অনলাইন ডেস্ক
ইসরায়েলি হামলায় সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনস্যুলেটের সাত কর্মকর্তা নিহত হওয়ার ঘটনায় কঠিন প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে তেহরান। পর্যবেক্ষকেরা বলছেন, গাজায় যুদ্ধনীতি নিয়ে পশ্চিমা চাপে থাকা ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু এখন মধ্যপ্রাচ্যে যুদ্ধ আরও বিস্তৃত করার ফন্দি আঁটছেন। ইরানির কূটনীতিককে হত্যা এই পরিকল্পনারই অংশ। ইরান হুমকি দিয়েছে, তারা এর এমন প্রতিশোধ নেবে যে, ইসরায়েল ওই ঘটনার জন্য নিজেই অনুশোচনা করবে!
এদিকে রোববার (৭ এপ্রিল) একটি আধা–সরকারি ইরানি সংবাদ সংস্থা একটি ইনফোগ্রাফ প্রকাশ করেছে। সেখানে ইরানের অস্ত্রাগার থেকে ইসরায়েলে আঘাত হানতে সক্ষম নয়টি ক্ষেপণাস্ত্রের একটি চিত্র তুলে ধরা হয়েছে।
বার্তা সংস্থা আইএসএনএর ওই প্রতিবেদনের তথ্য অনুযায়ী ইরানের সেই নয় ক্ষেপণাস্ত্রের একটি সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরা হলো:
[‘পাল্লা’ বলতে সর্বোচ্চ দূরত্ব অতিক্রম করার সক্ষমতা এবং গতির হিসাবে ‘মাক ১২’ বলতে শব্দের গতির ১২ গুণ বোঝানো হয়। যেখানে শব্দের গতি সেকেন্ডে ৩৪৩ মিটার।]
১. সেজ্জিল
পাল্লা: ২০০০–২৫০০ কিলোমিটার
গতি: মাক ১২–১৪
২. খোররামশহর ৪ (খাইবার)
পাল্লা: ২০০০ কিলোমিটার
গতি: বায়ুমণ্ডলের বাইরে মাক ১৬; বায়ুমণ্ডলের ভেতরে মাক ৮
৩. এমাদ
পাল্লা: ২০০০ কিলোমিটার
গতি: মাক ৭.২
৪. শাহাব ৩
পাল্লা: ২০০০ কিলোমিটার
গতি: মাক ৭
৫. কদর
পাল্লা: ১৯৫০ কিলোমিটার
গতি: মাক ৯
৬. পাভেহ
পাল্লা: ১৬৫০ কিলোমিটার
গতি: ঘণ্টায় ৬০০–৯০০ কিলোমিটার
৭. খাইবারশেকান
পাল্লা: ১৪৫০ কিলোমিটার
গতি: ঘণ্টায় ৫০০০ কিলোমিটার
৮. ফাত্তাহ ২
পাল্লা: ১৪০০ কিলোমিটারের বেশি
গতি: মাক ৫
৯. হজ কাসেম
পাল্লা: ১৪০০ কিলোমিটার
গতি: মাক ৫
সিরিয়ার রাজধানীতে গত সোমবার বিমান হামলায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সাতজন সদস্য নিহত হন। এর মধ্যে দুই সিনিয়র কমান্ডারও রয়েছেন। গত অক্টোবর থেকে চলমান ইসরায়েল–হামাস যুদ্ধের কারণে উত্তেজনাপূর্ণ অঞ্চলটিতে ওই হামলার পর উত্তেজনা আরও বেড়েছে।
নিহতদের মধ্যে মোহাম্মদ–রেজা জাহেদি ছিলেন সবচেয়ে উচ্চ পদমর্যাদার ব্যক্তি। জাহেদি লেবানন এবং সিরিয়ায় আইআরজিসির বিদেশি অপারেশন শাখা কুদস ফোর্সের অপারেশন তত্ত্বাবধানের দায়িত্বে ছিলেন।
ইরাকে কুদস ফোর্সের প্রধান কাসেম সোলেইমানি ২০২০ সালে মার্কিন ড্রোন হামলায় নিহত হওয়ার পর থেকে জাহেদি সর্বোচ্চ র্যাঙ্কের কোনো ইরানি কমান্ডার যাকে হত্যা করা হলো।
গত শনিবার ইরানে জাহেদির জানাজায় বক্তৃতা দেওয়ার সময় একজন সিনিয়র ইরানি সামরিক কর্মকর্তা ওই হামলার কঠিন প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছেন।
ইসরায়েলি হামলায় সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনস্যুলেটের সাত কর্মকর্তা নিহত হওয়ার ঘটনায় কঠিন প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে তেহরান। পর্যবেক্ষকেরা বলছেন, গাজায় যুদ্ধনীতি নিয়ে পশ্চিমা চাপে থাকা ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু এখন মধ্যপ্রাচ্যে যুদ্ধ আরও বিস্তৃত করার ফন্দি আঁটছেন। ইরানির কূটনীতিককে হত্যা এই পরিকল্পনারই অংশ। ইরান হুমকি দিয়েছে, তারা এর এমন প্রতিশোধ নেবে যে, ইসরায়েল ওই ঘটনার জন্য নিজেই অনুশোচনা করবে!
