অনলাইন ডেস্ক
ইসরায়েলে হামাসের মারাত্মক হামলার পর মধ্যপ্রাচ্যের সহিংসতার বিষয়ে আগামীকাল জাতিসংঘের নিরাপত্তা পরিষদ একটি জরুরি বৈঠক আহ্বান করেছে। ফরাসি বার্তাসংস্থা এএফপি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
আজ শনিবার জাতিসংঘের প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিনি প্রশ্নসহ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য কাউন্সিল রোববার স্থানীয় সময় বিকেল ৩টায় এ বৈঠক হবে।
এদিকে আজ শনিবার ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস গাজা উপত্যকা থেকে পাঁচ হাজার রকেট ছোড়ে। একই সঙ্গে হামাসের যোদ্ধারা ভূমি দিয়ে বেশ কয়েকটি ইসরায়েলি শহরে প্রবেশ করে। এতে দুই পক্ষের মধ্যে চরম সংঘর্ষে এ পর্যন্ত ১০০ ইসরায়েলি ও ১৯৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
আরও পড়ুন:
ইসরায়েলে হামাসের মারাত্মক হামলার পর মধ্যপ্রাচ্যের সহিংসতার বিষয়ে আগামীকাল জাতিসংঘের নিরাপত্তা পরিষদ একটি জরুরি বৈঠক আহ্বান করেছে। ফরাসি বার্তাসংস্থা এএফপি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
আজ শনিবার জাতিসংঘের প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিনি প্রশ্নসহ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য কাউন্সিল রোববার স্থানীয় সময় বিকেল ৩টায় এ বৈঠক হবে।
এদিকে আজ শনিবার ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস গাজা উপত্যকা থেকে পাঁচ হাজার রকেট ছোড়ে। একই সঙ্গে হামাসের যোদ্ধারা ভূমি দিয়ে বেশ কয়েকটি ইসরায়েলি শহরে প্রবেশ করে। এতে দুই পক্ষের মধ্যে চরম সংঘর্ষে এ পর্যন্ত ১০০ ইসরায়েলি ও ১৯৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
আরও পড়ুন:
আত্মহত্যার চেষ্টাকে অপরাধ গণ্য করার আইন বাতিল ঘোষণা করেছে কেনিয়ার আদালত। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দেশটির হাইকোর্টের বিচারক লরেন্স মুগাম্বি এই যুগান্তকারী রায় দেন। তিনি রায় ঘোষণার সময় বলেন, ‘দণ্ডবিধির ২২৬ ধারা সংবিধানে বর্ণিত সর্বোচ্চ মানের স্বাস্থ্য অধিকারের পরিপন্থী।
১৫ মিনিট আগেযুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম শহর লস অ্যাঞ্জেলেসে ছড়িয়ে পড়া আগুনে প্রাণ হারিয়েছেন পাঁচজন। ঘরছাড়া হয়েছে ১ লাখের বেশি মানুষ। ক্ষতির প্রাথমিক পরিমাণ ৫০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। তবে এ ধ্বংসযজ্ঞ শুধু লস অ্যাঞ্জেলেসের স্থানীয় সমস্যা নয়, এটি পুরো যুক্তরাষ্ট্রের আবাসন বাজার এবং জ
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে বসবাসকারী এক নারী সম্প্রতি ৫০ হাজার ডলারের একটি লটারি জিতেছেন। বাংলাদেশি মুদ্রায় এই অর্থ ৬০ লাখ টাকার বেশি। মজার বিষয় হলো, যে সংখ্যা ব্যবহার করে এই লটারি বিজয়, সেই সংখ্যা স্বপ্নে পেয়েছিলেন ওই নারী!
১ ঘণ্টা আগেগার্ডিয়ান জানিয়েছে, নরওয়ের রাজধানী অসলো শহরের রাস্তাগুলো এখন ক্রমেই আরও শান্ত হয়ে উঠছে। কারণ শহরটিতে কর্তৃপক্ষের পরিচালিত নির্মাণ প্রকল্পগুলোতে শব্দযুক্ত ও দূষণকারী যন্ত্রের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। গত ১ জানুয়ারি থেকে কার্যকর করা এই উদ্যোগটি বিশ্বে এই প্রথমবারের মতো নেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে