অনলাইন ডেস্ক
অবরুদ্ধ ও যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় নিরাপদ অঞ্চল বলে ঘোষণা করা হয়েছিল মিসর সীমান্ত সংলগ্ন রাফাহকে। সেখানে আশ্রয় নিয়েছিল প্রায় ১৪ লাখ মানুষ। এবার সেই রাফাহতে আবারও হামলা চালিয়েছে ইসরায়েল। গতকাল বৃহস্পতিবার সেখানে বিমান হামলা চালায় দেশটি। এমন সময়ে এই হামলা চালানো হলো যখন ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের মধ্যে শান্তি আলোচনা চলছে।
এদিকে গাজায় ইসরায়েলি আগ্রাসনকে কেন্দ্র করে আবারও উত্তেজনা বেড়েছে লোহিতসাগরে। সেখানে দুটি ড্রোন ভূপাতিত করেছে ফ্রান্স। এ ছাড়া হুতিদের স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।
রাফাহতে ইসরায়েল অভিযান চালাবে—সেই ঘোষণা বেশ আগেই দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সেখানে স্থলবাহিনী পাঠাতে চেয়েছিলেন তিনি। যদিও এই রাফাহ শহরেই এখন প্রায় ১৪ লাখ শরণার্থীর বসবাস। এই পরিস্থিতিতে সেখানে অভিযান না চালানোর আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মহল। তবে এই আহ্বান উপেক্ষা করে গতকাল সেখানে বিমান হামলা চালানো হয়।
গত বুধবার রাতেও রাফাহ এলাকায় শরণার্থীশিবিরে হামলা চালায় ইসরায়েল। সেখান থেকে বার্তা সংস্থা এএফপির এক সাংবাদিক জানান, বুধবার রাতের পর গতকাল ভোরের দিকেও বিমান হামলা চালানো হয়েছে। ওই এলাকায় বসবাসরত রামি আল-শায়ের বলেন, ‘আমি বিস্ফোরণের শব্দে উঠি। মনে হচ্ছিল ভূমিকম্প হচ্ছে। আগুন, ধোঁয়া এবং ধুলোয় ভরে গেছে পুরো এলাকা।’
এর আগে, ১১ ফেব্রুয়ারিও রাফাহ এলাকায় বিমান হামলা চালিয়েছিল ইসরায়েল। সে সময় ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনী জানিয়েছিল, তারা হামাসের বেশ কয়েকটি অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে। কিন্তু সেই হামলায় হামাসের আদৌ কোনো ক্ষয়ক্ষতি হয়েছিল কি না, তা জানায়নি ইসরায়েল। তবে সেই হামলায় দক্ষিণ রাফাহর শাবোরা এলাকায় অন্তত ৫২ জন নিহত হয়।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় ৯৭ জন মারা গেছে। গত ৭ অক্টোবর হামলা শুরুর পর এ নিয়ে ২৯ হাজার ৪১০ জন মারা গেল। নিহতদের ৭০ শতাংশেরই বেশি শিশু ও নারী। এ ছাড়া ইসরায়েলি হামলায় আহত হয়েছে আরও অন্তত ৭০ হাজারের বেশি।
এদিকে গাজা যুদ্ধকে কেন্দ্র করে আবারও উত্তাল হয়েছে লোহিতসাগর। যুক্তরাষ্ট্র জানিয়েছে, আত্মরক্ষার জন্য তারা ইয়েমেনের হুতিদের স্থাপনায় হামলা চালিয়েছে। দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে, হুতিরা যেখান থেকে জাহাজ বিধ্বংসী ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে সেখানে হামলা চালানো হয়েছে।
তবে এই হামলার পরপরই ইয়েমেনের উপকূলে এডেন উপসাগরে একটি জাহাজে হামলার ঘটনা ঘটেছে। জাহাজটি যুক্তরাজ্যের বলে জানা গেছে। যুক্তরাজ্যের একটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে, জাহাজটি থাইল্যান্ড থেকে লোহিতসাগরের দিকে আগাচ্ছিল।
অপরদিকে ফিলিস্তিনি নারীরা ধর্ষণের স্বীকার হয়েছেন, গাজায় নির্বিচার আটক, দমনপীড়নের ঘটনা ঘটেছে—জাতিসংঘের বিশেষজ্ঞরা এমন অভিযোগ তোলার পর নতুন অভিযোগ তুলেছে ইসরায়েল। দেশটির অ্যাসোসিয়েশন অব রেপ ক্রাইসিস সেন্টার গত বুধবার অভিযোগ করেছে, গত ৭ অক্টোবর হামাসের হামলার সময় বেসামরিক ইসরায়েলিরা পদ্ধতিগত যৌন নিপীড়নের শিকার হয়েছেন।
এর আগে, গত সপ্তাহে জাতিসংঘের বিশেষজ্ঞরা ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ তুলে তা শিগগিরই তদন্তের আহ্বান জানান। এ ছাড়া ইউরোপীয় ইউনিয়নের দুই দেশও গাজায় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্তের আহ্বান জানিয়েছে।
অবরুদ্ধ ও যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় নিরাপদ অঞ্চল বলে ঘোষণা করা হয়েছিল মিসর সীমান্ত সংলগ্ন রাফাহকে। সেখানে আশ্রয় নিয়েছিল প্রায় ১৪ লাখ মানুষ। এবার সেই রাফাহতে আবারও হামলা চালিয়েছে ইসরায়েল। গতকাল বৃহস্পতিবার সেখানে বিমান হামলা চালায় দেশটি। এমন সময়ে এই হামলা চালানো হলো যখন ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের মধ্যে শান্তি আলোচনা চলছে।
এদিকে গাজায় ইসরায়েলি আগ্রাসনকে কেন্দ্র করে আবারও উত্তেজনা বেড়েছে লোহিতসাগরে। সেখানে দুটি ড্রোন ভূপাতিত করেছে ফ্রান্স। এ ছাড়া হুতিদের স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।
