ইসরায়েলে হিজবুল্লাহর ব্যাপক রকেট হামলা

অনলাইন ডেস্ক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৪, ১২: ২৭
আপডেট : ২৫ আগস্ট ২০২৪, ১২: ৫০

ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলে রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা করেছে। গত মাসে শীর্ষ হিজবুল্লাহ কমান্ডার হত্যার প্রতিশোধ নিতে আজ রোববার ভোরে এই হামলা চালায় সংগঠনটি।

এদিকে হিজবুল্লাহ আক্রমণ চালানোর আগেই জঙ্গি বিমান দিয়ে লেবাননে হামলা শুরু করেছে ইসরায়েল। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। 

ইসরায়েলের উত্তরাঞ্চলে ১১টি সামরিক স্থান লক্ষ্য করে ৩২০টিরও বেশি রকেট নিক্ষেপ করার দাবি করেছে হিজবুল্লাহ। গোষ্ঠীটি বলেছে, তাঁরা একটি ‘বড় আকারের’ অভিযান শুরু করছে এবং ইসরায়েল অভিমুখে ড্রোনের পাশাপাশি কাতিউশা রকেট ছুড়েছে। 

ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, তারা লেবাননে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে ব্যাপক হামলা চালানোর পরিকল্পনা নিশ্চিত হওয়ার পরপরই হামলা চালানো শুরু করে। 

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইওভ গ্যালান্ট পরবর্তী ৪৮ ঘণ্টা ধরে ইসরায়েলের জন্য ‘জরুরি পরিস্থিতি’ ঘোষণা করেছেন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, ইসরায়েল এই অঞ্চলে এখন সর্বাত্মক যুদ্ধ চায় না। 

আইডিএফ বলেছে, প্রায় ১০০ যুদ্ধবিমান লেবানানে আক্রমণ চালাচ্ছে। তারা হাজার হাজার হিজবুল্লাহ রকেট লঞ্চার ব্যারেল ধ্বংস করেছে। 

ইসরায়েলের গণমাধ্যমগুলো বলছে, তাদের সামরিক বাহিনী লেবাননের দক্ষিণাঞ্চলে ব্যাপক হামলা শুরু করেছে। এ কারণে তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দর থেকে ফ্লাইটগুলোর ওঠানামা বন্ধ রাখা হয়েছে। স্থানীয় সময় সকাল ৭টায় ইসরায়েলের মন্ত্রিসভার বৈঠক করার কথা ছিল। 

ইসরায়েলের ওয়াইনেট নিউজ জানিয়েছে, এই ঘোষণার বলে সামরিক বাহিনী ‘বেসামরিকদের জন্য নির্দেশনা জারি করতে, জমায়েতের আকার সীমিত করতে এবং কাছাকাছি থাকা প্রাসঙ্গিক এলাকাগুলো বন্ধ করে দিতে পারবে’। 

লেবাননের আল মায়াদিন টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়েছে, ‘দক্ষিণ লেবাননে ২০ মিনিটেরও বেশি সময় ধরে তীব্র সামরিক আগ্রাসন চালিয়েছে ইসরায়েল।’ 

ইসরায়েলি জঙ্গি বিমানগুলো দক্ষিণ লেবাননের কুনিন, বেইত ইয়াহাউন, হাদাথা, রাশাফ ও তিরি শহরের বনাচ্ছাদিত এলাকাগুলোতে হামলা চালিয়েছে বলৈ জানিয়েছে তারা। 

ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, শিগরিগই হিজবুল্লাহ ইসরায়েল রাষ্ট্রের ভূখণ্ডের দিকে রকেট এবং সম্ভবত ক্ষেপণাস্ত্র ছুড়বে। 

ইসরায়েলের জনগণের উদ্দেশে নতুন বেসামরিক প্রতিরক্ষা নির্দেশনা প্রকাশ করা হবে বলে জানিয়েছে তারা। দক্ষিণ লেবাননের বেসামরিকদের হিজবুল্লাহ যেখান থেকে তাদের কার্যক্রম পরিচালনা করে সেখান থেকে দূরে থাকার জন্য সতর্ক করেছে ইসরায়েলি বাহিনী।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত