অনলাইন ডেস্ক
ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে সংঘাতকে কেন্দ্র করে দ্বি-রাষ্ট্র সমাধানের বিষয়টিকেই গুরুত্ব দেওয়া হচ্ছে। এই লক্ষ্যে সোমবার সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি আরব-ইসলামিক শীর্ষ সম্মেলনে যোগ দেওয়া আরব নেতারা একটি বৈঠকে অংশ নিয়েছেন।
এ বিষয়ে আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, রিয়াদে অনুষ্ঠিত ওই সম্মেলনে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পাশাপাশি লেবানন ও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে চলমান সংঘাত বন্ধের বিষয়ে আলোচনা করছেন নেতারা। সমস্যাগুলোর সমাধানের জন্য আন্তর্জাতিক মহলকে কীভাবে রাজি করানো যায়, সেই বিষয়টি নিয়েও আলোচনা চলছে।
এর আগে গত বছরের অক্টোবরেও সৌদি আরবের রিয়াদেই গাজা যুদ্ধ বন্ধ এবং ফিলিস্তিন রাষ্ট্র গঠনের জন্য রিয়াদে আরব নেতারা এক হয়েছিলেন। পরে গত বছরের নভেম্বরে এই বিষয়ে আরও একটি সম্মেলনের ঘোষণা দেওয়া হয়েছিল।
এবারের সম্মেলন প্রসঙ্গে এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলের আগ্রাসন থামানো, বেসামরিক মানুষকে রক্ষা, ফিলিস্তিনসহ ইসরায়েলের হামলায় বিপর্যস্ত লেবাননের নাগরিকদের পাশে দাঁড়ানো এবং এই হামলা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের ওপর চাপ তৈরির পাশাপাশি মধ্যপ্রাচ্যে একটি টেকসই শান্তি ফেরানোর উপায় নিয়ে আলোচনা হচ্ছে। নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা তিনুবু ও লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতিমহ এই সম্মেলনে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফেরও যোগ দেওয়ার কথা রয়েছে।
সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া এক ভাষণে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেছেন, ‘আমরা ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের গণহত্যাকে প্রত্যাখ্যান করছি।’
এদিকে দ্বি-রাষ্ট্র সমাধানের মাধ্যমে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিকে আবারও উড়িয়ে দিয়েছে ইসরায়েল। ফিলিস্তিন রাষ্ট্র গঠনের বিষয়টিকে একটি অবাস্তব লক্ষ্য হিসেবে মন্তব্য করেছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার। তিনি বলেন, ‘আমার মনে হয় বর্তমান সময়ে এটা কোনো বাস্তবসম্মত বিষয় নয়। আমাদের অবশ্যই বাস্তববাদী হতে হবে। ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে সেটা হবে হামাসের রাষ্ট্র।’
ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে সংঘাতকে কেন্দ্র করে দ্বি-রাষ্ট্র সমাধানের বিষয়টিকেই গুরুত্ব দেওয়া হচ্ছে। এই লক্ষ্যে সোমবার সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি আরব-ইসলামিক শীর্ষ সম্মেলনে যোগ দেওয়া আরব নেতারা একটি বৈঠকে অংশ নিয়েছেন।
এ বিষয়ে আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, রিয়াদে অনুষ্ঠিত ওই সম্মেলনে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পাশাপাশি লেবানন ও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে চলমান সংঘাত বন্ধের বিষয়ে আলোচনা করছেন নেতারা। সমস্যাগুলোর সমাধানের জন্য আন্তর্জাতিক মহলকে কীভাবে রাজি করানো যায়, সেই বিষয়টি নিয়েও আলোচনা চলছে।
এর আগে গত বছরের অক্টোবরেও সৌদি আরবের রিয়াদেই গাজা যুদ্ধ বন্ধ এবং ফিলিস্তিন রাষ্ট্র গঠনের জন্য রিয়াদে আরব নেতারা এক হয়েছিলেন। পরে গত বছরের নভেম্বরে এই বিষয়ে আরও একটি সম্মেলনের ঘোষণা দেওয়া হয়েছিল।
এবারের সম্মেলন প্রসঙ্গে এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলের আগ্রাসন থামানো, বেসামরিক মানুষকে রক্ষা, ফিলিস্তিনসহ ইসরায়েলের হামলায় বিপর্যস্ত লেবাননের নাগরিকদের পাশে দাঁড়ানো এবং এই হামলা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের ওপর চাপ তৈরির পাশাপাশি মধ্যপ্রাচ্যে একটি টেকসই শান্তি ফেরানোর উপায় নিয়ে আলোচনা হচ্ছে। নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা তিনুবু ও লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতিমহ এই সম্মেলনে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফেরও যোগ দেওয়ার কথা রয়েছে।
সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া এক ভাষণে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেছেন, ‘আমরা ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের গণহত্যাকে প্রত্যাখ্যান করছি।’
এদিকে দ্বি-রাষ্ট্র সমাধানের মাধ্যমে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিকে আবারও উড়িয়ে দিয়েছে ইসরায়েল। ফিলিস্তিন রাষ্ট্র গঠনের বিষয়টিকে একটি অবাস্তব লক্ষ্য হিসেবে মন্তব্য করেছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার। তিনি বলেন, ‘আমার মনে হয় বর্তমান সময়ে এটা কোনো বাস্তবসম্মত বিষয় নয়। আমাদের অবশ্যই বাস্তববাদী হতে হবে। ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে সেটা হবে হামাসের রাষ্ট্র।’
আগামী ২০ জানুয়ারি ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। রীতি মেনে মার্কিন প্রেসিডেন্টদের শপথ গ্রহণ অনুষ্ঠান খোলা জায়গায় হয়। কিন্তু এবার তা হচ্ছে না, চার দেয়ালের ভেতর ও ছাদের নিচেই শপথ নিতে হচ্ছে ট্রাম্পকে। ওয়াশিংটনের ক্যাপিটল ভবনের রোটুন্ডা হলে শপথ অনুষ্ঠান হবে।
১০ মিনিট আগেটানা ১৫ মাস ধরে চলা গাজা যুদ্ধে আগামীকাল রোববার থেকে যুদ্ধবিরতি হতে যাচ্ছে। হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তি অনুযায়ী তিন ধাপে কার্যকর হবে এই যুদ্ধবিরতি। আজ শনিবার ইসরায়েলের মন্ত্রিসভায় চুক্তি অনুমোদিত হওয়ার পর ইসরায়েলের বিচার মন্ত্রণালয় জানিয়েছে, চুক্তির প্রথম পর্যায়ে তাঁরা
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বাতাসের তীব্রতা কমে দাবানল দুর্বল হয়ে আসায় স্বস্তি ফিরছে উপদ্রুত এলাকার বাসিন্দাদের মধ্যে। কর্মকর্তারা জানিয়েছেন, অন্তত ২৪ হাজার একর এলাকায় ছড়িয়ে পড়া এই আগুনে কমপক্ষে ১২ হাজার অবকাঠামো ভস্মীভূত হয়েছে। সবশেষ খবর পাওয়া পর্যন্ত ২৭টি মরদেহের সন্ধান পেয়েছেন উদ্ধারকারীরা...
২ ঘণ্টা আগেটানা ১৫ মাস ধরে চলা গাজা যুদ্ধে অবশেষে কার্যকর যুদ্ধবিরতি হতে চলেছে। যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তি অনুমোদন করেছে ইসরায়েলের মন্ত্রিসভা। আজ শনিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
৪ ঘণ্টা আগে