Ajker Patrika

বৃহস্পতিবার সৌদি সফরে যেতে পারেন সি চিন পিং

অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার সৌদি সফরে যেতে পারেন সি চিন পিং

সৌদি আরব সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। স্থানীয় সময় আগামী বৃহস্পতিবার রিয়াদের উদ্দেশে বেইজিং ত্যাগ করতে পারেন সি। দেশটিতে সি চিন পিংয়ের দুই দিনের এই রাষ্ট্রীয় সফরের বিষয়টি নিশ্চিত করেছেন বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট এক সৌদি কূটনীতিবিদ এবং দুই জ্যেষ্ঠ কর্মকর্তা। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে চীন ও সৌদি আরবের শীতল সম্পর্কের মধ্যেই সৌদি সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট। সি এই সফরে চীন-আরব সম্মেলন এবং চীন-উপসাগরীয় সহযোগিতা সংস্থার (জিসিসি) সম্মেলনেও যোগ দেবেন। 

চীন-আরব সম্মেলনে অন্তত ১৪টি আরব দেশের রাষ্ট্রপ্রধান যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। আরব কূটনীতিবিদেরা সি চিন পিংয়ের এই সফরকে আরব-চীনা সম্পর্কের জন্য একটি ‘মাইলফলক’ হিসেবে উল্লেখ করেছেন। 

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বৃহত্তম মিত্র সৌদি আরব। তবে সৌদি বংশোদ্ভূত সাংবাদিক জামাল খাসোগির হত্যাকাণ্ডের ইস্যুতে দেশটির ডি ফ্যাক্টো শাসক মোহাম্মদ বিন সালমানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সম্পর্কের অবনতি হয়। এই অবস্থায় বিগত কয়েক মাস ধরেই সৌদি আরবে চীনা প্রেসিডেন্টের সফরের গুজব প্রচারিত হচ্ছিল। তবে সৌদি আরব কিংবা চীনের সরকার এখনো বিষয়টি নিশ্চিত করেনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত