অনলাইন ডেস্ক
গত ৭ অক্টোবর দুই শতাধিক ইসরায়েলিকে অপহরণ করে নিয়ে যায় হামাস। তাঁদের মধ্যে ছিলেন ৮৫ বছর বয়সী এক নারী। দুই সপ্তাহ পর গত মাসে মুক্তি পান তিনি। বন্দী অবস্থায় গাজায় হামাসের নেতা ইয়াহিয়া সিনওয়ারের সঙ্গে তাঁর সাক্ষাৎ ও কথা হয়েছিল বলে জানান ওই বৃদ্ধা।
দেশে ফিরে হিব্রু ভাষার সংবাদপত্র দাভারকে সাক্ষাৎকার দিয়েছেন ইয়োচেভেড লিফশিৎজ নামের ওই বৃদ্ধা। তিনি সারা জীবন ফিলিস্তিন-ইসরায়েল শান্তির জন্য কাজ করেছেন।
ইসরায়েলের কিবুৎজ নির ওজে নিজ বাড়ি থেকে তাঁকে গাজায় নিয়ে যায় হামাস যোদ্ধারা। তিনি দাভার পত্রিকাকে বলেন, একটি ভূগর্ভস্থ টানেলে জিম্মিদের দেখতে আসতেন হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার। সেখানে তাঁর সঙ্গে লিফশিৎজের সাক্ষাৎ জয়।
লিফশিৎজ হিব্রু ভাষার দাভারকে বলেন, ‘আমাদের সেখানে নিয়ে যাওয়ার তিন থেকে চার দিন পর সিনওয়ার আমাদের সঙ্গে দেখা করতে আসেন। আমি তাঁকে জিজ্ঞাসা করেছিলাম, এত বছর ধরে যারা শান্তির কথা বলে এসেছেন, শান্তি সমর্থন করে এসেছেন, তাঁদের সঙ্গে এমন কাজ তিনি কীভাবে করলেন? এর জন্য কি লজ্জিত নন? সিনওয়ার এ প্রশ্নের কোনো জবাব দেননি। তিনি চুপ ছিলেন।’
লিফশিৎজের নাতি বার্তা সংস্থা রয়টার্সকে জানান, তাঁর দাদি একজন শান্তিকর্মী। স্বামীর সঙ্গে গাজার অসুস্থ ফিলিস্তিনিদের বহু বছর হাসপাতালে চিকিৎসা নিতে সহায়তা করেছেন। তাঁর ৮৩ বছর বয়সী স্বামী ওদেদকেও বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যায় হামাস। তিনি এখনো মুক্ত হননি।
গত মাসে হামাসের বন্দিদশা থেকে মুক্তির পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন লিফশিৎজ। তিনি বলেন, গাজা উপত্যকায় জিম্মি হিসেবে তাঁর দুই সপ্তাহ ছিল জাহান্নামে থাকার মতো।
যুদ্ধের প্রথম দিকে হামাসের মুক্তি দেওয়ার চার নারীর একজন লিফশিৎজ। তিনি বলেন, অপহরণ করার সময় তাঁকে মারধর করা হয়েছিল। কিন্তু এর পরের দুই সপ্তাহ ভালো আচরণ করা হয়েছিল।
মুক্তির সময় মুখোশধারী এক ব্যক্তির সঙ্গে লিফশিৎজকে হাত মেলাতে দেখা যায়। কেন তিনি এমন করেছিলেন জিজ্ঞাসা করা হলে বলেন, ‘তারা আমাদের সঙ্গে ভদ্র আচরণ করেছে। আমাদের সমস্ত চাহিদা তারা পূরণ করেছে।’
গত ৭ অক্টোবর দুই শতাধিক ইসরায়েলিকে অপহরণ করে নিয়ে যায় হামাস। তাঁদের মধ্যে ছিলেন ৮৫ বছর বয়সী এক নারী। দুই সপ্তাহ পর গত মাসে মুক্তি পান তিনি। বন্দী অবস্থায় গাজায় হামাসের নেতা ইয়াহিয়া সিনওয়ারের সঙ্গে তাঁর সাক্ষাৎ ও কথা হয়েছিল বলে জানান ওই বৃদ্ধা।
দেশে ফিরে হিব্রু ভাষার সংবাদপত্র দাভারকে সাক্ষাৎকার দিয়েছেন ইয়োচেভেড লিফশিৎজ নামের ওই বৃদ্ধা। তিনি সারা জীবন ফিলিস্তিন-ইসরায়েল শান্তির জন্য কাজ করেছেন।
ইসরায়েলের কিবুৎজ নির ওজে নিজ বাড়ি থেকে তাঁকে গাজায় নিয়ে যায় হামাস যোদ্ধারা। তিনি দাভার পত্রিকাকে বলেন, একটি ভূগর্ভস্থ টানেলে জিম্মিদের দেখতে আসতেন হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার। সেখানে তাঁর সঙ্গে লিফশিৎজের সাক্ষাৎ জয়।
