Ajker Patrika

ইসরায়েলের পুরোনো কৌশল ‘গুপ্তহত্যার’ শিকার হতে পারেন হানিয়া: বিশ্লেষক 

আপডেট : ৩১ জুলাই ২০২৪, ১১: ১৪
ইসরায়েলের পুরোনো কৌশল ‘গুপ্তহত্যার’ শিকার হতে পারেন হানিয়া: বিশ্লেষক 

ইরানের রাজধানী তেহরানে গুপ্তহত্যার শিকার হয়েছেন ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের প্রধান ইসমাইল হানিয়া। এই হত্যাকাণ্ডের পেছনে ইসরায়েলের হাত থাকতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা। তাঁরা বলছেন, গুপ্তহত্যা ইসরায়েলের অতি পুরোনো কৌশল। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

আমেরিকান ইউনিভার্সিটি অব বৈরুতের সম্মানীয় ফেলো ও আরব সেন্টার ওয়াশিংটনের অনাবাসিক সিনিয়র ফেলো রামি খৌরি আল জাজিরাকে বলেছেন, গাজায় ইসরায়েলিদের একটি লক্ষ্য হলো হামাসকে ধ্বংস করা। কিন্তু বাস্তবে যেহেতু এটি খুব কঠিন প্রমাণিত হয়েছে, তাই হয়তো এর পরিবর্তে তারা গোষ্ঠীটির সব নেতাকে হত্যার পরিকল্পনা করেছে এবং তেহরানে ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ড হয়তো এই প্রক্রিয়ারই একটি অংশ। 

খৌরি উল্লেখ করেছেন, হামাস ও হিজবুল্লাহর মতো গোষ্ঠীর নেতাদের গুপ্তহত্যা দীর্ঘকাল ধরে ইসরায়েলি কৌশল ছিল। কিন্তু এটি সফল প্রমাণিত হয়নি। কারণ অতীতের হত্যাকাণ্ডের ফলে এসব গোষ্ঠীর প্রতি জনসমর্থন বেড়েছে। 
 

উল্লেখ্য, আজ বুধবার সকালের দিকে ইরানে গুপ্তহত্যার শিকার হন ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ও হামাস নিজেও বিষয়টি নিশ্চিত করেছে। তবে এখন পর্যন্ত কেউই এই হামলার দায় স্বীকার করেনি। 

ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য গতকাল মঙ্গলবার তেহরান গিয়েছিলেন হানিয়া। তাঁর হত্যাকাণ্ড কীভাবে সংঘটিত হয়েছে, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য দেয়নি ইরান। তবে ইরানের বিশ্লেষকেরা হানিয়ার হত্যার জন্য ইসরায়েলকে দায়ী করেছেন। 

হানিয়ার রাজনৈতিক দল হামাসও তাঁর হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছে। হামাস নিশ্চিত করেছে যে, তাদের রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়া আজ বুধবার ভোরে তেহরানে নিহত হয়েছেন। এক বিবৃতিতে সংস্থাটি হানিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে বলেছে, ইরানের প্রেসিডেন্টের শপথগ্রহণ অনুষ্ঠানে যোগদানের পরে তেহরানে ইসমাইল হানিয়া তাঁর আবাসস্থলে বিশ্বাসঘাতক ইহুদিবাদী অভিযানে নিহত হয়েছেন। 

হামাসের জ্যেষ্ঠ নেতা মুসা আবু মারজুক বলেছেন, হানিয়ার ‘হত্যা একটি কাপুরুষোচিত কাজ। এবং অবশ্যই এর জবাব দেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশি পণ্যে ৩৭ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প

বিমসটেক সম্মেলনে ড. ইউনূস ও নরেন্দ্র মোদি বৈঠক হচ্ছে

ড. ইউনূসের সেভেন সিস্টার্স নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিলেন হাই রিপ্রেজেন্টেটিভ

ঈদের দিন ঘুরতে গিয়ে ধর্ষণের শিকার নববধূ, সাবেক প্রেমিক কারাগারে

কুড়িগ্রামের এসপিকে প্রত্যাহারের দাবি বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত