অনলাইন ডেস্ক
অবরুদ্ধ ও যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় ইসরায়েলি আগ্রাসন চলছে ৩৩৯ দিন ধরে। এই সময়ের মধ্যে অঞ্চলটিতে ইসরায়েলি দখলদার বাহিনীর নির্বিচার হামলায় হতাহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১ লাখ ৩৬ হাজারে। লেবাননের সম্প্রচারমাধ্যম আল-মায়েদিনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরু হয় গত বছরের ৭ অক্টোবর। সেদিন ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ইসরায়েলি সীমান্ত পেরিয়ে দেশটির অভ্যন্তরে হামলা চালায়। এতে ১ হাজার ১৫০ জনের মতো নিহত হয়। এ সময় গোষ্ঠীটি ২৫০ জনের মতো ইসরায়েলিকে জিম্মি করে আনে। এর প্রতিক্রিয়ায় সেদিনই ইসরায়েল গাজায় হামলা চালায়, যা এখনো চলছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত বছরের ৭ অক্টোবরের পর থেকে অঞ্চলটিতে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৪০ হাজার ৯৮৮ জন নিহত হয়েছে, যার বেশির ভাগই শিশু ও নারী। এ ছাড়া এই সময়ে ইসরায়েলি হামলায় আহত হয়েছে আরও অন্তত ৯৪ হাজার ৮২৫ জন। সব মিলিয়ে হতাহতের সংখ্যা প্রায় ১ লাখ ৩৬ হাজার।
এদিকে, জাতিসংঘের অঙ্গ সংস্থা ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম জানিয়েছে, গাজায় জরুরি ভিত্তিতে ২২ লাখ মানুষের জন্য খাদ্যসহায়তা প্রয়োজন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক টুইটে সংস্থাটি বলেছে, ‘গাজায় যুদ্ধের ১১ মাস চলছে এবং এখনো এখানকার ২২ লাখ মানুষের জরুরি ভিত্তিতে খাদ্য ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সহায়তা প্রয়োজন।’
টুইটে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম আরও বলেছেন, ‘ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের নিরবচ্ছিন্ন চেষ্টার পরও বারবার স্থানীয়দের সরে যাওয়ার আদেশ দেওয়ার কারণে সহায়তা দেওয়ার বিষয়টি বাধাগ্রস্ত হচ্ছে এবং মানুষের প্রয়োজন ক্রমেই বেড়ে চলেছে। এ অবস্থায় জরুরি ভিত্তিতে যুদ্ধবিরতি প্রয়োজন।’
অবরুদ্ধ ও যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় ইসরায়েলি আগ্রাসন চলছে ৩৩৯ দিন ধরে। এই সময়ের মধ্যে অঞ্চলটিতে ইসরায়েলি দখলদার বাহিনীর নির্বিচার হামলায় হতাহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১ লাখ ৩৬ হাজারে। লেবাননের সম্প্রচারমাধ্যম আল-মায়েদিনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরু হয় গত বছরের ৭ অক্টোবর। সেদিন ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ইসরায়েলি সীমান্ত পেরিয়ে দেশটির অভ্যন্তরে হামলা চালায়। এতে ১ হাজার ১৫০ জনের মতো নিহত হয়। এ সময় গোষ্ঠীটি ২৫০ জনের মতো ইসরায়েলিকে জিম্মি করে আনে। এর প্রতিক্রিয়ায় সেদিনই ইসরায়েল গাজায় হামলা চালায়, যা এখনো চলছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত বছরের ৭ অক্টোবরের পর থেকে অঞ্চলটিতে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৪০ হাজার ৯৮৮ জন নিহত হয়েছে, যার বেশির ভাগই শিশু ও নারী। এ ছাড়া এই সময়ে ইসরায়েলি হামলায় আহত হয়েছে আরও অন্তত ৯৪ হাজার ৮২৫ জন। সব মিলিয়ে হতাহতের সংখ্যা প্রায় ১ লাখ ৩৬ হাজার।
এদিকে, জাতিসংঘের অঙ্গ সংস্থা ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম জানিয়েছে, গাজায় জরুরি ভিত্তিতে ২২ লাখ মানুষের জন্য খাদ্যসহায়তা প্রয়োজন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক টুইটে সংস্থাটি বলেছে, ‘গাজায় যুদ্ধের ১১ মাস চলছে এবং এখনো এখানকার ২২ লাখ মানুষের জরুরি ভিত্তিতে খাদ্য ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সহায়তা প্রয়োজন।’
টুইটে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম আরও বলেছেন, ‘ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের নিরবচ্ছিন্ন চেষ্টার পরও বারবার স্থানীয়দের সরে যাওয়ার আদেশ দেওয়ার কারণে সহায়তা দেওয়ার বিষয়টি বাধাগ্রস্ত হচ্ছে এবং মানুষের প্রয়োজন ক্রমেই বেড়ে চলেছে। এ অবস্থায় জরুরি ভিত্তিতে যুদ্ধবিরতি প্রয়োজন।’
গাজায় যুদ্ধবিরতি চুক্তি আলোচনা শুরুর পর প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানালেন লেবাননের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ প্রধান নাঈম কাশেম। আজ শনিবার ফিলিস্তিনিদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, এই চুক্তি ইসরায়েলের বিরুদ্ধে অটল প্রতিরোধ গড়ে তোলার প্রমাণ। টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
২ ঘণ্টা আগেভারতের পশ্চিমবঙ্গে কলকাতার আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় করা গ্রেপ্তার স্থানীয় পুলিশ স্বেচ্ছাসেবী সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে রায় দিয়েছেন আদালত। আগামী সোমবার তাঁর সাজা ঘোষণা করা হবে। আজ শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
২ ঘণ্টা আগেগাজা যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তি আগামীকাল রোববার গাজার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টা থেকে কার্যকর হবে বলে জানিয়েছে কাতার। আজ শনিবার সকালে ছয় ঘণ্টা বৈঠকের পর নেতানিয়াহুর মন্ত্রিসভা চুক্তি অনুমোদন করে। এর মধ্য দিয়ে টানা ১৫ মাস চলা এ যুদ্ধে আনুষ্ঠানিক বিরতি আসতে চলেছে। কাতারের সংবাদমাধ্যম আল-জাজিরা এ
৩ ঘণ্টা আগেব্লিঙ্কেনের শেষ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে উত্তেজনাপূর্ণ মুহূর্ত তৈরি হয়। ইসরায়েল-গাজা যুদ্ধ নিয়ে তাঁর নীতি সমালোচনার মুখে পড়লে দুজন সাংবাদিককে টেনে বের করা হয়।
৪ ঘণ্টা আগে