লিফশিৎজ হিব্রু ভাষার দাভারকে বলেন, ‘আমাদের সেখানে নিয়ে যাওয়ার তিন থেকে চার দিন পর সিনওয়ার আমাদের সঙ্গে দেখা করতে আসেন। আমি তাঁকে জিজ্ঞাসা করেছিলাম, এত বছর ধরে যারা শান্তির কথা বলে এসেছেন, শান্তি সমর্থন করে এসেছেন, তাঁদের সঙ্গে এমন কাজ তিনি কীভাবে করলেন? এর জন্য কি লজ্জিত নন? সিনওয়ার এ প্রশ্নের কোনো জবাব দেননি। তিনি চুপ ছিলেন।’
লিফশিৎজের নাতি বার্তা সংস্থা রয়টার্সকে জানান, তাঁর দাদি একজন শান্তিকর্মী। স্বামীর সঙ্গে গাজার অসুস্থ ফিলিস্তিনিদের বহু বছর হাসপাতালে চিকিৎসা নিতে সহায়তা করেছেন। তাঁর ৮৩ বছর বয়সী স্বামী ওদেদকেও বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যায় হামাস। তিনি এখনো মুক্ত হননি।
গত মাসে হামাসের বন্দিদশা থেকে মুক্তির পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন লিফশিৎজ। তিনি বলেন, গাজা উপত্যকায় জিম্মি হিসেবে তাঁর দুই সপ্তাহ ছিল জাহান্নামে থাকার মতো।
যুদ্ধের প্রথম দিকে হামাসের মুক্তি দেওয়ার চার নারীর একজন লিফশিৎজ। তিনি বলেন, অপহরণ করার সময় তাঁকে মারধর করা হয়েছিল। কিন্তু এর পরের দুই সপ্তাহ ভালো আচরণ করা হয়েছিল।
মুক্তির সময় মুখোশধারী এক ব্যক্তির সঙ্গে লিফশিৎজকে হাত মেলাতে দেখা যায়। কেন তিনি এমন করেছিলেন জিজ্ঞাসা করা হলে বলেন, ‘তারা আমাদের সঙ্গে ভদ্র আচরণ করেছে। আমাদের সমস্ত চাহিদা তারা পূরণ করেছে।’
ভারত তার প্রতিবেশী দেশ পাকিস্তান ও বাংলাদেশসহ অন্যান্য দেশগুলিকে ‘অবিভক্ত ভারত’ শীর্ষক এক সেমিনারে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছে। এই সেমিনারটি ভারতের আবহাওয়া বিভাগের ১৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা হচ্ছে। বিভেদ ভুলে ভারতীয় উপমহাদেশের যৌথ ইতিহাস উদযাপনের লক্ষে সরকারের পক্ষ থেকে এ ধরনের উদ্যোগ...
৪ ঘণ্টা আগেলিথুনিয়ার ভিলনিয়াস ক্যাথেড্রালের গুপ্ত কক্ষে দশকের পর দশক লুকিয়ে থাকা ঐতিহাসিক সম্পদ আবিষ্কৃত হয়েছে। এই সম্পদের মধ্যে রয়েছে মধ্যযুগীয় ইউরোপের রাজপরিবারগুলোর সঙ্গে সম্পর্কিত মূলবান নানা সম্পদ এবং রাজচিহ্ন।
৬ ঘণ্টা আগেলেবাননের সেনাপ্রধান জোসেফ খলিল আউন দেশের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। আজ বৃহস্পতিবার লেবাননের পার্লামেন্টের সদস্যরা তাঁকে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করেন। তাঁর নির্বাচন দেশটিতে প্রায় দুই বছরের বেশি সময় ধরে চলা ক্ষমতার শূন্যতার অবসান ঘটিয়েছে। তিনি লেবাননের ১৪তম
৭ ঘণ্টা আগেডিসেম্বরের মাঝামাঝি থেকে জানুয়ারির প্রথম অংশ। এই সময়টিতেই উদ্দাম উৎসবের এক নগরীতে পরিণত হয় নাইজেরিয়ার বৃহত্তম শহর লাগোস। এই উৎসবের নাম দেওয়া হয়েছে ‘ডেটি ডিসেম্বর’। শব্দটি মূলত ‘ডার্টি ডিসেম্বর’ থেকেই এসেছে।
৭ ঘণ্টা আগে