ-পোলিনের মা-বাবার কাছে গভীর শোক প্রকাশ করেন।

ইসরাইলি সামরিক বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি সাংবাদিকদের বলেন, ‘আমাদের প্রাথমিক ধারণা, আমরা পৌঁছানোর কিছুক্ষণ আগে হামাসের সন্ত্রাসীরা তাঁদের নির্মমভাবে হত্যা করে।’

বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, নিহতেরা হলেন— কারমেল গ্যাট, হার্শ গোল্ডবার্গ-পোলিন, ইডেন ইরেশালমি, আলেকজান্ডার লোবানভ, আলমোগ সারুসি এবং ওরি দানিনো।

ড্যানিয়েল হাগারি বলেন, রাফাহ শহরে মাটির নিচে তাঁদের মৃতদেহ পাওয়া গেছে। এরই মধ্যে মরদেহ ইসরায়েলে পৌঁছেছে।

জিম্মিদের নিরাপদে বাড়িতে ফিরিয়ে আনতে ব্যর্থ হওয়ার জন্য ক্ষমাপ্রার্থনা করেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ।

তবে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কাছ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর জন্য দেশে-বিদেশে চাপের মধ্যে আছেন তিনি। এদিকে অভিযোগের বিষয়ে হামাসও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

হোয়াইট হাউস থেকে জারি করা এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ‘আমি বিধ্বস্ত ও ক্ষুব্ধ।’

কয়েক দিন আগে দক্ষিণ ইসরায়েলের বেদুইন সম্প্রদায়ের সদস্য জিম্মি কায়েদ ফারহান আলকাদিকে প্রায় এক কিলোমিটার দূর থেকে উদ্ধার করা হয়। এরপর ওই এলাকায় আরো জিম্মি থাকতে পারে বলে ইসরায়েলি বাহিনীকে সতর্ক করা হয়।

এর মধ্যেই শনিবার ইসরায়েলি হামলায় গাজায় কয়েক ডজন লোক নিহত হয়েছে। এজন্য ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ এই অঞ্চলের ঝুঁকির কথা বলে আসছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাতীয় নির্বাচন: ভোট কমিটির নেতৃত্বে ডিসি–ইউএনওকে না রাখার চিন্তা

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

তিন নারী আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: তারেক রহমান

গত দশ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি: মাইলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত