Ajker Patrika

ফিলিস্তিন রাষ্ট্র গঠন নিয়ে আরব নেতাদের তোড়জোড় শুরু হয়েছে

আপডেট : ১১ নভেম্বর ২০২৪, ২২: ৫২
সৌদি আরবের রাজধানী রিয়াদে আরব-ইসলামিক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। ছবি: আল-জাজিরা
সৌদি আরবের রাজধানী রিয়াদে আরব-ইসলামিক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। ছবি: আল-জাজিরা

ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে সংঘাতকে কেন্দ্র করে দ্বি-রাষ্ট্র সমাধানের বিষয়টিকেই গুরুত্ব দেওয়া হচ্ছে। এই লক্ষ্যে সোমবার সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি আরব-ইসলামিক শীর্ষ সম্মেলনে যোগ দেওয়া আরব নেতারা একটি বৈঠকে অংশ নিয়েছেন।

এ বিষয়ে আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, রিয়াদে অনুষ্ঠিত ওই সম্মেলনে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পাশাপাশি লেবানন ও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে চলমান সংঘাত বন্ধের বিষয়ে আলোচনা করছেন নেতারা। সমস্যাগুলোর সমাধানের জন্য আন্তর্জাতিক মহলকে কীভাবে রাজি করানো যায়, সেই বিষয়টি নিয়েও আলোচনা চলছে।

এর আগে গত বছরের অক্টোবরেও সৌদি আরবের রিয়াদেই গাজা যুদ্ধ বন্ধ এবং ফিলিস্তিন রাষ্ট্র গঠনের জন্য রিয়াদে আরব নেতারা এক হয়েছিলেন। পরে গত বছরের নভেম্বরে এই বিষয়ে আরও একটি সম্মেলনের ঘোষণা দেওয়া হয়েছিল।

এবারের সম্মেলন প্রসঙ্গে এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলের আগ্রাসন থামানো, বেসামরিক মানুষকে রক্ষা, ফিলিস্তিনসহ ইসরায়েলের হামলায় বিপর্যস্ত লেবাননের নাগরিকদের পাশে দাঁড়ানো এবং এই হামলা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের ওপর চাপ তৈরির পাশাপাশি মধ্যপ্রাচ্যে একটি টেকসই শান্তি ফেরানোর উপায় নিয়ে আলোচনা হচ্ছে। নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা তিনুবু ও লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতিমহ এই সম্মেলনে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফেরও যোগ দেওয়ার কথা রয়েছে।

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া এক ভাষণে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেছেন, ‘আমরা ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের গণহত্যাকে প্রত্যাখ্যান করছি।’

এদিকে দ্বি-রাষ্ট্র সমাধানের মাধ্যমে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিকে আবারও উড়িয়ে দিয়েছে ইসরায়েল। ফিলিস্তিন রাষ্ট্র গঠনের বিষয়টিকে একটি অবাস্তব লক্ষ্য হিসেবে মন্তব্য করেছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার। তিনি বলেন, ‘আমার মনে হয় বর্তমান সময়ে এটা কোনো বাস্তবসম্মত বিষয় নয়। আমাদের অবশ্যই বাস্তববাদী হতে হবে। ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে সেটা হবে হামাসের রাষ্ট্র।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশি পণ্যে ৩৭ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প

বিমসটেক সম্মেলনে ড. ইউনূস ও নরেন্দ্র মোদি বৈঠক হচ্ছে

ড. ইউনূসের সেভেন সিস্টার্স নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিলেন হাই রিপ্রেজেন্টেটিভ

ঈদের দিন ঘুরতে গিয়ে ধর্ষণের শিকার নববধূ, সাবেক প্রেমিক কারাগারে

কুড়িগ্রামের এসপিকে প্রত্যাহারের দাবি বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত