অনলাইন ডেস্ক
ইরানের রাজধানী তেহরানে গুপ্তহত্যার শিকার হন হামাসের তৎকালীন প্রধান ইসমাইল হানিয়া। তারপর, ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীটি নতুন প্রধান হিসেবে নির্বাচিত করে ইয়াহিয়া সিনওয়ারকে। ইসরায়েলি হামলায় গতকাল বৃহস্পতিবার নিহত হন সিনওয়ারও।
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, ইসরায়েলি সশস্ত্রবাহিনী জানিয়েছে, তারা সিনওয়ারকে হত্যার জন্য গাজায় ‘ঘর থেকে ঘরে’ তাঁকে ট্র্যাক করেছে এবং অবশেষে এক ভয়াবহ বন্দুকযুদ্ধ শেষে তাঁকে হত্যা করেছে। সিনওয়ার যথাসাধ্য চেষ্টা করেছেন ইসরায়েলি বাহিনীকে ফাঁকি দিতে। তবে সেই চেষ্টার একপর্যায়ে হার মানতে হয় তাঁকে।
ইসমাইল হানিয়ার পর ইয়াহিয়া সিনওয়ারই হামাসের অন্যতম শীর্ষ নেতা যাকে হত্যা করল ইসরায়েল। দেশটির দাবি, এই সিনওয়ারই গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে যে হামলা চালিয়েছিল হামাস তার মূল পরিকল্পনাকারী। তাঁর সরাসরি তত্ত্বাবধানে এই হামলা অনুষ্ঠিত হয়।
এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, ‘গতকাল (বুধবার) ১৬ অক্টোবর এক বছর ধরে গাজা উপত্যকায় অনুসরণের পর ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনীর (আইডিএফ) দক্ষিণ কমান্ডের সেনারা এক অভিযানে সন্ত্রাসবাদী সংগঠন হামাসের নেতা ইয়াহিয়া সিনওয়ারকে হত্যা করেছে।’
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘গত এক বছর ধরে আইডিএফ এবং আইএসএ—এর (অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেত) পরিচালিত কয়েক ডজন অভিযান ও সাম্প্রতিক সপ্তাহগুলোতে, যেখানে তাঁকে হত্যা করা হয়েছে—সেখানে সিনওয়ারের অপারেশনাল কার্যক্রমকে সীমাবদ্ধ করা হয়েছিল। কারণ, তাঁকে আমাদের বাহিনী অনুসরণ করছিল নিয়মিত এবং অবশেষে তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে।’
আইডিএফের বিবৃতিতে আরও বলা হয়, ‘গাজার এই অঞ্চলে (যেখানে সিনওয়ারকে হত্যা করা হয়) ইসরায়েলি সশস্ত্রবাহিনীর ৮২৮ তম ব্রিগেডের (বিসলাচ) সৈন্যরা তিনজন সন্ত্রাসীকে চিহ্নিত করে হত্যা করে। দেহ শনাক্তকরণ প্রক্রিয়া শেষ হওয়ার পর নিশ্চিত হাওয়া যায় যে ইয়াহিয়া সিনওয়ারকে হত্যা করা হয়েছে।’
পরে পৃথক এক বিবৃতিতে ইসরায়েলি সশস্ত্রবাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হ্যাগারি বলেন, রাফাহ জেলায় ইয়াহিয়া সিনওয়ার ও আরও দুই যোদ্ধাকে শনাক্ত করার পর হত্যা করা হয়েছে। হ্যাগারি বলেন, ‘এই তিনজন আশ্রয়ের জন্য এক বাড়ি থেকে আরেক বাড়িতে যাচ্ছিলেন। আমাদের সেনাদের তাদের অনুসরণ করে এবং এক জায়গা থেকে আরেক জায়গায় পালিয়ে যেতে বাধ্য করে।’
হ্যাগারি আরও বলেন, ‘সিনওয়ার একা পালিয়ে যান একটি বিল্ডিংয়ে। সেখানে আমাদের বাহিনী একটি ড্রোন দিয়ে পুরো এলাকা স্ক্যান করেছিল—যা আপনি এই ছবিতে দেখতে পাচ্ছেন। আমাদের ছোড়া গুলিতে ইয়াহিয়া সিনওয়ারের একটি হাত আহত করেছিলেন। তিনি ড্রোনটির দিকে একটি ডাল ছুড়ে মেরেছিলেন।’
ইরানের রাজধানী তেহরানে গুপ্তহত্যার শিকার হন হামাসের তৎকালীন প্রধান ইসমাইল হানিয়া। তারপর, ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীটি নতুন প্রধান হিসেবে নির্বাচিত করে ইয়াহিয়া সিনওয়ারকে। ইসরায়েলি হামলায় গতকাল বৃহস্পতিবার নিহত হন সিনওয়ারও।
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, ইসরায়েলি সশস্ত্রবাহিনী জানিয়েছে, তারা সিনওয়ারকে হত্যার জন্য গাজায় ‘ঘর থেকে ঘরে’ তাঁকে ট্র্যাক করেছে এবং অবশেষে এক ভয়াবহ বন্দুকযুদ্ধ শেষে তাঁকে হত্যা করেছে। সিনওয়ার যথাসাধ্য চেষ্টা করেছেন ইসরায়েলি বাহিনীকে ফাঁকি দিতে। তবে সেই চেষ্টার একপর্যায়ে হার মানতে হয় তাঁকে।