রাফাহতে ইসরায়েল অভিযান চালাবে—সেই ঘোষণা বেশ আগেই দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সেখানে স্থলবাহিনী পাঠাতে চেয়েছিলেন তিনি। যদিও এই রাফাহ শহরেই এখন প্রায় ১৪ লাখ শরণার্থীর বসবাস। এই পরিস্থিতিতে সেখানে অভিযান না চালানোর আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মহল। তবে এই আহ্বান উপেক্ষা করে গতকাল সেখানে বিমান হামলা চালানো হয়।
গত বুধবার রাতেও রাফাহ এলাকায় শরণার্থীশিবিরে হামলা চালায় ইসরায়েল। সেখান থেকে বার্তা সংস্থা এএফপির এক সাংবাদিক জানান, বুধবার রাতের পর গতকাল ভোরের দিকেও বিমান হামলা চালানো হয়েছে। ওই এলাকায় বসবাসরত রামি আল-শায়ের বলেন, ‘আমি বিস্ফোরণের শব্দে উঠি। মনে হচ্ছিল ভূমিকম্প হচ্ছে। আগুন, ধোঁয়া এবং ধুলোয় ভরে গেছে পুরো এলাকা।’
এর আগে, ১১ ফেব্রুয়ারিও রাফাহ এলাকায় বিমান হামলা চালিয়েছিল ইসরায়েল। সে সময় ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনী জানিয়েছিল, তারা হামাসের বেশ কয়েকটি অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে। কিন্তু সেই হামলায় হামাসের আদৌ কোনো ক্ষয়ক্ষতি হয়েছিল কি না, তা জানায়নি ইসরায়েল। তবে সেই হামলায় দক্ষিণ রাফাহর শাবোরা এলাকায় অন্তত ৫২ জন নিহত হয়।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় ৯৭ জন মারা গেছে। গত ৭ অক্টোবর হামলা শুরুর পর এ নিয়ে ২৯ হাজার ৪১০ জন মারা গেল। নিহতদের ৭০ শতাংশেরই বেশি শিশু ও নারী। এ ছাড়া ইসরায়েলি হামলায় আহত হয়েছে আরও অন্তত ৭০ হাজারের বেশি।
এদিকে গাজা যুদ্ধকে কেন্দ্র করে আবারও উত্তাল হয়েছে লোহিতসাগর। যুক্তরাষ্ট্র জানিয়েছে, আত্মরক্ষার জন্য তারা ইয়েমেনের হুতিদের স্থাপনায় হামলা চালিয়েছে। দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে, হুতিরা যেখান থেকে জাহাজ বিধ্বংসী ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে সেখানে হামলা চালানো হয়েছে।
তবে এই হামলার পরপরই ইয়েমেনের উপকূলে এডেন উপসাগরে একটি জাহাজে হামলার ঘটনা ঘটেছে। জাহাজটি যুক্তরাজ্যের বলে জানা গেছে। যুক্তরাজ্যের একটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে, জাহাজটি থাইল্যান্ড থেকে লোহিতসাগরের দিকে আগাচ্ছিল।
অপরদিকে ফিলিস্তিনি নারীরা ধর্ষণের স্বীকার হয়েছেন, গাজায় নির্বিচার আটক, দমনপীড়নের ঘটনা ঘটেছে—জাতিসংঘের বিশেষজ্ঞরা এমন অভিযোগ তোলার পর নতুন অভিযোগ তুলেছে ইসরায়েল। দেশটির অ্যাসোসিয়েশন অব রেপ ক্রাইসিস সেন্টার গত বুধবার অভিযোগ করেছে, গত ৭ অক্টোবর হামাসের হামলার সময় বেসামরিক ইসরায়েলিরা পদ্ধতিগত যৌন নিপীড়নের শিকার হয়েছেন।
এর আগে, গত সপ্তাহে জাতিসংঘের বিশেষজ্ঞরা ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ তুলে তা শিগগিরই তদন্তের আহ্বান জানান। এ ছাড়া ইউরোপীয় ইউনিয়নের দুই দেশও গাজায় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্তের আহ্বান জানিয়েছে।
আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী সাইমন হ্যারিস বলেছেন, গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) পরোয়ানা জারি করায় বেনিয়ামিন নেতানিয়াহু আয়ারল্যান্ডে এলে তাকে গ্রেপ্তার করা হবে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি প
১৪ মিনিট আগেনিজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর আন্তর্জাতিক অপরাধ আদালতকে (আইসিসি) ‘মানবতার শত্রু’ বলে অবহিত করেছেন নেতানিয়াহু। হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালত, মানবতাকে রক্ষা করার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু আজ সেটি মানবতার শত্রুতে পরিণত হয়েছে।
৩৭ মিনিট আগেলাওসের পর্যটন শহর ভাং ভিয়েং-এ সন্দেহজনক মিথানল বিষক্রিয়ায় আরও একজন অস্ট্রেলীয় তরুণীর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিষাক্ত অ্যালকোহল সেবনে সেখানে ছয় বিদেশি পর্যটকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বিবিসি।
১ ঘণ্টা আগেদখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে নিন্দা জানিয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ার মিলেই।
২ ঘণ্টা আগে