অনলাইন ডেস্ক
গাজায় যুদ্ধবিরতি ও হামাসের হাতে থাকা ইসরায়েলি জিম্মিদের মুক্ত করার বিষয়ে শক্ত অবস্থান নিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত। গতকাল বৃহস্পতিবার তিনি ইসরায়েলে যুদ্ধকালীন মন্ত্রিসভায় তাঁর প্রস্তাব উত্থাপন করেন। ইসরায়েলি সংবাদমাধ্যম এন ১২-এর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে জেরুজালেম পোস্ট।
ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় যুদ্ধবিরতি, জিম্মিদের মুক্তি ছাড়াও ইসরায়েলের উত্তরাঞ্চল থেকে যেসব ইসরায়েলিকে সরিয়ে নেওয়া হয়েছিল, তাদেরও নিজ নিজ বাড়িতে ফেরানোর পক্ষে কথা বলেছেন ইয়োভ গ্যালান্ত। এ লক্ষ্যে একটি বিশদ পরিকল্পনাও প্রস্তুত করেছেন তিনি।
ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর এই পরিকল্পনায় গাজায় যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তির প্রতি জোর আরোপ করা হয়েছে এবং এমনটা না হলে কী ধরনের ফলাফল হতে পারে, সে বিষয়েও সতর্ক করা হয়েছে। এতে গ্যালান্ত বলেছেন, ‘গত ১১ মাসে আমরা সাতটি ভিন্ন ফ্রন্ট থেকে আক্রমণের সম্মুখীন হয়েছি এবং কার্যকরভাবে সাড়া দিয়েছি। গাজায় আমরা হামাসের বেশির ভাগ ব্রিগেড ও ব্যাটালিয়নকে পরাজিত করেছি।’
ওই পরিকল্পনায় গ্যালান্ত আরও বলেন, ‘গাজা উপত্যকায় ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনীর (আইডিএফ) সামরিক সাফল্য গাজা সীমান্তবর্তী (ইসরায়েলি) সম্প্রদায়ের অনেককে নিজ নিজ বাড়িতে ফিরে যাওয়ার সুযোগ দিয়েছে। এই অভিযান উল্লেখযোগ্যসংখ্যক অপহৃতকে ফিরিয়ে আনার জন্য অনুকূল পরিস্থিতি তৈরি করেছে এবং অতিরিক্ত জিম্মিদের মুক্তির পথ প্রশস্ত করছে।’
ইয়োভ গ্যালান্ত বলেন, ‘উত্তর ফ্রন্টে আমাদের লক্ষ্য পরিষ্কার: উত্তরাঞ্চলের বাসিন্দাদের তাদের বাড়িতে নিরাপদে প্রত্যাবর্তন নিশ্চিত করা। এই উদ্দেশ্য অর্জনের জন্য এই বাসিন্দাদের নিরাপদ প্রত্যাবর্তন অন্তর্ভুক্ত করার জন্য আমাদের যুদ্ধের লক্ষ্যকে বিস্তৃত করা প্রয়োজন।’ তিনি বলেন, ‘এই সমন্বয় হামাস নির্মূল ও জিম্মিদের প্রত্যাবর্তন নিশ্চিত করার জন্য আমাদের অটল প্রতিশ্রুতিকে হ্রাস করবে না।’
গাজায় যুদ্ধবিরতি ও হামাসের হাতে থাকা ইসরায়েলি জিম্মিদের মুক্ত করার বিষয়ে শক্ত অবস্থান নিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত। গতকাল বৃহস্পতিবার তিনি ইসরায়েলে যুদ্ধকালীন মন্ত্রিসভায় তাঁর প্রস্তাব উত্থাপন করেন। ইসরায়েলি সংবাদমাধ্যম এন ১২-এর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে জেরুজালেম পোস্ট।
ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় যুদ্ধবিরতি, জিম্মিদের মুক্তি ছাড়াও ইসরায়েলের উত্তরাঞ্চল থেকে যেসব ইসরায়েলিকে সরিয়ে নেওয়া হয়েছিল, তাদেরও নিজ নিজ বাড়িতে ফেরানোর পক্ষে কথা বলেছেন ইয়োভ গ্যালান্ত। এ লক্ষ্যে একটি বিশদ পরিকল্পনাও প্রস্তুত করেছেন তিনি।
ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর এই পরিকল্পনায় গাজায় যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তির প্রতি জোর আরোপ করা হয়েছে এবং এমনটা না হলে কী ধরনের ফলাফল হতে পারে, সে বিষয়েও সতর্ক করা হয়েছে। এতে গ্যালান্ত বলেছেন, ‘গত ১১ মাসে আমরা সাতটি ভিন্ন ফ্রন্ট থেকে আক্রমণের সম্মুখীন হয়েছি এবং কার্যকরভাবে সাড়া দিয়েছি। গাজায় আমরা হামাসের বেশির ভাগ ব্রিগেড ও ব্যাটালিয়নকে পরাজিত করেছি।’
ওই পরিকল্পনায় গ্যালান্ত আরও বলেন, ‘গাজা উপত্যকায় ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনীর (আইডিএফ) সামরিক সাফল্য গাজা সীমান্তবর্তী (ইসরায়েলি) সম্প্রদায়ের অনেককে নিজ নিজ বাড়িতে ফিরে যাওয়ার সুযোগ দিয়েছে। এই অভিযান উল্লেখযোগ্যসংখ্যক অপহৃতকে ফিরিয়ে আনার জন্য অনুকূল পরিস্থিতি তৈরি করেছে এবং অতিরিক্ত জিম্মিদের মুক্তির পথ প্রশস্ত করছে।’
ইয়োভ গ্যালান্ত বলেন, ‘উত্তর ফ্রন্টে আমাদের লক্ষ্য পরিষ্কার: উত্তরাঞ্চলের বাসিন্দাদের তাদের বাড়িতে নিরাপদে প্রত্যাবর্তন নিশ্চিত করা। এই উদ্দেশ্য অর্জনের জন্য এই বাসিন্দাদের নিরাপদ প্রত্যাবর্তন অন্তর্ভুক্ত করার জন্য আমাদের যুদ্ধের লক্ষ্যকে বিস্তৃত করা প্রয়োজন।’ তিনি বলেন, ‘এই সমন্বয় হামাস নির্মূল ও জিম্মিদের প্রত্যাবর্তন নিশ্চিত করার জন্য আমাদের অটল প্রতিশ্রুতিকে হ্রাস করবে না।’
একজন বাক্প্রতিবন্ধী তরুণকে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেছিলেন। কিন্তু সৎকারের জন্য চিতায় ওঠানোর ঠিক আগমুহূর্তে প্রাণ ফিরে পেয়েছেন রোহিতাশ! দুপুর ২টা নাগাদ চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। এরপর মৃতদেহ ময়নাতদন্তের জন্য ফ্রিজিং করে রাখা হয়।
১৬ মিনিট আগেউত্তর কোরিয়াকে তেল, ক্ষেপণাস্ত্র ও আর্থিক সহায়তা দিয়ে ইউক্রেন যুদ্ধের জন্য সৈন্য সহায়তা নিচ্ছে রাশিয়া। আজ শুক্রবার দক্ষিণ কোরিয়ার একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
১৯ মিনিট আগেইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানাকে ইসরায়েলের ‘‘শেষ এবং রাজনৈতিক মৃত্যু’ হিসাবে অভিহিত করেছে ইরান।
১ ঘণ্টা আগেভারতের মণিপুর রাজ্যে নতুন করে শুরু হওয়া সহিংসতার পরিপ্রেক্ষিতে ভারতের কেন্দ্রীয় সরকার সেখানে আরও ১০ হাজার সেনা মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে। মিয়ানমারের সীমান্তবর্তী ওই রাজ্যটিতে এ নিয়ে কেন্দ্রীয় বাহিনীর মোট ২৮৮টি কোম্পানি মোতায়েন করা হচ্ছে বলে জানিয়েছে এনডিটিভি।
২ ঘণ্টা আগে