অনলাইন ডেস্ক
ইরানের ভিন্ন মতাবলম্বী গোষ্ঠীকে সমর্থন দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওসহ ৬১ মার্কিন নাগরিকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইরান। স্থানীয় সময় শনিবার এক বিবৃতির মাধ্যমে তেহরান এ নিষেধাজ্ঞার খবর দিয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, নির্বাসিত ভিন্নমতাবলম্বী গোষ্ঠী মুজাহিদীন-ই-খালককে (এমইকে) সমর্থন জানানোর জন্য তাঁদের ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নিষেধাজ্ঞার তালিকায় আরও রয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত অ্যাটর্নি রুডি জিউলিয়ান এবং হোয়াইট হাউসের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন।
সম্প্রতি এমইকের একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন জিউলিয়ান, পম্পেও, বোল্টনসহ আরও অনেক রিপাবলিকান নেতা। এতে ক্ষুব্ধ হয়েছে ইরান।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাম্প্রতিক মধ্যপ্রাচ্য সফর শেষ হওয়ার পরই ইরানের পক্ষ থেকে এ নিষেধাজ্ঞা এল। এর আগেও কয়েক ডজন মার্কিন নাগরিকের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ইরান। এ নিষেধাজ্ঞার ফলে ইরানে থাকা তাদের যেকোনো সম্পদ বাজেয়াপ্ত করতে পারবে ইরান সরকার। গত জানুয়ারিতে ৫১ মার্কিন নাগরিক এবং এপ্রিলে ২৪ নাগরিকের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল ইরান।
২০১৫ সালের পারমাণবিক চুক্তি পুনরুজ্জীবিত করার বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের পরোক্ষ আলোচনা নভেম্বরে ভিয়েনায় শুরু হয়েছিল এবং জুন মাসে কাতারেও এ ব্যাপারে আলোচনা হয়েছে। কিন্তু গত কয়েক মাস ধরে আলোচনা থেমে আছে।
২০১৮ সালে ডোনাল্ড ট্রাম্প চুক্তিটি বাতিল করেছিলেন এবং ইরানের ওপর কঠোর মার্কিন নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন।
গতকাল শনিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, ‘যুক্তরাষ্ট্র তার নাগরিকদের স্বার্থে অবশ্যই কাজ করবে। আমরা আমাদের সংকল্পে ঐক্যবদ্ধ এবং ইরানের যেকোনো আক্রমণের জবাব দিতে আমরা আমাদের মিত্র ও অংশীদারদের সঙ্গে নিয়ে কাজ করব।’
ইরানের ভিন্ন মতাবলম্বী গোষ্ঠীকে সমর্থন দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওসহ ৬১ মার্কিন নাগরিকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইরান। স্থানীয় সময় শনিবার এক বিবৃতির মাধ্যমে তেহরান এ নিষেধাজ্ঞার খবর দিয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, নির্বাসিত ভিন্নমতাবলম্বী গোষ্ঠী মুজাহিদীন-ই-খালককে (এমইকে) সমর্থন জানানোর জন্য তাঁদের ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নিষেধাজ্ঞার তালিকায় আরও রয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত অ্যাটর্নি রুডি জিউলিয়ান এবং হোয়াইট হাউসের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন।
সম্প্রতি এমইকের একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন জিউলিয়ান, পম্পেও, বোল্টনসহ আরও অনেক রিপাবলিকান নেতা। এতে ক্ষুব্ধ হয়েছে ইরান।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাম্প্রতিক মধ্যপ্রাচ্য সফর শেষ হওয়ার পরই ইরানের পক্ষ থেকে এ নিষেধাজ্ঞা এল। এর আগেও কয়েক ডজন মার্কিন নাগরিকের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ইরান। এ নিষেধাজ্ঞার ফলে ইরানে থাকা তাদের যেকোনো সম্পদ বাজেয়াপ্ত করতে পারবে ইরান সরকার। গত জানুয়ারিতে ৫১ মার্কিন নাগরিক এবং এপ্রিলে ২৪ নাগরিকের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল ইরান।
২০১৫ সালের পারমাণবিক চুক্তি পুনরুজ্জীবিত করার বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের পরোক্ষ আলোচনা নভেম্বরে ভিয়েনায় শুরু হয়েছিল এবং জুন মাসে কাতারেও এ ব্যাপারে আলোচনা হয়েছে। কিন্তু গত কয়েক মাস ধরে আলোচনা থেমে আছে।
২০১৮ সালে ডোনাল্ড ট্রাম্প চুক্তিটি বাতিল করেছিলেন এবং ইরানের ওপর কঠোর মার্কিন নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন।
গতকাল শনিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, ‘যুক্তরাষ্ট্র তার নাগরিকদের স্বার্থে অবশ্যই কাজ করবে। আমরা আমাদের সংকল্পে ঐক্যবদ্ধ এবং ইরানের যেকোনো আক্রমণের জবাব দিতে আমরা আমাদের মিত্র ও অংশীদারদের সঙ্গে নিয়ে কাজ করব।’
জোর করে নিরামিষ খাওয়াতেন প্রেমিক, সইতে না পেরে পাইলটের ‘আত্মহত্যা’—এয়ার ইন্ডিয়ার নারী পাইলট সৃষ্টি তুলি আত্মহত্যা করেছেন। প্রেমিক আদিত্য পণ্ডিতের বিরুদ্ধে মানসিক নির্যাতন ও আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।"
১১ ঘণ্টা আগেআদানি গ্রুপের বিরুদ্ধে মার্কিন অভিযোগ নিয়ে আলোচনাকে কেন্দ্র করে ভারতের সংসদের নিম্নকক্ষ টানা দ্বিতীয় দিনের জন্য স্থগিত করা হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) দেশটির সংসদে আদানির ঘুষ-কাণ্ড নিয়ে বাগ্বিতণ্ডার সৃষ্টি হলে এ সিদ্ধান্ত নেওয়া হয়। গত সপ্তাহে মার্কিন কর্তৃপক্ষ গৌতম আদানি, তাঁর ভাতিজা ও আদানি গ্রিনের
১২ ঘণ্টা আগেসম্মতির ভিত্তিতে যৌন সম্পর্ক গড়ার এক পর্যায়ে তিক্ততা তৈরি হলে পুরুষ সঙ্গীর বিরুদ্ধে নারীদের ‘বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের’ মামলা করার চলমান প্রবণতায় উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের সুপ্রিম কোর্ট। এক আপিল নিষ্পত্তি করে রায় দেওয়ার সময় এই পর্যবেক্ষণ তুলে ধরেন সর্বোচ্চ আদালত। আজ বুধবার ভারতীয় সংবাদমাধ্যম
১৩ ঘণ্টা আগেপ্রায় তিন দশক কারাগারে ছিলেন যুক্তরাষ্ট্রের বাসিন্দা মাইকেল সুলিভান। জেলে থাকা অবস্থায় তাঁর মা এবং চার ভাইবোন মারা গেছেন। জীবন থেকে চলে গেছেন প্রেমিকাও। আর কারাগারের ভেতর তিনি একাধিকবার মারাত্মক আক্রমণেরও শিকার হয়েছেন।
১৩ ঘণ্টা আগে