অনলাইন ডেস্ক
ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের একটি চেকপোস্টে দুই ইসরায়েলি নিরাপত্তা রক্ষীকে ছুরিকাঘাত করেছে ১৫ বছর বয়সী এক ফিলিস্তিনি কিশোর। পুলিশ বলেছে, আজ বুধবার সাইকেল চালিয়ে এসে সেই কিশোর নিরাপত্তা রক্ষীদের ওপর আক্রমণ করে। বার্তা সংস্থা এএফপি খবরটি দিয়েছে।
এক বিবৃতিতে পুলিশ জানায়, জেরুসালেমের দক্ষিণে টানেল চেকপোস্টে আজ সকাল ৮: ১৫টায় হামলার ঘটনাটি ঘটে। বিবৃতিতে বলা হয়, ক্রসিংয়ের নিরাপত্তা বাহিনী যখন তাকে (কিশোর) তল্লাশি করার চেষ্টা করে তখন সে একটি ছুরি বের করে এবং ঘটনাস্থলে উপস্থিত বাহিনীকে ছুরিকাঘাত করতে শুরু করে।
বিবৃতিতে আরও বলা হয়, সেই কিশোর ছুরিকাঘাত করার পর সেখানে উপস্থিত এক সশস্ত্র বেসামরিক প্রহরী তাকে প্রতিহত করে। একই সঙ্গে ঘটনাস্থলে থাকা ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) সেই কিশোরকে নিষ্ক্রিয় করতে গুলি চালায়। পরে পুলিশ হামলাকারী কিশোরকে মৃত ঘোষণা করে।
ছুরিকাঘাতে একজন মহিলা সৈনিক এবং একজন বেসামরিক সশস্ত্র প্রহরী আহত হয়েছেন বলে জানায় পুলিশ। তাদের আঘাত গুরুতর নয় বলেও জানান হয়েছে।
ফিলিস্তিনি সরকারি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, সেই চেকপোস্টে রক্তক্ষরণে মৃত্যু না হওয়া পর্যন্ত ফিলিস্তিনি কিশোরকে ফেলে রেখেছিল নিরাপত্তা বাহিনী।
ইসরায়েলের দখলকৃত পূর্ব জেরুসালেমের একটি শরণার্থীশিবিরে ইসরায়েলি সীমান্ত পুলিশের গুলিতে ১২ বছর বয়সী ফিলিস্তিনি শিশু মারা যাওয়ার একদিন পর ঘটল এই ছুরিকাঘাতের ঘটনা। শুয়াফাত শরণার্থীশিবিরের বাসিন্দা এবং পুলিশের মধ্যে সংঘর্ষের সময় ১২ বছর বয়সী শিশু রামি হামদান আল-হালহুলি গুলিবদ্ধ হয়। ইসরায়েলি বাহিনীর দাবি, শিশুটি তাদের লক্ষ্য করে আতশবাজি ছুড়েছিল।
গত সোমবার রমজান মাস শুরু হওয়ার পর থেকে পূর্ব জেরুসালেমের পুরোনো শহরে শত শত অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের একটি চেকপোস্টে দুই ইসরায়েলি নিরাপত্তা রক্ষীকে ছুরিকাঘাত করেছে ১৫ বছর বয়সী এক ফিলিস্তিনি কিশোর। পুলিশ বলেছে, আজ বুধবার সাইকেল চালিয়ে এসে সেই কিশোর নিরাপত্তা রক্ষীদের ওপর আক্রমণ করে। বার্তা সংস্থা এএফপি খবরটি দিয়েছে।
এক বিবৃতিতে পুলিশ জানায়, জেরুসালেমের দক্ষিণে টানেল চেকপোস্টে আজ সকাল ৮: ১৫টায় হামলার ঘটনাটি ঘটে। বিবৃতিতে বলা হয়, ক্রসিংয়ের নিরাপত্তা বাহিনী যখন তাকে (কিশোর) তল্লাশি করার চেষ্টা করে তখন সে একটি ছুরি বের করে এবং ঘটনাস্থলে উপস্থিত বাহিনীকে ছুরিকাঘাত করতে শুরু করে।