এদিকে রোববার (৭ এপ্রিল) একটি আধা–সরকারি ইরানি সংবাদ সংস্থা একটি ইনফোগ্রাফ প্রকাশ করেছে। সেখানে ইরানের অস্ত্রাগার থেকে ইসরায়েলে আঘাত হানতে সক্ষম নয়টি ক্ষেপণাস্ত্রের একটি চিত্র তুলে ধরা হয়েছে।
বার্তা সংস্থা আইএসএনএর ওই প্রতিবেদনের তথ্য অনুযায়ী ইরানের সেই নয় ক্ষেপণাস্ত্রের একটি সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরা হলো:
[‘পাল্লা’ বলতে সর্বোচ্চ দূরত্ব অতিক্রম করার সক্ষমতা এবং গতির হিসাবে ‘মাক ১২’ বলতে শব্দের গতির ১২ গুণ বোঝানো হয়। যেখানে শব্দের গতি সেকেন্ডে ৩৪৩ মিটার।]
১. সেজ্জিল
পাল্লা: ২০০০–২৫০০ কিলোমিটার
গতি: মাক ১২–১৪
২. খোররামশহর ৪ (খাইবার)
পাল্লা: ২০০০ কিলোমিটার
গতি: বায়ুমণ্ডলের বাইরে মাক ১৬; বায়ুমণ্ডলের ভেতরে মাক ৮
৩. এমাদ
পাল্লা: ২০০০ কিলোমিটার
গতি: মাক ৭.২
৪. শাহাব ৩
পাল্লা: ২০০০ কিলোমিটার
গতি: মাক ৭
৫. কদর
পাল্লা: ১৯৫০ কিলোমিটার
গতি: মাক ৯
৬. পাভেহ
পাল্লা: ১৬৫০ কিলোমিটার
গতি: ঘণ্টায় ৬০০–৯০০ কিলোমিটার
৭. খাইবারশেকান
পাল্লা: ১৪৫০ কিলোমিটার
গতি: ঘণ্টায় ৫০০০ কিলোমিটার
৮. ফাত্তাহ ২
পাল্লা: ১৪০০ কিলোমিটারের বেশি
গতি: মাক ৫
৯. হজ কাসেম
পাল্লা: ১৪০০ কিলোমিটার
গতি: মাক ৫
সিরিয়ার রাজধানীতে গত সোমবার বিমান হামলায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সাতজন সদস্য নিহত হন। এর মধ্যে দুই সিনিয়র কমান্ডারও রয়েছেন। গত অক্টোবর থেকে চলমান ইসরায়েল–হামাস যুদ্ধের কারণে উত্তেজনাপূর্ণ অঞ্চলটিতে ওই হামলার পর উত্তেজনা আরও বেড়েছে।
নিহতদের মধ্যে মোহাম্মদ–রেজা জাহেদি ছিলেন সবচেয়ে উচ্চ পদমর্যাদার ব্যক্তি। জাহেদি লেবানন এবং সিরিয়ায় আইআরজিসির বিদেশি অপারেশন শাখা কুদস ফোর্সের অপারেশন তত্ত্বাবধানের দায়িত্বে ছিলেন।
ইরাকে কুদস ফোর্সের প্রধান কাসেম সোলেইমানি ২০২০ সালে মার্কিন ড্রোন হামলায় নিহত হওয়ার পর থেকে জাহেদি সর্বোচ্চ র্যাঙ্কের কোনো ইরানি কমান্ডার যাকে হত্যা করা হলো।
গত শনিবার ইরানে জাহেদির জানাজায় বক্তৃতা দেওয়ার সময় একজন সিনিয়র ইরানি সামরিক কর্মকর্তা ওই হামলার কঠিন প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছেন।
গাজায় যুদ্ধবিরতি চুক্তি আলোচনা শুরুর পর প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানালেন লেবাননের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ প্রধান নাঈম কাশেম। আজ শনিবার ফিলিস্তিনিদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, এই চুক্তি ইসরায়েলের বিরুদ্ধে অটল প্রতিরোধ গড়ে তোলার প্রমাণ। টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
২ ঘণ্টা আগেভারতের পশ্চিমবঙ্গে কলকাতার আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় করা গ্রেপ্তার স্থানীয় পুলিশ স্বেচ্ছাসেবী সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে রায় দিয়েছেন আদালত। আগামী সোমবার তাঁর সাজা ঘোষণা করা হবে। আজ শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
২ ঘণ্টা আগেগাজা যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তি আগামীকাল রোববার গাজার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টা থেকে কার্যকর হবে বলে জানিয়েছে কাতার। আজ শনিবার সকালে ছয় ঘণ্টা বৈঠকের পর নেতানিয়াহুর মন্ত্রিসভা চুক্তি অনুমোদন করে। এর মধ্য দিয়ে টানা ১৫ মাস চলা এ যুদ্ধে আনুষ্ঠানিক বিরতি আসতে চলেছে। কাতারের সংবাদমাধ্যম আল-জাজিরা এ
৩ ঘণ্টা আগেব্লিঙ্কেনের শেষ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে উত্তেজনাপূর্ণ মুহূর্ত তৈরি হয়। ইসরায়েল-গাজা যুদ্ধ নিয়ে তাঁর নীতি সমালোচনার মুখে পড়লে দুজন সাংবাদিককে টেনে বের করা হয়।
৪ ঘণ্টা আগে