ইসমাইল হানিয়ার পর ইয়াহিয়া সিনওয়ারই হামাসের অন্যতম শীর্ষ নেতা যাকে হত্যা করল ইসরায়েল। দেশটির দাবি, এই সিনওয়ারই গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে যে হামলা চালিয়েছিল হামাস তার মূল পরিকল্পনাকারী। তাঁর সরাসরি তত্ত্বাবধানে এই হামলা অনুষ্ঠিত হয়।
এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, ‘গতকাল (বুধবার) ১৬ অক্টোবর এক বছর ধরে গাজা উপত্যকায় অনুসরণের পর ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনীর (আইডিএফ) দক্ষিণ কমান্ডের সেনারা এক অভিযানে সন্ত্রাসবাদী সংগঠন হামাসের নেতা ইয়াহিয়া সিনওয়ারকে হত্যা করেছে।’
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘গত এক বছর ধরে আইডিএফ এবং আইএসএ—এর (অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেত) পরিচালিত কয়েক ডজন অভিযান ও সাম্প্রতিক সপ্তাহগুলোতে, যেখানে তাঁকে হত্যা করা হয়েছে—সেখানে সিনওয়ারের অপারেশনাল কার্যক্রমকে সীমাবদ্ধ করা হয়েছিল। কারণ, তাঁকে আমাদের বাহিনী অনুসরণ করছিল নিয়মিত এবং অবশেষে তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে।’
আইডিএফের বিবৃতিতে আরও বলা হয়, ‘গাজার এই অঞ্চলে (যেখানে সিনওয়ারকে হত্যা করা হয়) ইসরায়েলি সশস্ত্রবাহিনীর ৮২৮ তম ব্রিগেডের (বিসলাচ) সৈন্যরা তিনজন সন্ত্রাসীকে চিহ্নিত করে হত্যা করে। দেহ শনাক্তকরণ প্রক্রিয়া শেষ হওয়ার পর নিশ্চিত হাওয়া যায় যে ইয়াহিয়া সিনওয়ারকে হত্যা করা হয়েছে।’
পরে পৃথক এক বিবৃতিতে ইসরায়েলি সশস্ত্রবাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হ্যাগারি বলেন, রাফাহ জেলায় ইয়াহিয়া সিনওয়ার ও আরও দুই যোদ্ধাকে শনাক্ত করার পর হত্যা করা হয়েছে। হ্যাগারি বলেন, ‘এই তিনজন আশ্রয়ের জন্য এক বাড়ি থেকে আরেক বাড়িতে যাচ্ছিলেন। আমাদের সেনাদের তাদের অনুসরণ করে এবং এক জায়গা থেকে আরেক জায়গায় পালিয়ে যেতে বাধ্য করে।’
হ্যাগারি আরও বলেন, ‘সিনওয়ার একা পালিয়ে যান একটি বিল্ডিংয়ে। সেখানে আমাদের বাহিনী একটি ড্রোন দিয়ে পুরো এলাকা স্ক্যান করেছিল—যা আপনি এই ছবিতে দেখতে পাচ্ছেন। আমাদের ছোড়া গুলিতে ইয়াহিয়া সিনওয়ারের একটি হাত আহত করেছিলেন। তিনি ড্রোনটির দিকে একটি ডাল ছুড়ে মেরেছিলেন।’
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির সঙ্গে বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বৈঠকে দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ের পাশাপাশি বাংলাদেশ, ইউক্রেন এবং কমনওয়েলথ প্রসঙ্গেও আলোচনা হয়েছে বলে ভারতীয় গণমাধ্যমগুলোতে এসেছে।
২ মিনিট আগেলাতাকিয়ার জাবলে শহরের কাছে নিরাপত্তাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালায় সশস্ত্র একদল মানুষ। দু’পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়। শহরটি ক্ষমতাচ্যুত আসাদ সরকারের মদদপুষ্ট আলভি মুসলিম সংখ্যালঘু সম্প্রদায়ের ‘ডেরা’ হিসেবে পরিচিত। প্রশাসনের অভিযোগের তির তাদের দিকেই। বলা হচ্ছে, এ হামলার জন্য দায়ী আলভি গোষ্ঠীই।
৩৫ মিনিট আগেভারতের শেয়ারবাজারে কয়েক মাসের টানা পতনে লাখো মধ্যবিত্ত বিনিয়োগকারী বিপাকে পড়েছেন। বিদেশি বিনিয়োগ প্রত্যাহার, অতিমূল্যায়িত শেয়ার ও দুর্বল মুনাফার কারণে বাজার থেকে প্রায় ৯০০ বিলিয়ন ডলার উধাও হয়েছে। নতুন বিনিয়োগকারীদের অনেকেই ফিনফ্লুয়েন্সারদের প্রভাবে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ করেছেন এবং বড় ক্ষতির সম্মুখীন...
১ ঘণ্টা আগেইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইউরোপের অবস্থান নিয়ে উত্তেজনা বাড়ছে। সর্বশেষ আজ বৃহস্পতিবার বেলজিয়ামের ব্রাসেলসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কির সঙ্গে এক হয়েছেন ইউরোপের নেতারা। জেলেনস্কিকে তাঁরা বলেছেন—ইউরোপ রাশিয়ার চেয়ে শক্তিশালী। ইউক্রেনকে রক্ষা করতে তাঁরা প্রস্তুত।
১০ ঘণ্টা আগে