বিবৃতিতে আরও বলা হয়, সেই কিশোর ছুরিকাঘাত করার পর সেখানে উপস্থিত এক সশস্ত্র বেসামরিক প্রহরী তাকে প্রতিহত করে। একই সঙ্গে ঘটনাস্থলে থাকা ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) সেই কিশোরকে নিষ্ক্রিয় করতে গুলি চালায়। পরে পুলিশ হামলাকারী কিশোরকে মৃত ঘোষণা করে।
ছুরিকাঘাতে একজন মহিলা সৈনিক এবং একজন বেসামরিক সশস্ত্র প্রহরী আহত হয়েছেন বলে জানায় পুলিশ। তাদের আঘাত গুরুতর নয় বলেও জানান হয়েছে।
ফিলিস্তিনি সরকারি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, সেই চেকপোস্টে রক্তক্ষরণে মৃত্যু না হওয়া পর্যন্ত ফিলিস্তিনি কিশোরকে ফেলে রেখেছিল নিরাপত্তা বাহিনী।
ইসরায়েলের দখলকৃত পূর্ব জেরুসালেমের একটি শরণার্থীশিবিরে ইসরায়েলি সীমান্ত পুলিশের গুলিতে ১২ বছর বয়সী ফিলিস্তিনি শিশু মারা যাওয়ার একদিন পর ঘটল এই ছুরিকাঘাতের ঘটনা। শুয়াফাত শরণার্থীশিবিরের বাসিন্দা এবং পুলিশের মধ্যে সংঘর্ষের সময় ১২ বছর বয়সী শিশু রামি হামদান আল-হালহুলি গুলিবদ্ধ হয়। ইসরায়েলি বাহিনীর দাবি, শিশুটি তাদের লক্ষ্য করে আতশবাজি ছুড়েছিল।
গত সোমবার রমজান মাস শুরু হওয়ার পর থেকে পূর্ব জেরুসালেমের পুরোনো শহরে শত শত অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
জিতেন্দ্র রাওয়াত। তিনি বিষণ্নতায় ভুগছিলেন এবং চিকিৎসাধীন ছিলেন। তিনি তাঁর মায়ের সঙ্গে ভবনের প্রথম তলায় থাকতেন। তাঁর স্ত্রী দুই সন্তানসহ দেরাদুনে থাকেন। তাঁর জিতেন্দ্র রাওয়াতের বয়স ৩৫ থেকে ৪০ বছরের মধ্যে হবে। তিনি মারা যাওয়ার সময় তাঁর মা বাড়িতে ছিলেন। পুলিশ এ ঘটনার তদন্ত করছে...
২০ মিনিট আগেইউরোপজুড়ে বেশ কয়েকটি দেশে কনস্যুলেট বন্ধ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। আগামী কয়েক মাসের মধ্যেই এ সিদ্ধান্ত বাস্তবায়নে পদক্ষেপ নেওয়া হবে। গতকাল বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।
৩৭ মিনিট আগেপ্রিন্সটন বিশ্ববিদ্যালয়ভিত্তিক গবেষণা কেন্দ্র ডিজিটাল উইটনেস ল্যাবের গবেষণায় ভারতে অবৈধ অস্ত্র ব্যবসার এই চিত্র উঠে এসেছে। গবেষকেরা বলছেন, গবেষণার জন্য তাঁরা ভারত ভিত্তিক ২৩৪টি হোয়াটসঅ্যাপ গ্রুপের তথ্য-উপাত্ত ঘেঁটেছেন। এসব গ্রুপে আগ্নেয়াস্ত্র সংক্রান্ত ৮ হাজারটির বেশি বিজ্ঞাপন দেখেছেন তাঁরা।
৩ ঘণ্টা আগেপরেশ বড়ুয়া দীর্ঘদিন ধরে রুইলিতে অবস্থান করছেন। এর আগে তিনি বাংলাদেশে বেশ কিছু দিন ছিলেন। তবে ২০০৮ সালের নির্বাচনের আগে তিনি বাংলাদেশ ছাড়েন। আওয়ামী লীগ ক্ষমতায় ফিরলে ভারতে প্রত্যর্পণ করতে পারে—এমন আশঙ্কা থেকেই তিনি বাংলাদেশ থেকে পালিয়ে যান।
৩ ঘণ্টা আগে