Ajker Patrika

সিরিয়ার অন্তর্বর্তী সংবিধানে ইসলামি আইন, কুর্দিদের বিক্ষোভ

অনলাইন ডেস্ক
অন্তর্বর্তী সংবিধান নিয়ে ব্যাপক বিক্ষোভ করেছে কুর্দি সম্প্রদায়ের লোকজন। ছবি: এএফপি
অন্তর্বর্তী সংবিধান নিয়ে ব্যাপক বিক্ষোভ করেছে কুর্দি সম্প্রদায়ের লোকজন। ছবি: এএফপি

সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ আল-হাসাকার বেশ কয়েকটি শহরে অন্তর্বর্তী সংবিধান নিয়ে ব্যাপক বিক্ষোভ করেছে কুর্দি সম্প্রদায়ের লোকজন। গত বৃহস্পতিবার ইসলামি আইনকে প্রধান আইনি ভিত্তি করে অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারা একটি অস্থায়ী সংবিধানে স্বাক্ষর করেন। এরপরই সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ) নিয়ন্ত্রিত অঞ্চলটিতে বিক্ষোভ শুরু হয়। লেবাননের সম্প্রচারমাধ্যম আল মায়াদিনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবাদকারীরা দাবি করেন, নতুন সরকার সংখ্যালঘু সম্প্রদায়গুলোর মতামত উপেক্ষা করেছে। এমনকি তাদের সংলাপেও অংশ নিতে দেয়নি। তাদের অভিযোগ, এই সাংবিধানিক কাঠামো সিরিয়ার বৈচিত্র্যপূর্ণ সমাজকে প্রতিনিধিত্ব করে না এবং এটি আগের শাসনের নীতি বহাল রাখার কৌশল। তারা আন্তর্জাতিক সম্প্রদায় ও আরব দেশগুলোর হস্তক্ষেপ কামনা করে, যাতে অস্থায়ী সাংবিধানিক কাঠামোতে সিরিয়ার সব জাতিগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত হয়।

আহমেদ আল-হাজ্জি নামের এক প্রতিবাদকারী আল মায়াদিনকে বলেন, নতুন সাংবিধানিক ঘোষণা কার্যত বাথ পার্টির পুরোনো নীতিই বহন করেছে। বিশেষ করে সিরিয়ার সরকারকে সিরিয়ান আরব রিপাবলিক নামে উল্লেখ করা এবং ইসলামি আইনের ভিত্তিতে আইন প্রণয়নের সিদ্ধান্ত কুর্দিসহ অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য উদ্বেগজনক।

মালভা খালেদ নামের আরেক বিক্ষোভকারী সম্প্রতি সিরিয়ার সংখ্যালঘু আলাওয়ি সম্প্রদায়ের ওপর সংঘটিত সহিংসতার কথা উল্লেখ করেন। তিনি বলেন, অন্য সম্প্রদায়গুলোর বিরুদ্ধেও যেন এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, তা নিশ্চিত করা জরুরি। তিনি নতুন সাংবিধানিক কাঠামোকে ‘বিচ্ছিন্নতাবাদী’ আখ্যা দিয়ে বলেন, এটি জনগণের দীর্ঘদিনের সংগ্রামের প্রতিফলন নয়।

প্রসঙ্গত, ৬ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত আসাদপন্থীদের দমনে সিরিয়ার উপকূলীয় অঞ্চল লাতাকিয়া ও তার্তুসে অভিযানে নামে দেশটির নিরাপত্তা বাহিনী। যুদ্ধ পর্যবেক্ষণকারী একটি দল জানিয়েছে, চার দিনের সংঘর্ষে নিহত হয় প্রায় ১ হাজার ৪০০ জনের বেশি মানুষ।

আলদার মোহাম্মদ নামের এক বিক্ষোভকারী বলেন, নতুন ঘোষণা এসডিএফ নেতা মজলুম আবদি ও আল-শারার মধ্যে চুক্তির পরিপন্থী। এটি ক্ষমতা ভাগাভাগির পরিবর্তে কেন্দ্রীভূত শাসনব্যবস্থাকে আরও মজবুত করেছে, যা নতুন এক স্বৈরাচারের জন্ম দিতে পারে।

অস্থায়ী সংবিধান ঘোষণার পর এর তীব্র সমালোচনা করে ভিন্ন ভিন্ন বিবৃতি দিয়েছে সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ), স্বায়ত্তশাসিত প্রশাসন ও কুর্দি জাতীয় কাউন্সিল। তারা উদ্বেগ প্রকাশ করে বলেছে, এটি পূর্ববর্তী শাসনের মতোই স্বৈরাচারী মনোভাব বহন করছে এবং বাস্তবিক অর্থে সিরিয়ার বৈচিত্র্যপূর্ণ জনগোষ্ঠীকে উপেক্ষা করছে।

এসডিএফ তাদের বিবৃতিতে বলেছে, ঘোষণাটি গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। তারা কুর্দি ও আরব জনগণের অংশগ্রহণ নিশ্চিত না করে পুরোনো কৌশল অবলম্বন করেছে।

উত্তর ও পূর্ব সিরিয়ার স্বায়ত্তশাসিত প্রশাসন তাদের বিবৃতিতে বলেছে, এটি সিরিয়ার বাস্তবতা ও বৈচিত্র্যপূর্ণ ভূদৃশ্যের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। তারা কুর্দি থেকে আরব পর্যন্ত সব সিরীয় উপাদানকে অন্তর্ভুক্ত করতে ব্যর্থ হয়েছে এবং পুরোনো শাসনের পদ্ধতির অনুরূপ একটি শৈলী গ্রহণ করেছে।

কুর্দি জাতীয় কাউন্সিল একে ‘হতাশাজনক’ বলে আখ্যা দিয়েছে। তারা বলেছে, এই সাংবিধানিক কাঠামোতে সিরিয়ার রাজনৈতিক, জাতিগত ও ধর্মীয় বৈচিত্র্যের প্রতিনিধিত্ব নেই। এটি ক্ষমতা কেন্দ্রীভূত করার একটি কৌশল।

কুর্দি জাতীয় কাউন্সিলের মতে নতুন সংবিধানের কিছু বিতর্কিত ধারা হলো—ইসলামি আইনকে প্রধান আইনি ভিত্তি হিসেবে নির্ধারণ করা; রাষ্ট্রপ্রধানকে অবশ্যই মুসলিম হতে হবে বলে নির্ধারণ করা; রাষ্ট্রপতির হাতে নির্বাহী ক্ষমতা কেন্দ্রীভূত করা, যার মধ্যে জরুরি অবস্থা ঘোষণা করার ক্ষমতা অন্তর্ভুক্ত এবং পাঁচ বছরের অন্তর্বর্তীকালীন শাসন, যা স্বৈরতন্ত্র টিকিয়ে রাখার হাতিয়ার হতে পারে বলে তারা আশঙ্কা করছে।

প্রতিবাদকারীরা এই সাংবিধানিক কাঠামো পুনর্মূল্যায়ন ও একটি অন্তর্ভুক্তিমূলক সংবিধান তৈরির আহ্বান জানিয়েছেন। যেখানে সিরিয়ার সব সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত