২৫ জিম্মি ফিরল ইসরায়েলে, মুক্তি পাচ্ছেন ৩৯ ফিলিস্তিনিও

অনলাইন ডেস্ক
আপডেট : ২৫ নভেম্বর ২০২৩, ০৯: ৪৬
Thumbnail image

হামাসের জিম্মি করা একদল বন্দীর বিনিময়ে মোট ৩৯ ফিলিস্তিনিকে মুক্তি দিচ্ছে ইসরায়েল। আজ শুক্রবার ইসরায়েলি কারাগার থেকে তাঁদের মুক্তি দেওয়ার কথা রয়েছে বলে বিবিসির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়। 

কাতারের মধ্যস্থতায় চার দিনের যুদ্ধবিরতির চুক্তিতে সম্মত হয়েছে ইসরায়েল ও হামাস। এরই মধ্যে ১৫০ ফিলিস্তিনি নারী ও শিশুকে মুক্তির শর্ত অনুযায়ী আজ ২৫ জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। মুক্তি পাওয়া জিম্মিদের মধ্যে ১২ জন থাইল্যান্ডের নাগরিক, বাকিরা ইসরায়েলের। ইসরায়েল জানিয়েছে, এই জিম্মিদের সবাই দেশে ফিরেছেন।

ফিলিস্তিনি বন্দীদের বিরুদ্ধে পাথর ছোড়া থেকে হত্যাচেষ্টা পর্যন্ত নানা ধরনের অপরাধের অভিযোগ রয়েছে। প্রতিবেদন অনুসারে, রেড ক্রসের বাস পশ্চিম তীরের ওফের কারাগারে পৌঁছে গেছে, যেখানে ২৪ নারী ও ১৫ শিশুকে মুক্তি দেওয়া হবে। তাঁদের পশ্চিম তীরের ইসরায়েলি সামরিক চেকপয়েন্টে স্থানান্তরিত করা হবে এবং এরপর বাড়ি ফেরার অনুমতি দেওয়া হবে বলে ইসরায়েলের কারা পরিষেবা থেকে জানানো হয়।     

৩০০ নারী ও অপ্রাপ্তবয়স্ক বন্দীদের মধ্যে থেকে এ ৩৯ জন বন্দীদের বাছাই করা হয়েছে। এ তালিকার চার ভাগের এক ভাগ বন্দীকেও দোষী সাব্যস্ত করা হয়নি। বেশির ভাগকেই রিমান্ডে আটকে রাখা হয়েছে এবং বিচারকার্য শুরুর অপেক্ষায় রয়েছে। এ তালিকার বেশির ভাগই শিশু, অর্থাৎ ৪০ শতাংশেরই বয়স ১৮-এর নিচে। এর মধ্যে এক কিশোরী ও ৩২ জন নারীও রয়েছেন। ৩৯ বন্দীর পরিবার তাঁদের ফিরিয়ে নেওয়ার জন্য নিকটবর্তী চেকপয়েন্টে সমবেত হতে শুরু করেছেন।

রামাল্লাহর কাছে বেইতুনিয়া চেকপয়েন্টে ছড়িয়ে পড়েছে তীব্র টিয়ার গ্যাসের গন্ধ। চেকপয়েন্টে জড়ো হতে গিয়ে ইসরায়েলি সেনার বাধার মুখে পড়তে হচ্ছে ফিলিস্তিনিদের। এর আগে জড়ো হওয়া মানুষের লক্ষ্য করে রাবার বুলেট ও টিয়ারশেল ছোড়ে ইসরায়েলি সেনারা। সমবেত হওয়া কয়েকজন তরুণ সেনাদের লক্ষ্য করে পাল্টা পাথর ও টিয়ার গ্যাসের ক্যানিস্টার ছুড়ে মারে। 

চেকপয়েন্টে এখন অস্বস্তিকর স্তব্ধতা বিরাজ করছে। সময়ের সঙ্গে ভিড় বাড়ছে এবং তাঁরা ফের চেক পয়েন্টের দিকে এগিয়ে যাচ্ছেন। ভিড়ের মধ্যে থাকা মোহাম্মদ খাতিব বিবিসিকে বলেন, ‘এটি ফিলিস্তিনি ও ইসরায়েলিদের জন্য একটি আশার আলো। হতে পারে এ যুদ্ধবিরতি চলমান থাকবে ও মানুষ হত্যা থেমে যাবে। হামাস বাহিনী জিম্মি করা ছাড়াই এটা ঘটলে আমরা খুশি হতাম, কিন্তু এ ছাড়া ইসরায়েল এ মানুষদের মুক্তি দিত না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত